সারা দেশের মতো আজ দিল্লির জামা মসজিদেও হাজার হাজার মানুষ একসঙ্গে ইদের নমাজ আদায় করেছেন। ২৯ দিন রোজা রাখার পর ইদের খুশিতে ফুটে উঠেছে সবার মুখ। তবে দিল্লিতে আজ বেশিরভাগ মুসল্লিকে কালো আর্মব্যান্ড পরে থাকতে দেখা গিয়েছে। ওয়াকফ বোর্ড সংশোধনী আইনের প্রতিবাদ জানাতেই তারা কালো ব্যান্ড পরেন হাতে। অবশ্য কেউ কেউ হাতে কালো ব্যান্ড পরেননি। এই আবাহে বার্তাসংস্থা এএনআইকে এক ব্যক্তি বলেন, ইদ উপলক্ষে কালো ব্যান্ড পরে এই প্রতিবাদ অপ্রয়োজনীয়। (আরও পড়ুন: পুলিশকর্মীর সঙ্গে অশ্লীল 'AI ভি🍸ডিয়ো' স্বামী খুনে ধৃত মুসকানের, শুরু নয়া তদন্ত)
আরও পড়ুন: 'প্রতি বছর মমতাকে খিল𒅌াফত কমিটির মঞ্চে দেখা যায়, এই সংগঠনের আস🎶ল উদ্দেশ্য কী?'
সেই ব্যক্তি আরও বলেন, 'আমরা প্রার্থনা করেছি আল্লাহ যেন আমাদের দেশের অনেক উন্নতি করেন। আমাদের শতাব্দী প্রাচীন গঙ্গা-যমুনি তেহজিবকে সর্বদা বজায় রাখতে হবে। যদি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড প্রতিবাদ জানাতে চায়, তাহলে তারা তা অন্য উপায়েও করতে পারে। ইদ উপলক্ষে আমরা সবাই এখানে আনন্দ করতে এসেছি, প্রতিবাদ করতে বা কালো ব্যান্ড পরতে নয়। এই সব ভুল বার্তা পাঠায়... এটি মুসলমানদের সবচেয়ে বড় উৎসব। আজ আমরা এখানে প্রার্থনা করেছি যাতে আল্লাহ দেশকে এগিয়ে যায় এবং আমাদের ভ্রাতৃত্ববোধ অটুট থাকুক। আমরা প্রধানমন্ত্রী মোদীর জন্য প্রার্থনাও করেছি যাতে তিনি সুস্থ থাকেন এবং দীর্ঘায়ু হন।' (আরও পড়ুন: জ🐽য়প🌞ুরে ইদের নমাজের সময় ফুল বর্ষণ গেরুয়াধারীদের, দেখুন সম্প্রীতির সেই দৃশ্য)
আরও পড়ুন: বিহারে দুর্গা মন্দির থেকে ফেরার সময়🐟 ভক্তদের ওপর পাথর ছো🉐ড়ার অভিযোগ, জখম মহিলারা
এদিকে সওগাত-ই-মোদী সম্পর্কিত প্রশ্নে সেই ব্যক্তি বলেন, 'ওয়াজির-ই-আজমের (প্রধানমন্ত্রী) পক্ষ থেকে এটি একটি খুব ভালো পদক্ষেপ। আসন্ন ইদ-উল-আজহাতেও আমরা এই উপহার পেতে চাই। সমগ্র মুসলিম সম্প্রদায় এর প্রশংসা করছে। এটা খুব ভালো পদক্ষেপ। আজকে মুসলিমরা এই উপহার দিয়ে খুব ভালোভাবে ঈদ উদযাপন করতে পারবেন। আমরা প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ।' (আরও পড়ুন: রাস্তায় নমাজ ��আদায় করা কি উচিত? বড় দাবি দারুল উলুম দেওবন্দ🐻ের)
আরও পড়ুন: ‘কে ইন্ধ🐠ন জুগিয়েছিল?’, মোথাবাড়ির অশান্তি নিয়ে বড় দাবি সাবিনা ইয়াসমিনের
অন্যান্য স্থানের মতো রাজস্থানেও কড়া নিরাপত্তার মধ্যে সকাল থেকে ইদগাহে নমাজ আদায় করা হয়। আর সেখানেই এক অনন্য দৃশ্য দেখা গেল। সেখ🐟ানে গেরুয়া পরিহিত হিন্দু ব্যক্তিরা নমাজ পড়তে থাকা ব্যক্তিদের উপর ফুল বর্ষণ করেছেন। সম্প্রতি 'রাস্তায় নমাজ' নিয়ে বিতর্ক তীব্র হয়েছিল দেশ জুড়ে। এদিকে ওয়াকফ নিয়েও সম্প্রতি দিল্লিতে আন্দোলনে নেমেছিলেন মুসলিমদের একটা অংশ এবং বিরোধীরা। এই আবহে উত্তেজনার সম্ভাবনা দেখা দিয়েছিল কোথাও কোথাও। তবে গোটা দেশে শান্তিতেই পালিত হচ্ছে খুশির ইদ।