শুক্রবার চিপকে আইপিএল ২০২৫-এর দক্ষিণী ডার্বিতে সম্মুখসমরে নামছে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দুই হাই-প্রোফাইল দলের ধুন্ধুম🅰ার লড়াইয়ে নিশ্চিতভাবেই ব্যক্তিগত পারফর্ম্যান্সে নজর কাড়বেন বেশ কয়েকজন। হতে পারে মুখোমুখি লড়াইয়ের ইতিহাস একতরফাভাবে চেন্নাইয়ের দিকে ঝুঁকে। তবে তাই বলে আরসিবিকে লড়াই থেকে ছিটকে দেওয়া যাবে না কোনওভাবেই।
চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু একে অপরের বিরুদ্ধে মোট ৩৩টি ম্যাচে মাঠে নামে। ২১টি ম্যাচ জিতেছে চেন্নাই। ১১টি ম্যাচ জিতেছে আরসিবি। দু'দলের ১টি ম্যাচ পরিত্যক্ত হয়। এবার বিরাট কোহলিরা চিপকে ধোনিদের আধিপত্য খর্ব করতে মরিয়া। চেন্নাই বনাম আরসিবি ম্যাচে ব্যক্তিগত নজিরের দিকে চোখ থাকবে বেঙ্গালুরুর ক্রুণাল পান্ডিয়ার। কেননা এই ম্যাচে সিনিয়র পান্ডিয়া একাই অন্তত ৫টি ব্যক্তিগত মাইলস্টোন ছুঁয়ে ফেলতে পারেন। দেখে𝓰 নেওয়া যাক তালিকা।
১. টি-২০ ক্রিকেটে ২০০ ছক্কা
শুক্রবার চিপকে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আইপিএল ২০২৫-এর হাই-ভোল্টেজ ম্যাচ ব্যাট করতে নেমে ছক্কা হাঁকানোর সেঞ্চুরি কর🅰ত🐟ে পারেন ক্রুণাল পান্ডিয়া। তার জন্য ক্রুণালের দরকার মোটে ২টি ছয়। সিএসকের বিরুদ্ধে ২টি ছক্কা মারলে ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে টি-২০ ক্রিকেটে ১০০টি ছক্কা হাঁকানোর মাইলস্টোন ছোঁবেন সিনিয়র পান্ডিয়া। ক্রুণাল এখনও পর্যন্ত ২০৮টি টি-২০ ম্যাচের ১৭১টি ইনিংসে ব্যাট করে সাকুল্যে ৯৮টি ছয় মেরেছেন।
২. টি-২০ ক্রিকেটে ২৫০টি চার
চিপকে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৮টি চার মারলে টি-২০ কেরিয়ারে ২৫০টি চার মারার নজির গড়বেন ক্রুণাল পান্ডিয়া। তিনি ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে টি-২০ ফর্ম্যাটে এখনও পর্যন্ত মোট ২৪২টি চার মেไরেছেন।
৩. টি-২০ ক্রিকেটে ১৫০টি উইকেট
শুক্রবার চেন্নাইয়ের বিরুদ্ধে ২টি উইকেট নিলে ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে টি-২০ ক্রিকেটে ১৫০টি উইকেটের মাইলস্টোন ছুঁয়ে ফেলবেন ক্রুণাল পানꦕ্ডিয়া। তিনি এখনও পর্যন্ত ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে ১৯৬টি টি-২০ ইনিংসে বল করেছেন। ক্রুণাল সংগ্রহ করেছেন সꦛাকুল্যে ১৪৮টি উইকেট।
৪. আইপিএলে ৫০টি ক্যাচ
চিপকে চে💛ন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৪টি ক্যাচ ধরলে আইপিএলের ইতিহাসে ৫০টি ক্যাচ ধরার মাইলস্টোন ছোঁবেন ক্রুণাল পান্ডিয়া। তিনি এখনও পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ১২৮টি ম্যাচে মাঠে নেমে মোট ৪৬টি ক্যাচ ধরেছেন।
৫. আইপিএলে ১৫০টি চার
এমএ চিদম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৬টি চার মারলে ক্রুণাল পান্ডিয়া ইন্ডিয়ান প্রিমিয়র লিগে ১৫০টি চার মারার মাইলস্টোন ছুঁয়ে ফেলবেন। তিনি এখনও পর্যন্ত ১২৮টি আইপিএল ম্যাচের ১১১টি ইনিংসে ব্যাট করে সাকুল্যে ১৪৪টি চার মেরেছেনꩵ।