দিদি নম্বর ওয়ানের মঞ্চে আগামী রবিবার বসতে চলেছে চাঁদের হাট। সেখানেই স্বামীদের সঙ্গ🌺ে নিয়ে হাজির থাকবেন অতি পরিচিত গায়িকারা। থাকবেন শুভশ্রী দেবনাথ, অন্বেষা দত্ত, সুস্বাতী মল্লিক, প্রমুখ। সেখানেই গায়িকাদের রান্নার হাত কেমন সেই কথা ফাঁস করে দেবেন তাঁদের বেটার হাফেরা।
আরও পড়ুন: ভাইজান জ্বরে কাবু দেশ! দু'হাজারের গণ্ডি টপকাল সিক🌱ান্দরের টিকিটের দাম, সর্বোচ্চ কত উঠল দর?
আরও পড়ুন: ক্লাসিক্যাল-ফ্রিস্টাইলের ফিউশনে💫 অভিভূত মিঠুন! মানালির নাচে মুগ্ধ শুভশ্রী-কৌশানি কী ঘটালেন?
কী ঘটেছে?
এদিন দিদি নম্বর ওয়ানের চলতি সপ্তাহের সানডে ধামাকার প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা গিয়েছে গয়িকারা গানে গানে আসর জমাচ্ছেন। তারপরই যখন তাঁদের স্বামীদের জিজ্ঞেস করা হয় যে শুভশ্রী, অন্বেষারা কে কে𓆏মন রান্না পারেন তখনই সবার হাঁড়ি ভেঙে যায় ভরা মঞ্চে।
সদ্য বিবাহিত সারেগামাপা খ্যাত গায়🅰িকা শুভশ্রী দেবনাথ তাঁর স্বামীর বিষয়ে এদিন রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে বলেন, 'হেন রান্না নেই যা ও পারে না।' অন্যদিকে আরেক সারেগামাপা খ্যাত গায়িকা তথা সদ্য বিবাহিতা অন্বেষা দত্তের স্বামী জানান, '২ বছর ধরে শুনছি অন্বেষা সব রান্না করতে পারে।' এই কথা শুনেই সঞ্চালিকা বলে ওঠেন, 'এখনও অবধি টেস্ট করনি, তাই তো?' সেটা শুনে সকলে হেসে গড়িয়ে পড়েন।
এরপরই সুস্বাতী মল্লিকের স্বামী বলেন, 'ও রান্না করতে পারে না।' প্রসঙ্গত এর আগেও যখন গায়িকা দিদি নম্বর ওয়ানে এসেছিলেন তখন তাঁকে তাঁর রান্নার বিষয়ে জিজ্ঞেস করাতেও হাসির ধুম পড়েছিল। সেই সময় তাঁকে দেখেই সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায় মজা করে জিজ্ঞেস করেন♈, 'কী রে বাড়িতে মাকে সাহায্য করিস?' তিনি সঙ্গে ঘাড় কাত করে জানান 'হ্যাঁ করি তো।' তারপর রচনা ফের তাঁকে জিজ্ঞেস করেন যে 'রান্নাবান্না পারিস কিছু? করিস কিছু?' উত্তরেও তিনি বলেন, 'হ্যাঁ, হ্যাঁ, সব পারি। সব।' 'কী কী পারিস করতে?' জিজ্ঞেস করতেই তিনি বন্ধুদের জিজ্ঞেস করেন 'আরে কয়েকটা খাবারের নাম বল।' ফলে সেখানেই বোঝা গিয়েছিল তিনি রান্নায় কত পটু!
আরও পড়ুন: 'ভালো অনুষ্ঠান আশা করবেন না', নেটমাধꦫ্যমে ক্ষোভ উগরে দিলেন পৌষালি, সমর্থন ইমনের! কী ঘটেছে?
দিদি নম্বর ওয়ান প্রসঙ্গে
দিদি নম্বর ওয়ান সানডে ধামাকা প্রতি রবিবার রাত সাড়ে আটটা থেকে সম্প্রচারিত হয়। এটি জি বাংলায় দেখা যায়। এটা বাংলার অন্যতম দীর্ঘ সমযꦇ় ধরে চলা রিয়েলিটি শো।