🐭 শনিবার রয়েছে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স বনাম গুজরাট টাইটান্সের ম্যাচ। এই ম্যাচে পুরনো দলের বিরুদ্ধে খেলতে নামবেন হার্দিক পাণ্ডিয়া। গতবার এই গুজরাট থেকেই মুম্বইতে যোগ দিয়েছিলেন তিনি। এরপর মুম্বইয়ের পারফরমেন্সও খারাপ হয়েছিল, আর গুজরাটও তাঁকে হারিয়ে গোটা কম্বিনেশনই ঘেঁটে ফেলে, ফলে তাঁরাও প্লে অফে পৌঁছাতে পারেনি।
মুম্বইয়ের সামনে গুজরাট
ꦐএবারের আইপিএলে প্রথম ম্যাচেই হারের মুখ দেখেছে মুম্বই ইন্ডিয়ান্স শিবির। তাঁরা চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রথম ম্যাচে চিদাম্বরম স্টেডিয়ামে হেরেছে। শনিবার রোহিত শর্মাদের ম্যাচ গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। সেখানে গুজরাটও মরিয়া থাকবে নিজেদের প্রথম ম্যাচ জয়ের জন্য, কারণ তাঁরাও এর আগের ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে হেরেছে।
💃এদিকে প্রথম ম্যাচে হারলেও মুম্বই ইন্ডিয়ান্স শিবির কিন্তু রয়েছে একদমই খোলামেলা মেজাজে। দেখে মনে হচ্ছে, দলের মধ্যে কোনওরকম চাপই নেই। রোহিত শর্মা, তিলক বর্মারা টিম হোটেলে নিজের দলের অ্যাডমিনের সঙ্গেই মাতলেন খুনসুটিতে, যা ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়ে গেছে।
ফিল গুড মেজাজে এমআই
🎀গতবার আইপিএলের সময় মুম্বই ইন্ডিয়ান্সের ড্রেসিংরুমের পরিবেশ ভালো ছিল না বলে দাবি করা হয়েছিল। আর ড্রেসিংরুমে যদি গুমোট পরিবেশ থাকে, তাহলে যা হওয়ার তাই হয়েছিল। মুম্বই লিগ টেবিলের তলানিতে শেষ করেছিল। এবার অবশ্য রোহিতদের দেখা গেল একদমই ফিলগুড মেজাজে।
ভাইরাল ভিডিয়ো
ꦅনিজেদের টিম হোটেলে প্র্যাকটিস সেশনের পরই খোলামেলা আড্ডা দিচ্ছিলেন রোহিত শর্মা, সূর্যকুমার যাদবরা। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন তাঁদের দলের টিম অ্যাডমিনও। এরই মধ্যে কথার জালে তাঁকে জড়িয়ে হঠাৎই সূর্যকুমার যাদব, রোহিত শর্মা, তিলক বর্মারা তাঁকে কোলে তুলে নেন, এবং সুইমিং পুলে মজা করে ফেলে দেন। সেই ভিডিয়ো ব্যাপক ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
ꦇএমন মজাদার ঘটনা দেখে কি চুপ থাকা যায়। তাই মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়াসহ বাকিরা বিষয়টিতে রোহিতদের চিয়ার আপ করেন। সঙ্গে নিজেরাও মোবাইলে সেই মজাদার ভিডিয়ো তুলে রাখেন। খোশমেজাজে থাকা এমআই শিবির পরের ম্যাচ থেকেই আইপিএল ২০২৫-এ ঘুরে দাঁড়াতে পারে কিনা, এখন সেটাই দেখার।