সদ্যই মুম্বইতে কনসার্ট ছিল অরিজিৎ সিংয়ের। সেখানকার একাধিক ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। কিন্তু এদিন যে ভিডিয়ো প্রকাশ্যে এল সেটা নেটিজেনদের নজর কেড়েছে। ভিড়ের মধ্যে ভক্তকে খুঁজে পেতে, তাঁর আবদার রাখতে যে গায়ক এ🌊মন কিছু করতে পারেন সেটা বোধহয় কেউ কল্পনাও করেননি!
আরও পড়ুন: সদ্যই হারিয়েছ෴েন স্বামীকে, মা ছিলেন টলিউডের প্রবাদপ্রতিম অভিনেত্রী! বার্থডে গার্ল꧅কে চিনতে পারছেন?
আরও পড়ুন: ভাইজান জ্বরে কাবু দেশ! দু'হাজারের গণ্꧃ডি টপকাল সিকান্দরের টিকিটের দাম, সর্বোচ্চ কত উঠল দর?
কী ঘটেছে?
কিছুদিন আগে যখন মুম্বইয়ꦕে পারফর্ম করছেন অরিজিৎ তাঁর কনসার্টে, গাইছেন ডাঙ্কি ছবি থেকে ও মাহি গানটি তখনই দূর থেকে এক অনুরাগীর হাতে লেখা প্ল্যাকার্ডে চোখ পড়ে তাঁর। সেখানে লেখা ছিল 'অরিজিৎ সিংয়ের সঙ্গে গান গাইতে পারা আমার স্বপ্ন।' এটা দেখেই অনুরাগীকে দেখার চেষ্টা করেন গায়ক। কিন্তু ভিড়ের ঠ্যালায় বুঝতে পারেন না।
তখন তিনি তাঁর ফোন চেয়ে নেন মঞ্চের পাশে থেকে। তারপর সেটা জুম করে সেই ব্যক্তিকে দেখার, খোঁজার চেষ্টা করেন। শুধু তাই নয়, গান গাইতেই গাইতেই পুরোটা করেন। এবং সেই ব্যক্তিকে মঞ্চে ডাকেন তাঁকে অবশেষে দেখতে পꩲেয়ে।
মঞ্চ দাঁড়িয🐽়েই জিজ্ঞেস করেন, 'কোন গান গাইতে চাও? যে কোনও গান? বেশ 𝔍চলে এসো।' সেই ব্যক্তিকে মঞ্চে সামনে ডেকে তাঁকে মাইক দেন। তারপর দুজন মিলে যুগলবন্দী করেন। বর্তমানে এই ভিডিয়োই দারুণ ভাইরাল হয়েছে।
অরিজিৎ সিংয়ের একটি ফ্যা♊নক্লাবের তরফে এই ভিডিয়ো পোস্ট করে লেখা হয়, 'দূরের ভক্তকে দেখতে না পেয়ে নিজে ক্যামেরা জুম ইন করে তাঁর সাথে গান গাইতে ডাকলেন অরিজিৎ সিং। বোধহয় অরিজিৎ ছাড়া এমনটা আর♏ কেউ করে না।'
আরও পড়ুন: '๊ভুল টাইমস স্কোয়ারে...' গৃহপ্রবেশের 'জঘন্য' এডিটিং দেখে হেসে খুন দর্শকরা! বইছে ট্রোলের বন্যা
কে কী বলছেন?
এক ব্যক্তি এই ভিডি🐼য়োতে লেখেন, 'টাকা সবার ঘরে থাকে কিন্তু সংস্কার সবার ঘরে থাকে না। অরিজিৎ সিংয়ের ঘরে পুরোটাই সংস্কারে ভর্তি। তার আচরণ এবং তার গান দুটোর মধ্যেই প্রকাশ পায় তিনি একজন শিক্ষিত সংস্কারি বিবেক সম্পন্ন মানুষ।' আরেকজন লেখেন, 'এটা ওঁর পক্ষেই সম্ভব।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'উনি 🦄একজন তারকা নন। উনি একজন ভালো মনের মানুষ যিনি ভক্তদের আগলে রাখেন।'