শহরের বুকে এক টুকরো সুন্দরবন। সুন্দরবনের নানা আঙ্গিকে সাজানো হয়েছে ট্রাম।২৮ শে মার্চ থেকে চারদিন ধরে বিনাপয়সায় ট্রাꦑম ভ্রমণের সুযোগ। কলকাতার রাস্তায় ঘুরবে এই ট্রাম। একেবারে বিনাপয়সায় এই ট্রামে চড়া যাবে। কোনও পয়সা লাগবে না। এই ট্রামের মধ্য়ে সুন্দরবনের নানা দিক সম্পর্কে জানা যাবে। সুন্দরবনের লোককথা,🍒 সেখানকার মানুষের জীবনযাত্রা, সেখানকার লোকগান এই ট্রামে উঠলেই জানা যাবে। আসলে সুন্দরবন সম্পর্কে শহর কলকাতার মানুষের আকর্ষণ আরও বৃদ্ধির জন্য এই উদ্যোগ।
সুন্দরবন ট্রামযাত্রা। সুন্দর করে সাজানো একটা ট্রাম। সেই ট্রাম ঘুরবে শহরের রাস্তায়। তবে সব ট্রামই সাজানো হচ্ছে এমনটা নয়। আর সব ট্রামই বিনাপয়সায় এমনটা নয়। কেবলমাত্র একটা ট্রামকেই সুন্দরবনের নানা আঙ্গিকে সাজানো হচ্🃏ছে। সেই ট্রাম একেবারে অ⛎নন্য।
তব🎃ে শুধু পর্যটনের বার্তা নিয়ে নয়, এই ট্রামযাত্রার মাধ্য়মে সুন্দরবনের ম্যানগ্রোভ বাঁচানোর ডাকও দেওয়া হচ্ছে। ৩১শে মার্চ পর্যন্ত চলবে এই ট্রাম যাত্রা।
কোন রুটে যাবে এই ট্রাম?
এই ট্রামটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের নির্দিষ্ট রুটে যাতায়াত করবে। ট্রামটি গড়িয়াহাট, এসপ্ল্যানেড-শ্যামবাজার এই রুটে যাতায়াত করবে। সুন্দর করে সাজানো থাকবে এই ট্রাম। এই ট্রামের মাধ্যমে সুন্দরবন সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হবে। চারদিন ধরে এই ট্রামযাত্রা হবে🌞।
দেশ বিদেশ থেকে ট্রাম প্রেমী মানুষজন আসবেন এই ট্রামযাত্রায়। মেলবোনের ট্রাম কন্ডাক্টর আসছেন। আসছেন অস্ট্রেলিয়া থেকে প্রতিনিধি দল। নোনাপুকুর ট্রাম ডিপোতে এই ট্রামটিকে সাজিয়ে তোলা হয়েছে। কলকাতা ও মেলবোর্নের মধ্যে আরও সমণ্বয় বৃদ্ধির অন্যত🌜ম মাধ্য়ম হবে এই ট্রাময🙈াত্রা। সুন্দরবনের সবুজকে রক্ষা করা, সুন্দরবনের ম্যানগ্রোভকে রক্ষা করার ডাক দেওয়া হবে এই ট্রামযাত্রার মাধ্য়মে। এই ট্রামযাত্রার মাধ্য়মে কলকাতা ও সুন্দরবনের জলবায়ু সংকটের নানা দিককে তুলে ধরা হবে।
এদিকে কলকাতার বুকে ট্রাম নিজেও সংকটের মধ্য়ে পড়েছে। একাধিক রুটের ট্রাম বন্ধ হয়ে যাচ্ছে। তবুও অত্যন্ত পরিবেশবান্ধব এই যান। এই ট্রামকে বাঁচিয়ে রাখার জন্য নানা চেষ্টা চালিয়ে যাচ্ছেন ট্রামপ্রেমীরা🔯। ট্রামকে পুরোদমে ফিরিয়ে আনার জন্য নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এবার ট্রামে চড়ে সুন্দরবনকে বাঁচানোর ডাক। সুন্দরবনের সবুজকে সুন্দরবনের ম্যানগ্রোভকে বাঁচানোর ডাক। ৩১শে মার্চ বিকেল সাড়ে চারটের সময় সুন্দরবন ও কলকাতার জলবায়ু সংকট নিয়ে আইসিসিআর রবীন্দ্রনাথ টেগোর সত্যজিৎ রায় অডিটোরিয়ামে সেমিনারেরও আয়োজন করা হয়েছে।