ফের আইনি জটিলতায় শ্রেয়স তালপাড়ে। তাঁর নামে পুনরায় দায়ের করা হল FIR। এবার গ্রামের লোকদের বিপুল সুদের লো🌃ভ দেখিয়ে টাক🃏া হাতানোর অভিযোগ উঠেছে। সদ্যই এদিন তাঁর নামে অভিযোগ দায়ের করা হয়েছে শ্রীনগরে। তবে একা শ্রেয়স নন। তাঁর সঙ্গে রয়েছে আরও একাধিক ব্যক্তির নাম।
আরও পড়ুন: ছক ভা🌄ঙা খয়েরি শাড়িতে বধূবেশে দেবচন্দ্রিমা, সায়ন্ত বিতর্ক অতীত হতেই সাতপাকে🍃 বাঁধা পড়লেন?
আরও পড়ুন: ক্লাসিক্যাল-♑ফ্রিস্টাইলের ফিউশনে অভিভ✅ূত মিঠুন! মানালির নাচে মুগ্ধ শুভশ্রী-কৌশানি কী ঘটালেন?
কী ঘটেছে?
রিপ💟োর্ট অনুযায়ী শ্রেয়স তালপাড়ে দ্য লোনি আরবান মাল্টিস্টেবল ক্রেডিট অ্যান্ড থ্রিফট কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড নামক একটি ভুয়ো অর্থলগ্নি সংস্থা চালাচ্ছিলেন। এই সংস্থার তরফে গ্রামের লোকজনদের অল্প সময়ে বিপুল সুদের লোভ দেখানো হচ্ছিল। এই সংস্থার যাঁরা এজেন্ট ছিলেন তাঁরা নাকি শত শত মানুষকে অল্প সময় টাকা দ্বিগুণ হওয়ার প্রলোভন দেখিয়ে টাকা বিনিয়োগ করাচ্ছিলেন এই সংস্থায়। এভাবে গ্রামের লোকজনদের থেকে বেশ কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়ে এই সংস্থা ঝাঁপ বন্ধ করে দেয় বলেই অভিযোগ। শুধু তাই নয় ওই জেলা থেকে পাততাড়ি গুটিয়ে চলেও যায়। গত ১০ বছর ধরে মাহব𒅌ায় এই জালিয়াতি চলছিল।
ইতোমধ্যেই শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। শুরু হয়ে গিয়েছে তদন্ত। এরপর যা জানা যাবে না তথ্য পাওয়া যাবে সেই অনুযায়ী পরবর্🍬তী পদক্ষেপ নেওয়া হবে বলেই জানা গিয়েছে।
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো এটাই প্রথম নয় যখন শ্রেয়স তালপাডౠ়ের নামে জালিয়াতির অভিযোগ দায়ের হল। গত মাসেই উত্তর প্রদেশে শ্রেয়স এবং অলোক নাথের নামে অভিযোগ দায়ের করা হয়েছিল ৯ কোটি টাকা জালিয়াতি করার জন্য। সেখানেও তাঁরা একটি ধার দেওয়ার কোঅপারেটিভ সোসাইটি চালাচ্ছিলেন আর সেটার মাধ্যমেই লোক ঠকাচ্ছিলেন বলে অভিযোগে জানানো হয়েছিল। কেবল উত্তর প্রদেশ বা শ্রীনগর নয়। এর আগে হরিনায়াতেও তাঁদের নামে একই অভিযোগ উঠেছিল।
আরও পড়ুন: '♒ভালো অনুষ্ঠান আশা করবেন না', নেটমাধ্যমে ক্ষোভ উগরে দিলে🗹ন পৌষালি, সমর্থন ইমনের! কী ঘটেছে?
প্রসঙ্গত অন্যদিকে শ্রেয়স তালপাড়েকে আগামীতে হাউজফুল ৫ ছবিতে দেখা যাবে। তাঁর সঙ্গে সেখানে থাকবেন অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ, অভিষেক ♉বচ্চন, সঞ্জয় দত্ত, ববি দেওল, ফারদিন খান, না♋না পাটেকর, জ্যাকি শ্রফ, নার্গিস ফাখরি, সোনম বাজওয়া, প্রমুখ।