ইদের প্রাক্কালে ভারতীয় সংখ্যালঘুদের অবস্থা নিয়ে মিথ্যাচারে লিপ্ত হয়েছিল পাকিস্তান। সেই পাকিস্তানেরই নাগরিক ভারতে এসে ইদ পালন করে নিজের খুশি ব্যক্ত করলেন। দেশ ভাগের পর বহু মুসলিম পাকিস্তানে চলে গিয়েছিলেন। তবে ভারতে জন্ম নেওয়া অনেক পাকিস্তানিকে এখনও টানে জন্মস্থান। তেমনই একজন হলেন শাকিল আহমেদ। ১৯৪৬ সালে ভারতের দিল্লিতে জন্ম নিয়েছিলেন শাকিল। তবে দেশভাগের সময় পরিবারের সঙ্গে চলে গিয়েছিলেন পাকিস্তানে। তবে তাঁর আত্মীয় স্বজনরা এখনও আছেন ভারতে। এই আবহে ২০২৫ সালের ইদ পালন করতে ভারতে আসেন শাকিল। এবং ভারতে ইদ পালন করতে পেরে খুব ভালো লেগেছে বলেও দাবি করলেন তিনি। (আরও পড়ুন: ইদে কালো ব্যান্ড পরে প্রতিবাদ দিল্লির জামা মসজিদে, এরই মাঝে মোদীর জন্য প্রার্থཧনা)
আরও পড়ুন: 'প্রতি বছর মমতাকে খিলাফত কমিটির মঞ্চে দ🐟েখা যায়, এই সংগঠꦗনের আসল উদ্দেশ্য কী?'
সংবাদ সংস্থা এএনআইকে শাকিল আহমেদ বলেন, 'আমি খুব খুশি যে আমি আমার জন্মস্থানে ইদ উদযাপন করতে এসেছি। আমি দিল্লিতে জন্মগ্রহণ করেছিলাম ১৯৪৬ সালে এবং দেশভাগের পর আমাদের পরিবার পাকিস্তানে চলে যায়। আমি খুব খুশি যে আজ আমি আমার আত্মীয়-স্বজনদের মাঝে এসেছি ইদ উদযাপন করতে। পাকিস্তান থেকে ভারতের মানুষকে বন্ধুত্বের বার্তা দিতে চাই আমি।' (আরও পড়ুন: জয়পুরে ইদের ন﷽মাজের সময় ফুল বর্ষণ গেরুয়াধারীদের, দেখুন সম্প্রীতির সেই দৃশ্য)
আরও পড়ুন: বিহারে দুর্গা মন্দির থেকে ফেরার সময় 𝄹ভক্তদের ওপর পাথর ছোড়ার অভিযোগ, জখম মহিলারা
এর আগে সম্প্রতি পাকিস্তানের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র ভারতের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করে বলেছিলেন, সংখ্যালঘুদের অধিকারকে সমর্থন করারও কোনও অধিকার ভারতের নেই। তবে এই অভিযোগ করা পাকিস্তানেই হিন্দু ও শিখ সংখ্যালঘুদের অবস্থা আরও খারাপ হচ্ছে দিনকে দিন। সেখানে তাদের জীবন, সম্পত্তি, মন্দির এবং ধর্মীয় স্বাধীনতা ক্রমাগত আক্রমণের শিকার হচ্ছে। এরই সঙ্গে পাকিস্তানে ক্রমেই বাড়ছে কট্টরপন্থা। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সন্ত্রাসবাদ। যার জেরে হাত পুড়ছে পাকিস্তানের নিজেদেরই। এর জেরে জঙ্গিরা হামলা করছে মসজিদেও। তবে পাকিস্তান নিজেদের সমস্যার সমাধান না করে শুধু আঙুল তুলবে ভারতেরই দিকে। পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র🎉 বলেছিলেন, তার দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সংখ্যালঘুদের সুরক্ষায় কাজ করছে। বরং ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা, বৈষম্য ও পদ্ধতিগতভাবে সহিংসতায় উসকানির দেওয়ার উদাহরণ রয়েছে। তবে যে ভারতের দিকে ইসলামাবাদ আঙুল তুলেছিল, সেই ভারতে এসে ইদ পালন করে আপ্লুত পাকিস্তানি নাগরিক শাকিল আহমেদ।