ইমন চক্রবর্তী বা পৌষালি বন্দ্যোপাধ্যায় বাংলার এই দুই গায়িকাকে যাঁরা চেনেন তাঁরা জানেন দুই গায়িকা বরাবরই স্পষ্টবক্তা। ভুল বা অন্যায় কিছু ঘটলে তৎক্ষণাৎ সেটার প্রতি🧸বাদ করেন। এদিনও তার অন্যথা হল না। অনেক সময়ই শিল্পী বা মিউজিশিয়ানরা শোয়ের আগে সাউন্ড চেক করতে গিয়ে সমস্যায় পড়েন, পর্যাপ্ত সময় পান না বা সেই সময় তাঁদ🎶ের দেওয়া হয় না। এদিন সেই বিষয়েই সরব হলেন সারেগামাপা খ্যাত পৌষালি বন্দ্যোপাধ্যায়। তাঁকে সমর্থন করলেন ইমন চক্রবর্তী।
আরও পড়ুন: মুক্তি পেল চেক ইন চেক আউটের প্রথম গান🍎! 'বহু দূরে'-এর সঙ্গে জুড়ে রয়েছেন সেলিম-সুলেমান, কীভাবে?
আরও পড়ুন: চিরদিনই তুম✱ি যে আমার-এ নায়কই আসলে ভিলেন! নেটপাড়ায় গল্প ফাঁস হতেই তেলেবেগুনে জ্বলে উঠল দর্শকরা
কী বললেন পৌষালি?
এদিন পৌষালি বন্দ্যোপাধ্যায় যে ভিডিয়ো প্রকাশ্যে এনেছেন সেখানে তাঁকে শো বা কনসার্ট আয়োজকদের উদ্দেশ্যে বলতে শোনা যায়, 'একটা অনুষ্ঠান তৈরি করতে অনেক পরিশ্রম আছে। কমিটিরও আছে। শিল্পীরও আছে। ওতপ্রোত ভাবে জড়িত। যে কোনও কাজ একার পক্ষে সম্ভব না। একটা কমিটি, একটা সংস্থা অনেক টাকা খরচ করে অন𒁃েক ভাবে টাকার জোগাড় করে একটা শিল্পীকে নিয়ে আসে। এবং আশা করেন আজকে একটা দারুণ সন্ধ্যা কাটাব। আর কোনও উদ্দেশ্য নয়। কিন্তু সেই শিল্পীর টিমকে বা মিউজিশিয়ানদের সাউন্ড চেক করতে সময় না দেওয়া হয় তাহলে তো সেই আশা করাই উচিত না।'
তিনি এদিন আরও বলেন, 'আমি আমার একার কথা বলছি না। আমি সমস্ত শিল্পী, মিউজিসিয়ান যাঁরা এই চরম ভোগান্তির শিকার হন তাঁদের সবার 𓆏হয়ে বলছি। অনেকেই বলেন সাউন্ড চেক কী, সাউন্ড চেক করতে দেব না। সাউন্ড চেকের মাধ্যমে দেখা হয় যে সমস্ত বাদ্যযন্ত্র ঠিকঠাক বাজছে কিনা, আপনারা ঠিকঠাক শুনছেন কিনা, সব কিছু ব্যালেন্স, মিক্স হয়ে কানে আসে। এটা করতে অনেক সময় লাগে। অতিরিক্ত সময়ের কথা বলছি না। কিন্তু মিনিমাম দেড় দুই ঘণ্টা লাগে।'
গায়িকার কথায়, 'বৃষ্টির দিনে খিচুড়ি খেতে ইচ্ছে করছে বলেই কেন সেটা হতে দেরি হচ্ছে কেন বললে হবে না। চালে ডালে বসিয়ে দিলেই খিচুড়ি হয় না। ঠিক তেমন করেই ১০ মিনিটে সাউন্ড চেক হয🌸় না। কেন আপনারা এটা বোঝেন না? আমি এই ভিডিয়োর মাধ্যমে অনুরোধ করছি, এটা একটা অঙ্ক, অনুষ্ℱঠানের মূল শিরদাঁড়া। এটাকে সময় না দিলে অনুষ্ঠানটা খারাপ হবে। সাউন্ড চেকের এই সময়টা শিল্পীকে দিতে হবে।'
ইমন চক্রবর্তী এদিন পৌষালি বন্দ্যোপাধ্যায়ের এই ভিডিয়ো শেয়ার করেন। লেখেন, 'দিয়েছে আচ্ছা করে। ধন্যবাদ পৌষালি।' কেবল ইমন নন। একাধিক সঙ্গীতশিল্পীরাই এদিন জানিয়েছেন তাঁরাও অনেক সময় এই ꩲএকই সমস্যায় পড়েন।