আইপিএল ২০২💮৫-এর মাঝেই ভারতীয় ক্রিকেটপ্রেমীদের বড় খবর দিল সিডনি সিক্সার্স। আগামী ২টি মরশুমে তিনবারের বিগ ব্যাশ চ্যাম্পিয়নদের হয়ে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-২০ লিগে মাঠে নামবেন বিরাট কোহলি!
এমন খবর সামনে আসার পরেই শুধু ভারতীয় ক্রিকেটমহলেরই নয়, বরং অজি তথা আন্তর্জাতিক ক্রিকেটমহলেরও নড়েচড়ে বসা স্বাভাবিক। কেননা বিরাট কোহলির মতো ক্রিকেটার 😼বিদেশি টি-২০ লিগে খেললে টুর্নামেন্টের জৌলুস তথা ব্র্যান্ড ভ্যালু মুহূর্তে আকাশ ছোঁবে সন্দেহ নেই। তবে সত্যিই কি কোহলি স্টিভ স্মিথের দলের ൲হয়ে বিগ ব্যাশ লিগে মাঠে নামবেন? এমন খটকা লাগা স্বাভাবিক ক্রিকেট অনুরাগীদের।
সিডনি সিক্সার্স ফ্র্যাঞ্চাইজির তরফে তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কোহলির সঙ্গে চুক্তি করার খবর জানানো হয়, এই বিষয়ে কোনও সন্দেহ নেই। তবে এমন খবর যে সত্যি হওয়া কোনওভাবেই সম্ভব নয়, সেটা বুঝতে বিশেষ অসুবিধা হয় না। আসলে এমন একটা বিষয় নিয়ে এমন একটা দিনে বিজ্ঞপ্তি জারি করে সিডনি সিক্সার্স, ক্রিকেটপ্রেমীদের গোটা বিষয়টি বুঝে নিতে বিশেষ অসুবিধা হওয়ার কথাꦓ নয়।
সত্যিই কি কোহলি বিগ ব্যাশ লিগে মাঠে নামবেন?
পয়লা এপ্রিলে কমবেশি সব দলই সমর্থকদের সঙ্গে এই রকম মজা করে থাকে। ক্রিকেটপ্রেমীদের এপ্রিল ফুল বানানোই যে সিডনি সিক্সার্সের উদ্দেশ্য, ভারতীয় ক্রিকেটের সঙ্গে পরিচিত অনুরাগী মাত্রই সেটা বুঝে যাবেন। পরে সিডনি সিক্সার্সের তরফে সেটা স্বীকারও করে নেওয়া হয়। অনুরাগীদের এপ্রিল ফুল বানানোই যে তাদের উদ্দেশ্য ছিল, সেটাও সোশ্যাল মিডিয়ায় জানি🧸য়ে দেয় বিবিএল ফ্র্যাঞ্চাইজি।
ভারতীয় ক্রিকেট বোর্ড যে অবসর নেওয়ার আগে কোনও ক্রিকেটারকে বিদেশি টি-২০ ℱলিগে মাঠে নামဣার অনুমতি দেয় না, সেটা এতদিনে সবার জানা। তাই অবসর নেওয়ার আগে পর্যন্ত অন্য কোনও দেশের টি-২০ লিগ খেলা সম্ভব নয় বিরাটের পক্ষে।
উল্লেখ্য, সিডনি সিক্সার্স বিগ ব্যাশ লিগের ইতিহাসে দ্বিতীয় সফলতম দল। তারা এখনও পর্যন্ত মোট ৩ বার বিবিএল খেতাব জিতেছে। ২০১১-১২ মরশুমে বিগ ব্যাশ লিগ আত্মপ্রকাশ করার পরে সিডনি সিক্সার্সই উদ্ব𒁏োধনী বিবিএল মরশুমে চ্যাম্পিয়ন হয়। পরে ২০১৯-২০ ও ২০২০-২১ মরশুমে পরপর ২ বার বিগ ব্যাশ ল▨িগের ট্রফি ঘরে তোলে সিক্সার্স।
এদিকে বিরাট কোহলি টানা ১৮ মরশুম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএলে মাঠে নামছেন। চলতি মরশুমে আরসিবির হয়ে ২টি ম্যাচে মাঠে নেমে কোহলি সাকুল্যে ৯০ রান সংগ্রহ করেছেন। ১টি হাফ-সেঞ্চুরি করেছেন তিনি। ইডেনে কেকেআরের বিরুদ্ধে আইপিএল ২০২৫-এর উদ্বোধনী ম্যাচে ৫৯ রান করে 𒁏অপরাজিত থাকেন বিরাট। পরে চিপকে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৩১ রান করে মাঠ ছাড়েন কোহলি। আরসিবি তাদের প্রথম ২টি ম্যাচেই জয় তুলে নিয়েছে।