আইপিএল ২০২৫-এর প্রথম দু'ম্যাচে যথাক্রমে সানরাইজার্স হায়দরাবাদ ও কলকাতা নাইট রাইডার্সের কাছে পরাজিত হয়ে প্রবল চাপে ছিল রাজস্থান রয়্যালস। শেষমেশ নিজেদের তৃতীয় ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে পয়েন্টের খাতা খোলেন রিয়ান পরাগরা। যদিও চ🍨েন্নাইকে হারিয়েও স্বস্তির নিঃস্বাস ফেলার সময় পেলেন না রাজস্থানের অস্থায়ী দলনায়ক রিয়ান। কেননা চেন্নাই ম্যাচের শেষেই তাঁর উপর নেমে আসে বিসিসিআইয়ের শাস্তির খাড়া। এক্ষেত্রে রিয়ানের দল দোষ করায় শাস্তি পেতে হল ক্যাপ্টেনকে।
রবিবার গুয়াহাটিতে সিএসকের বিরুদ্ধে নির্ধারিত সময়ে ২০ ওভারের বোলিং কোটা শেষ করতে পারেনি রাজস্থান রয়্যালস। ফলে স্লো ওভার-রেটের দায়ে পড়ে🌸 তারা। যে কারণে শাস্তি হয় রাজস্থাꩵন দলনায়ক রিয়ান পরাগের। যেহেতু আইপিএলের চলতি মরশুমে এটি রাজস্থান রয়্যালসের প্রথম ওভার রেট বজায় রাখতে না পারার অপরাধ, তাই ক্যাপ্টেনকে নূন্যতম জরিমানা করেই ছেড়ে দেওয়া হয়।
চলতি মরশুমে রাজস্থানের প্রথমবার আইপিএলের আচরণবিধি ভঙ্গের জন্য ২.২২ ধারা অনুযায়ী রিয়ান পরাগকে ভারতীয় মুদ্রায় ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। পার পেয়ে গিয়েছেন দলের বাকি ক্রিকেটাররা। যদিও ফের এমন ভুল করলে ক্যাপ্টেনের স🅷ঙ্গে মাশুল গুনতে হবে প্রথম একাদশের বাদি খেলোয়াড়দেরও। এমনকি শাস্তি হবেܫ ইমপ্যাক্ট প্লেয়ারেরও।
স্লো ওভার-রেটে শাস্তির কী নিয়ম রয়েছে আইপিএলের আচরণবিধিতে
১. মরশুমে প্রথমবার নূন্যতম ওভার-রেট সংক্রান্ত অপরাধের দায়ে প💞ড়লে সংশ্লিষ্ট দলের কেবল অধিনায়কের ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়।
২. দ্বিতীয়বার ওভার রেট বজায় রাখতে না পারার অপরাধের জন্য সংশ্লিষ্ট দলের ক্যাপ্টেন-সহ সব ক্রিকেটারের শাস্তি হয়। প্রথম একাদশ ছাড়াও সেই দলের ইমপ্যাক্ট প্লেয়ারকেও জরিমানা করা হয়। ক্যাপ্টেনের জরিমানার অঙ্ক ডাবল হౠয়ে যায়। অর্থাৎ, ক্যাপ্টে🍎নকে সেক্ষেত্রে ভারতীয় মুদ্রায় ২৪ লক্ষ টাকা জরিমানা দিতে হয়। ইমপ্যাক্ট প্লেয়ার-সহ দলের বাকি সব ক্রিকেটারকে ৬ লক্ষ টাকা করে অথবা তাদের ম্যাচ ফি-র ২৫ শতাংশ অর্থ, যেটার পরিমাণ কম, সেই পরিমাণ অর্থ জরিমানা করা হয়।
৩. একই মরশুমে তৃতীয়বার স্লো ওভার রেটের দায়ে পড়লে সংশ্লিষ্ট দলের ক্যাপ্টনকে জরিমানা দিতে হয় ভারতীয় মুদ্রায় ৩০ লক্ষ টাকা। সেই সঙ্গে দলের বাকিদের ভারতীয় মুদ্রায় ১২ লক্ষ টাকা করে অথবা ম্যাচ-ফির ৫০ শতাংশ অর্থ খোয়াতে হ♍য়।
ইতিমধ্যেই শাস্তি পেয়েছেন হার্দিক পান্ডিয়াও
আইপিএল ২০২৫-এ রিয়ান পরাগ হলেন দ্বিতীয় অধিনায়ক, যাঁকে দলের স্লো ওভার-রেটের জন্য শাস্তি পেতে হল। গুজরাট টাইটানসের বিরুদ্ধে ওভার-রেট বজায় রাখতে না পারায় মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়াকে ইতিমধ্যেই এই শাস্তি পেতে হয়েছে। উল্লেখ্য, মুম্বই ইন্ডিয়ান্স গত মরশুমে তিনবার স্লো ওভার-রেটের দায়ে পড়ায় এবছর মুম্বইয়ে প্রথম ম্যাচে নির্বাসিত ছিলেন পান্ডিয়া। তবে বিসিসিআই আইপিএল ২০২৫-এ স্লো ওভার-রেটের জন্য ক্যাপ্টেনকে নির্বাসনের শাস্তি দেওয়ার ꦿনিয়ম তুলে নিয়েছে।