রীনা ও কিরণ🍃, দুজনেই আপাাতত অতীত। এই মুহূর্তে গৌরী স্প্র্যাটের সঙ্গে প্রেমে ডুবে রয়েছেন আমির খান। ৬০ বছরে এসে আবারও নতুন প্রেমে পড়েছেন, বলি সুপারস্টারের জীবনের এই নতুন গল্প স🥀ামনে এসেছিল তাঁর জন্মদিনে। তবে এই বয়সে এসেও তাঁর নতুন প্রেম নিয়ে প্রকাশ্যে কোনও বিরূপ মন্তব্য করতে শোনা যায়নি অভিনেতার পরিবারকে। কিন্তু ইদে আমিরের পরিবারের সঙ্গে দেখা গেল না তাঁর গৌরীকে। এলেন দুই প্রাক্তন রীনা ও কিরণ।
পরিচালক কিরণ রাও তাঁর প্রাক্তন স্বামী আমির খানের পরিবারের সঙ্গে ইদ উদযাপনের বেশকিছু ছবি শেয়ার করেছেন। সোমবার, কিরণ তাঁর ইনস্টাগ্রাম🎃ে আমিরের প্রথম প্রাক্তন স্ত্রী রীনা দত্তের সঙ্গে একটি সেলফিও পোস্ট করেছেন। যদিও সেখানে আমিরকে দেখা যায়নি।
আমির খানের পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে কিরণ রাও
প্রথম ছবিতে আমিরের মা জিনাত হুসেনকে নীল স্যুট পরে ক্যামেরার সামনে হাসতে দেখা গিয়েছে। এরপর কিরণ, রীনা এবং আমিরের দুই বোন নিখাত হেগড়ে, ফারহত দত্তের সঙ্গে ছবি তোলার জন্য পোজ দিয়েছেন। ইদ উপলক্🌳ষে, কিরণ সরিষা হলুদ রঙের স্যুট পরেছিলেন, আর রীনা দত্ত বেগুনি রঙের শারারা ড্রেস পরেছিলেন। নিখাত একটি রং-বেরঙের পোশাক পরেছিলেন, আর ফারহত পরেছিলেন নীল শারারা। তাঁরা সকলেই হাসি মুখে ক্যামেরায় পোজ দেন।
আমিরের প্রথম প্রাক্তন, 'সতীন' রীনার সঙ্গে সেলফি বন্দি কিরণ
আরও একটি ছবিতে আমির ও কিরণে🍸র ছেলে আজাদ রাও খানকে মধ্যাহ্নভোজের জন্য সকলের সঙ্গে টেবিলে বসে থাকতে দেখা গিয়েছে। অভিনেতার মেয়ে ইরা খান, তাঁর স্বামী নূপুর শিখরে এবং তাঁর মা প্রীতম শিখরেও আমিরের বাড়িতে আয়োজিত ইদ উদযাপনে অংশ নিয়েছিলেন। একটি ছবিতে আমন্ত্রিত পরিচালক আশুতোষ গোয়ারিকর ও অবিনাশ গোয়ারিকরকেও অন্যান্য অতিথিদের সঙ্গে কথোপকথনে দেখা যায়। শেষ ছবিটি হল কিরণের তোলা একটি মিষ্টি সেলফি। যেখানে রীনা দত্তও ছিলেন। এই দুই 'সতীন' দুজনেই একে অপরের মাথায় মাথা রেখে ক্যামেরার সামনে ছবি তোলেন।
আরও পড়ুন-নাতাশা൩ ও ছেলে অগস্ত্য দুজনেই ভুলেছেন! নতুন প্রেমে হাবুডুবু, জ্যাসমিনকে নিয়ে বাসে হার্দিক
কিরণ মিষ্টি নোট
ছবিগুলি শেয়ার করে কিরণ ক্যাপশনে লিখেছেন, ‘আম্মির ঈদ - যিনি সেরা এবং সবচেয়ে সুন্দরী অতিথি - পরিবার, বন্ধুদের সঙ্গে উদযাপন এবং💫 সব থেকে বড় বিষয় সেরা ভোজ! (লাল হৃদয় এবং ঝলমলে ইমোজি)। আমরা আশা করি এবং প্রার্থনা করি 🎃এই বছরটি আমাদের সকলের জন্য শান্তি এবং সুখ বয়ে আনুক…’।

আমিরের ইদ উদযাপন
সোমবার, আমির তাঁর ছেলে জুনেদ ও আজাদকে সঙ্গে নিয়ে অনুরাগী এবং সংবাদমাধ্যমকে ইদে🌸র শুভেচ্ছা জানাতে বাড়ির বাইরে আসেন। তিনি তাঁদেরকে উষ্ণ আলিঙ্গন করেন। তিনজন সাদা কুর্তায় একে অপরের পরিপূরক ছিলেন। তিনি পাপারাৎজিকে ইদ মোবারক জানান। সকলকে কাজু কাটলি বিতরণ করেন।
আমিরের পরিবার
প্রসঙ্গত আমির খান ১৯৮৬-২০০২ সাল পর্যন্ত রীনার 🎉সঙ্গে দাম্পত্য জীবন কাটিয়েছেন। তাঁদের দুই সন্তান রয়েছে - ইরা এবং জুনেদ। আমির ২০০৫ সালে কিরণকে বিয়ে করেনღ। তাঁদের ছেলের নাম আজাদ। তবে ২০২১ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। এই মুহূর্তে আমির গৌরী স্প্র্যাটের সঙ্গে ডেটিং করছেন।