ಌ পাথরপ্রতিমার ঢোলাহাটে বাড়িতে মজুত বাজি বিস্ফোরণে ৮ জনের মৃত্যুর ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন, পশ্চিমবঙ্গ এরকম অপদার্থ পুলিশমন্ত্রী আগে পায়নি। একই সঙ্গে সুকান্তবাবু জানিয়েছেন, ঢোলাহাট বিস্ফোরণের NIA তদন্ত চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিতে চলেছেন তিনি।
ꦿএদিন সুকান্তবাবু বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বাংলাটাকে বোম আর বারুদের স্তূপের ওপর বসিয়ে রেখেছে। এই ধরণের অপদার্থ পুলিশমন্ত্রী স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বাংলা কোনও দিন পায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত কিছু জেনে বুঝে করছেন। কত বিস্ফোরক মজুত থাকলে এতবড় বিস্ফোরণ হতে পারে। এত বিস্ফোরক সেখানে জমা হল আর আপনার গোয়েন্দা বিভাগ জানতে পারল না। এতটা অপদার্থ? না কি আপনি গোয়েন্দা বিভাগকে চোখ বন্ধ করে থাকতে বলেছেন, জামাতের লোকেরা যাতে এগুলো করতে পারে।'
🌠সুকান্তবাবুর দাবি, ''এর তদন্ত হওয়া উচিত। NIA তদন্তের জন্য আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে লিখব। কারা এর সঙ্গে যুক্ত তা তদন্ত করে বার করা হোক। গোটা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাকে মমতা বন্দ্যোপাধ্যায় জেহাদিদের অভয়ারণ্যে পরিণত করার চেষ্টা করছেন।’
🍃একই দাবি করেছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষেরও। তিনি বলেন, ‘এমন এক একটা বিস্ফোরণ হয় যে গোটা বাড়ি উড়ে যায়। দূরে বাড়ির কাচ ভেঙে পড়ে। তার পর কতজন গ্রেফতার হয়, কতজন সাজা পায় আমরা কিছু জানি না। সব চাপা পড়ে যায়। আদও এই সরকার চিন্তিত কি না। এই যে গতিবিধি, এটা অন্তর্ঘাত হওয়ার মতো পরিস্থিতি। সাধারণ বাজি এত পাওয়াফুল হয় না। আমার মনে হয় NIA তদন্ত হোক। এই সরকার এই কারবার বন্ধ করতে চায় না। এরা চায় এই ধরণের ঘটনা বারবার ঘটুক, ভয়ের পরিবেশ তৈরি হোক। ভোটের মুখে এই ধরণের পরিবেশ তৈরি করে ভোটারদের প্রভাবিত করা হয়। কেউ যেন বাড়ি থেকে না বেরোয়।’