তিনি শুধু একজন অসাধারণ গায়িকা নন, তিনি গোটা বাঙালির গর্ব। তিনি হলেন শ্রেয়া ঘোষাল। নম্র ভদ্র ব্যবহারের জন্য পরিচিত তিনি। সহকর্মীদের সঙ্গে তো বটেই, সাধারণ মানুষের সঙ্গে সবসময় হেসে কথা বলেন তিনি। এবার প্লেনের মধ্যে ঘুম পাড়ানি গান গ𝓡েয়ে ঘুম পাড়ালেন শ্রেয়া। কিন্ত🅷ু কাকে শোনালেন এই গান?
সম্প্রতি প্লেনে করে নিজের গন্তব𒈔্যের দিকে যাচ্ছিলেন শ্রেয়া।🍃 সেখানেই আলাপ হয় এক মিষ্টি অতিথির সঙ্গে। সেই ছোট্ট মিষ্টি সারমেয়কে এতটাই ভালো লেগে যায় গায়িকার, যে তিনি সঙ্গে সঙ্গে গান গাইতে শুরু করেন। অন্যদিকে সেও শ্রেয়ার গান শুনতে শুনতে ঘুমে ঢুলে পরে।
আরও পড়ুন: ‘চিরদিনই তুমি যে আমার’ -এ দিতিপ্রি♓য⭕়ার জীবনে ঝড় তুলতে আসছেন এই জনপ্রিয় নায়ক,চেনেন তাঁকে?
আরও পড়ুন: 'আমি বিনা পয়সায়…', মেলবোর্নে সেদিন কেন ৩ ঘণ্টা পর স্টেজে ওঠেন,🐻 এবার মুখ খুললেন নেহা
যে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে, শ্রেয়া প্লেনে করে কোথাও যাচ্ছেন। সেখানেই আলাপ হয় এক সহযাত্রীর সঙ্গে। সহযাত্রীর ক🌼োলে থাকা ছোট্ট কুকুরটিকে ভীষণ ভালো লেগে যায় গায়িকার। ꦉমাথায় হাত বোলাতে বোলাতে গান গাইতে শুরু করে দেন তিনি।
শ্রেয়ার গলায়, ‘সফট পাপ্পি, লিটল পাপ্পি, হ্যাপি পাপ্পি, স্লিপি পাপ্পি’ গান শুনতে শুনতে এবং গায়িকার ⭕আদর খেতে খেতে একেবারে ঘুমের দেশে চলে যায় ছোট্ট কুকুরছানাটি। পুরোপুরি অপরিচিত হলেও একেবার🐬ে শান্ত বাচ্চার মতো শ্রেয়ার আদর খায় সে।
ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শ্রেয়ার মিষ্টি স্বভাবের আরও একবার প্রশংসা করেন ভক্তরা। এত মিষ্টি একটা ভিডিয়ো দেখে বেশ আপ্লুত হন তাঁরা। কেউ কেউ আবার ফ্লাইটের নামও জিজ্ঞাসা করেন🐟। অনেকে নিজের সারমেয়কে নিয়ে শ্রেয়ার সঙ্গে যাত্রা করার ইচ্ছাও প্রকাশ করেন।
আরও পড়ুন: ১৮ বছর পর ফের একসঙ্গে সঞ্জয়-স﷽লমন, জল্পনা উসকে কী বললেন ভাইজান?
আরও পড়ুন: জাভেদ-কঙ্গনা মামলায় মুখ খুললেন শাবানা, বললেন, 'ক্ষমা চাওয়ার বিষয়🌳টি...'
প্রসঙ্গত, ভিডিয়োর কমেন্ট বক্সে কেউ কেউ লিখেছেন, এই কুকুরটি এখন খু💯ব ছোট, তবে একটু বড় হলে এর আকার অনেকট💫াই বড় হয়ে যাবে। অনেকে আবার সারমেয়টিকে ‘ভীষণ ভাগ্যবান’ বলেও দাবি করেছেন।