🌟 Who is Ashwini Kumar? স্বপ্নের অভিষেক করলেন অশ্বিনী কুমার, প্রথম বলেই অজিঙ্কা রাহানেকে আউট করে ইতিহাসের পাতায় নিজের নাম তুললেন। তবে এদিন তিনি চারটি উইকেট নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে এই ম্যাচের সর্বাধিক উইকেট শিকারী হয়েছেন।
𒆙আইপিএলে দুর্দান্তভাবে নিজের যাত্রা শুরু করলেন অশ্বিনী কুমার। ২৩ বছর বয়সি এই পেসার অভিষেক ম্যাচের প্রথম বলেই কলকাতা নাইট রাইডার্স (KKR)-এর অধিনায়ক অজিঙ্কা রাহানেকে আউট করেন। মুম্বই ইন্ডিয়ান্স (MI) একাদশে তাঁকে সত্যনারায়ণ রাজুর জায়গায় দলে নিয়েছিল। এবং অশ্বিনী কুমার দলের বিশ্বাসের প্রতিদান দিলেন। রাহানেকে আউট করে নিজের দক্ষতার প্রমাণ দিলেন। রাহানে পুরোপুরি ভুলভাবে শট খেলে বসেন, আর বল চলে যায় ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলে থাকা তিলক বর্মার হাতে। যদিও প্রথমে ক্যাচটি ধরতে গিয়ে তিলক খানিকটা গড়বড় করে ফেলেন, কিন্তু শেষ পর্যন্ত এক হাতে দারুণভাবে ধরে ফেলেন। অশ্বিনী এরপর উচ্ছ্বাসে মেতে ওঠেন।
আরও পড়ুন … 🙈IPL 2025: কাব্য মারানের SRH-র হায়দরাবাদ থেকে ম্যাচ সরিয়ে নেওয়ার হুমকি! তেলেঙ্গানা সরকারের এন্ট্রি
প্রথম বলেই উইকেট নেওয়া MI বোলারদের তালিকা:
♕আলি মুর্তাজা বনাম রাজস্থান রয়্যালস, ২০১০ (নামান ওঝা)
😼আলজারি জোসেফ বনাম সানরাইজার্স হায়দরাবাদ, ২০১৯ (ডেভিড ওয়ার্নার)
ℱডিওয়াল্ড ব্রেভিস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ২০২২ (বিরাট কোহলি)
ꦕঅশ্বিনী কুমার বনাম কলকাতা নাইট রাইডার্স, ২০২৫ (অজিঙ্কা রাহানে)
আরও পড়ুন … 💮IPL 2025 MI vs KKR: টসটা হেরে ভালোই হয়েছে… কেন এমন বললেন অজিঙ্কা রাহানে?
মোহালির প্রতিভাবান পেসার অশ্বিনী কুমার
🌟মোহালিতে জন্মগ্রহণ করা অশ্বিনী কুমার শের-ই-পঞ্জাব টি২০ টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স করে শিরোনামে আসেন। তিনি মূলত ডেথ ওভারে বল করার জন্য পরিচিত এবং মুম্বই ইন্ডিয়ান্স ২০২৫ সালের আইপিএল মেগা নিলামে তাকে ৩০ লক্ষ টাকার বিনিময়ে দলে নেয়। ২০২৪ সালে তিনি পঞ্জাব কিংস স্কোয়াডে ছিলেন, কিন্তু কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি অশ্বিনী কুমার।
🦄অশ্বিনী ২০২২ সালে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে পঞ্জাবের হয়ে অভিষেক করেন এবং মোট চারটি ম্যাচ খেলেন। সেই টুর্নামেন্টে তিনি ৮.৫ ইকোনমিতে ৩টি উইকেট নেন। এছাড়া, অশ্বিনী কুমার পঞ্জাবের হয়ে দুটি ফার্স্ট-ক্লাস ম্যাচ এবং চারটি লিস্ট এ ম্যাচও খেলেছেন।
আরও পড়ুন … 🍬IPL 2025 controversy: মাঠের মধ্যেই RR ভক্তদের লড়াই! ভাইরাল হল ভিডিয়ো
KKR-র বিরুদ্ধে ম্যাচে চার উইকেট শিকার করেন অশ্বিনী কুমার-
🌳এ দিনের ম্যাচে অশ্বিনী কুমার তিন ওভার বল করে ২৪ রান দিয়ে চার উইকেট শিকার করেন। অজিঙ্কা রাহানেকে ১১ রানে সাজঘরে ফেরানোর পরে রিঙ্কু সিংকেও আউট করেন অশ্বিনী কুমার। রিঙ্কু সিং ১৭ রান করে সাজঘরে ফিরে যান। এরপরে মনীশ পান্ডেকে বোল্ড করেন অশ্বিনী কুমার। শুধু এখানেই থেমে থাকেননি অশ্বিনী, কারণ আন্দ্রে রাসেলকে আউট করে এভিষেক ম্যাচেই চার উইকেট শিকার করেন মুম্বই ইন্ডিয়ান্সের এই তরুণ বোলার।