ভারতীয় উইকꩲেটকিপার ব্যাটসম্যান , -এর হয়ে আইপিএল-এ ℱতার অভিষেক ম্যাচেই শতরান করেছেন। ব্যাট হাতে দুরন্ত পারফরমেন্সের পর নিজের উইকেটকিপিং স্কিল নিয়েই এবার কথা বলতে গিয়ে পাকিস্তানের সাদা বলের ফরম্যাটের অধিনায়ক মহম্মদ রিজওয়ানকে নিয়ে ব্যঙ্গ করলেন।
ভারতীয় আম্পায়ার অনিল চৌধুরি সম্প্রতি একটি পডকাস্টে কথা বলছিলেন সানরাইজার্স দলের ক্রিকেটার ইশান কিষানের সঙ্গে। সেখানেই তিনি তাঁর কাছে প্রশ্ন করেন, যে আজ থেকে কয়েক বছর আগে যখন আন্তর্জাতিক ক্রিকেটে নতুন নতুন লাইমলাইটের আলোয় আসছেন কিষান, তখন তিনি উইকেটের পিছন থেকে অনেক আউটꦯের আপিল করতেন, কিন্তু এখন সেই সংখ্যাটা অনেকটা কমেছে। এর কারণ🎉 কি?
অযথা আপিল করেন না ইশান কিষান
এরই জবাবে, ২৬ বছর বয়সী কিশান বলেন, “আমার মনে হয় এখান আম্পায়াররা অনেক বেশি বুদ🦹্ধিমান হয়ে গেছে। যদি আমি বারবার আপিল করি, তাহলে দেখব যেটা সত্যিকারের আউট, সেটাও হয়ত আম্পায়াররা ভাবল আমি অযথা আবেদন জানাচ্ছি, তাই হয়ত আউট দেবে না। কিন্তু আমি যদি সঠিক ক্ষেত্রেই শুধু আবেদন জানাতে থাকি, তাহলে আম্পায়াররাও অনেকটা আত্মবিশ্বাস পাবে এবং এক্ষেত্রে আমায় আপিলে সায় দিতে পারে।"
রিজওয়ানকে খোঁচা ভারতীয় তারকার
এরপরই তিনি খোঁচা দেন পাকিস্তানের অধিনায়ক মহম্মদ রিজওয়ানকে। পাক ক্রিকেটার যেভাবে প্রায় সব বলেই একবার করে উইকেটের পিছন থেকে আবেদন করার চেষ্টা করেন সেটাকে উদাহরণ হিসেবে ব্যবহার করেই কিষান বলেন, ‘যদি রিজওয়ানের মতো পিছন থেকে করতে থাকি,༺ তাহলে তো আম্পায়াররা একবারও আউট দেবে না ’।
রিজওয়ানকে বার্তা ইষানের
পাকিস্তানের সাদা বলের অধিনায়ক রিজওয়ান আনꦕ্তর্জাতিক ম্যাচ হোক বা ঘরোয়া ম্যাচ, এত বেশি আবেদন করে থাকেন উইকেটের পিছন থেকে, যে আম্পায়াররা হতচকিত হয়ে গিয়ে উল্টে তাঁর ন্যয্য আবেদনেও অনেক সময় সাড়া দেয়না। তাই ঘুরিয়ে কার্যত র🧜িজওয়ানকেই পরিণত হওয়ার বার্তা দিতে চাইলেন ভারতের হয়ে ওডিআইতে দ্বিশতরান করা এই তারাক ব্যাটার।
আম্পায়ারদের উন্নতির দরকার আছে
অবশ্য আম্পায়ারিংয়ের মানও উন্নত হওয়া প্রয়োজন বলে দাবি করেছেন ভারতের এই বাঁহাতি ব্যাটার। তাঁর কথায়,' কিছু আম্পায়ার আছেꦉন যারা ম্যাচ পরিচালনা করতে আমরা খেলতে আমরা ম্যাচ উপভোগ করি। কিন্তু কিছু কিছুক্ষেত্রে উন্নতিরও দরকার। আম্পায়ারদের তাদের সিদ্ধান্তের ক্ষেত্রে আত্মবিশ্বাসী হতে হবে। তাঁরা যদি মনে করেন কোনও ব্যাটসম্যান আউট তাহলে আত্মবিশ্বাসের সঙ্গেই আউট দিতে হবে, স্রেফ আপিলের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে হবে না💧"