🥂 গত শুক্রবার চিপকে ১৬ বলে ৩০ রানের মারকাটারি ইনিংস খেলে দর্শকদের মুগ্ধ করেন মহেন্দ্র সিং ধোনি। তবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ধোনি ৯ নম্বরে ব্যাট করতে নামায় তাঁকে সমালোচনার মুখে পড়তে হয়। আরসিবি ম্যাচে ধোনি যখন মাঠে নামেন, চেন্নাইয়ের জয়ের সম্ভাবনা কার্যত শেষ হয়ে গিয়েছিল। সেই কারণেই ধোনির দাপুটে ইনিংস সত্ত্বেও এমএ চিদম্বরম স্টেডিয়ামে স্বাচ্ছন্দ্যে জয় তুলে নেয় আরসিবি।
ܫদিন তিনেক পরে চেন্নাই কোচ স্টিফেন ফ্লেমিং ধোনির ব্য়াটিং অর্ডার নিয়ে যাবতীয় রহস্য থেকে পর্দা তুলে দেন। সেই সঙ্গে এও ইঙ্গিত দিয়ে রাখেন যে, ছয়-সাত ওভারের বেশি বাকি থাকলে ধোনি সম্ভবত দলের শত প্রয়োজনেও ব্যাট করতে নামবেন না।
⛄গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের কাছে চেন্নাইয়ের পরাজয়ের পরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলে ফ্লেমিং। তিনি জানান যে, ২০২৩ সালে অস্ত্রোপচারের পর থেকে ধোনির হাঁটুর চিরাচরিত সমস্যা তাঁকে উপরের দিকে ব্যাট করতে বাধা দিচ্ছে। তাই তাঁর ব্যাটিং অর্ডার ম্যাচের পরিস্থিতি এবং তার ফিটনেসের উপর নির্ভর করবে।
♏ফ্লেমিং বলেন, ‘হ্যাঁ, এটা পরিস্থিতি সাপেক্ষ বিষয়। এমএস নিজেই এটা বিচার করে। ওর শরীর, ওর হাঁটু আগের মতো নেই। ওর নড়াচড়ায় সমস্যা নেই, কিন্তু এখনও একটা অবক্ষয়ের দিক রয়ে গিয়েছে। ওর পক্ষে ১০ ওভার ধরে পুরোদমে ব্যাট করা সম্ভব নয়। তাই ও দিনের পরিস্থিতি অনুযায়ী দলের জন্য কী করতে পারে, তা স্থির করবে। যদি আজকের মতো ম্যাচের পরিস্থিতি থাকে, তাহলে ও একটু আগে ব্যাট করতে নামবে। অন্যথায় পরিস্থিতি ভিন্ন থাকলে ও অন্য খেলোয়াড়দের এগিয়ে দিতে পারে। অর্থাৎ, ও একটা ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে।’
ꩲতার মানে কি ধোনি চেন্নাইয়ের জন্য বোঝা হয়ে উঠেছেন? ফ্লেমিং এই প্রসঙ্গে দ্রুত বিপর্যয় মোকাবিলায় নামেন। চেন্নাই কোচ পরক্ষণেই বলেন, ‘আমি গত বছরেও বলেছিলাম, ও আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। নেতৃত্বের দিক দিয়ে এবং উইকেটকিপিংয়েও।’
ধোনি রাজস্থানের বিরুদ্ধে ৭ নম্বরে ব্যাট করেন
🎐বিস্তর সমালোচনার পরে গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে ধোনি চেন্নাইয়ের হয়ে ৭ নম্বরে ব্যাট করতে নামেন। জয়ের জন্য তখন ৪.১ ওভারে ৫৪ রান দরকার ছিল সিএসকের। তবে দলকে ১৮৩ রানের লক্ষ্যমাত্রায় পৌঁছে দিয়ে ধোনি চেন্নাইয়ের জয় নিশ্চিত করতে পারেননি। বিশেষ করে চেন্নাইয়ের প্রাক্তন স্পিনার মাহিশ থিকশানার বিরুদ্ধে ধোনিকে কার্যত অসহায় দেখায়। ১৮তম ওভারে মাত্র ছয় রান খরচ করেন থিকশানা।
൲চেন্নাইয়ের আকের প্রাক্তন বোলার তুষার দেশপান্ডের বিরুদ্ধে ১৯তম ওভারে একটি চার এবং একটি ছক্কা মারেন ধোনি। জয়ের জন্য শেষ ওভারে চেন্নাইয়ের দরকার ছিল ২০ রান। এমন পরিস্থিতিতে শেষ ওভারের শুরুতেই সন্দীপ শর্মার শিকার হয়ে সেজঘরে ফেরেন ধোনি এবং চেন্নাই শেষমেশ ম্যাচ হেরে মাঠ ছাড়ে।