ছবির যুবতী কিন্তু এখন প্রৌঢ়া! তাঁর সঙ্গে টলিউডের নিবিড় যোগ। একটা সময় বড় পর্দা দাপিয়ে বেড়িয়েছেন রীত𒆙িমত। ২৮ মার্চ জন্মদিন তাঁর। বার্থডে গার্লকে তাঁর যুবতী বেলার ছবি দেখে চিনতে পারছেন? আচ্ছা একটু আভাস দিই। উনি সদ্যই হারিয়েছেন তাঁর স্বামীকে। তাঁর দুই মেয়েও কিন্তু জনপ্রিয় অভিনেত্রী। এবার পারলেন? হ্যাঁ, ছবির মেয়েটি আর কেউ নন মহানায়িকা সুচিত্রা সেনের কন্যা তথা অভিনেত্রী মুনমুন সেন।
আরও পড়ুন: ভাইজান জ্বরে কাবু দেশ! দু'হাজারের গণ্ডি টপকাল 🅘সিকান্দরের টিকিটের দাম, সর্বোচ্চ কত উঠল দর?
আরও পড়ুন: 'ভুল টাইমস স্কোয়ারে...' গৃহপ্রবেশের 'জঘন্🔴য' এডিটিং দেখে হেসে খুন দর্শকরা! বইছে ট্রোলের বন্যা
মুনমুন সেনের জন্মদিনে রাইমার পোস্ট
২৮ মার্চ মুনমুন সেনের জন্মদিন। উইকিপিডিয়া অনুযায়ী এদিন ৭০ বছরে পা দিলেন অভিনেত্রী। আর তাঁর এই বিশেষ 🔜দিনে একগুচ্ছ পুরোনো ছবির কোলাজ বানিয়ে পোস্ট করেন মেয়ে রাইমা সেন।
রাইমার পোস্ট করা এই ভিডিয়োতে কোথাও মুনমুন সেনের যুবতী বেলার এই ছবি দেখা যাচ্ছে তো কোথাও আবার রয়েছে দিদিমা সুচিত্রা সেনের সঙ্গে মা মুনমুন সেনের সমুদ্রে বেড়াতে যাওয়ার ছবি। সেখানে বিকিনি পরে থাকতে দেখা যাচ্ছে তাঁকে। এছাড়া বাবা, মা, দিদিমার সঙ্গে তাঁদের দুই বোনের একটি ছবিও আছে এখানে। বাবা মায়ের একটি রোম্যান্টিক ছবিও রেখেছেন রাইমা এই ছ🦩বির কোলাজে। রয়েছে এখনকার একটি ছবিও।
আরও পড়ুন: 'আমি চাই ক্রিমিন꧟ালটা🅷 দেখুক', প্রতারকের খপ্পরে ময়ূরী! কী খোয়ালেন সা রে গা মা পা -এর রানার আপ?
এই ছবিগুলো পোস্ট করে রাইমা লেখেন, 'শুভ জন্মদিন মাম। তোমায় খুব ভালোবাসি।' রাইমার এই পোস্টে মন্তব্য করেছেন কোয়েল মল্লিক। তিনি লেখেন, 'শুভ জন্মদিন মুনমুন মাসি। অনেক ভালোবাসা নিও।' অভিনেত্রী তানিকা বসু, পরিচালক সত্রাজিৎ সেনও বর্ষীয়ান ꧋অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
মুনমুন সেন আন্দার বাহার ছবির মাধ্যমে ১৯৮৪ সালে বিনোদন জগতে পা রাখেন। ♎তিনি বরাবর তাঁর সাহসী অভিনয়, চরিত্রের জন্য নজর কেড়েছেন। হিন্দি, বাংলা সহ বিভিন্ন ভাষার ছবিতে কাজ করেছেন তিনি।
আরও পড়ুন: বিয়ের পরও রান্না 𒉰পারেন না স🧜ুস্বাতী! দিদি নম্বর ১ -এ ফাঁস অন্বেষা - শুভশ্রীদের হেঁসেলের গোপন কথা