রবিনা টন্ডনের মেয়ে রাসা থাডানি প্রথম ছবিতেই করেছিলেন বাজিমাত। 'উই আম্মা' গানে তাঁর 'আদা' দেখে মুগ্ধ হয়ে গিয়েছিল দর্শকরা। নায়িকার অভিনয় নিয়েও🍌 কম চর্চা হয়নি। নেপোকিডদের মধ্যেও যে ট্যালেন্ট থাকে তা তিনি মানতে বাধ্য করিয়েছিলেন দর্শকদের। শুধু কী তাই, অনেকে আলিয়া ভাটের সঙ্গেও তাঁর অভিনয়ের তুলনা করেছিলেন। কিন্তু আর এক নেপোকিড অনন্যা এবার রাসা এড়িয়ে গিয়ে পড়লেন বিতর্কের মুখে।
আরও পড়ুন: ঐন্দ্রিলার জন্মদিনে আদুরে পোস্ট অঙ্কুশের!জানেন কীভাবে ১৩ বছর আগে একে অপরের প্༒রেমে পড়েছিলেন♉ তাঁরা?
কী ঘটেছে?
সম্প্রতি মুম্বইয়ের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনন্যা পাণ্ডে। সেই অনুষ্ঠানে রাসা সহ আরও বেশ কয়েকজন তারকাকেই দেখা গিয়েছিল। কিন্তু সামনাসামনি দেখা হলেও অনন্যা রাসা🌠কে সম্পূর্ণ এড়িয়ে যান। এখানেই শেষ নয়, সেখানে থাকা বাকি তারকাদের সঙ্গেও অনন্যাকে সৌজন্য বিনিময় করতে দেখা যায়। অন্যদিকে, রাসার পাশে তাঁর বসার ব্যবস্থা থাকলেও꧟ অভিনেত্রীর দিকে পিছন ফিরে বসে থাকেন অনন্যা।
তাই এই সব কান্ড-কারখানার ভিডিয়ো সমাজমাধ্যমের পাতায় আসতেই হয়েছে ভাইরাল। যেখানে দেখা গিয়েছে সৌজন্য বিনিময়ের জন্য রাসা কয়েকবার অনন্যার দিকে তাকালেও, অনন্যা তাঁকে সম্পূর্ণ এড়িয়ে গিয়ে🌃ছেন। রাসার সঙ্গে কথা না বলে পাশে থাকা অন্য এক ব্যক্তির সঙ্গে কথোপথন করছেন। কিন্তু কেন রাসার সঙ্গে এমন অস্বাভাবিক ব্যবহার করলেন অনন্যা? সমাজমাধ্য🌞মে অভিনেত্রীর এই অদ্ভুত আচরণ শুধু হয়েছে জোর চর্চা।
আরও পড়ুন: মহাকুম্ভের ভাইরাল গার্ল মোনালিসাকে অভিন💦য়ের প্রস্তাব দেওয়া পরিচালকের বিরুদ্🦹ধে ধর্ষণের অভিযোগ
অনেকের মতে 'পতি পত্নী অর ভো' ছবিতে যে চরিত্রটিতে অনন্যাকে অভিনয় করতে দেখা গিয়েছিল, শোন🗹া যাচ্ছে ছবির সিক্যুয়ালে সেই চরিত্রে দেখা যাবে রাসা থাডানিক♌ে। আর সেই কারণেই নাকি দু'জনের মধ্যে সমস্যা তৈরি হয়েছে। তবে আসল কারণ কী তা এখনও অজানা। অন্যদিকে সম্প্রতি প্রকাশ্যে এসেছে 'কেশরি টু' ছবিতে অনন্যার লুক। ছবিতে আইনজীবির ভূমিকায় দেখা যাবে নায়িকাকে। সেই ছবিতে আবার লাইক করেছেন আদিত্য রায় কপুর। তা নিয়েও চলছে নানা জল্পনা।