♐ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে মমতা বন্দ্যোপাধ্যায়ের বহু প্রতিক্ষীত ভাষণের মাঝেই দর্শকাসন থেকে একের পর এক প্রশ্ন আসতে থাকে। অনেকেই হাতে পোস্টার তুলে ধরেন, এমনই নানান ভিডিয়োয় (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) ছবি প্রকাশ্যে আসে। পরিস্থিতির মাঝে ধৈর্য ধরে রেখে, নিজের বক্তব্য শেষ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে, গোটা ঘটনা ঘিরে প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূলের কুণাল ঘোষ।
ꦜঅক্সফোর্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের সময় দর্শসাকসন থেকে একের পর এক প্রশ্ন ধেয়ে আসে। এরপরই পরিস্থিতি ঘিরে খানিকটা চাঞ্চল্য তৈরি হয়। এক্স পোস্টে কুণাল ঘোষ লেখেন, ‘এতদিন বলছিল অক্সফোর্ডে যাচ্ছেন না, ওখানে ভাষণ নেই, আজ ছ'পিস বাঁদর ছবি তুলে কাপুরুষের মত পালানোর পর বলছে অক্সফোর্ডে বিক্ষোভ দেখিয়েছে।’ এরই সঙ্গে আরও একটি পোস্টে কুণাল ঘোষ লেখেন,‘এঁরা দেশ, বাংলার সম্মান ভাবে না।’ মুখ্যমন্ত্রীর অক্সফোর্ডে ভাষণ নিয়ে কুণাল ঘোষ তাঁর পোস্টে লেখেন,'দর্শকরা ছ'পিস বাঁদরকে তাড়ালেন ঠিকই, কিন্তু মুখ্যমন্ত্রী ওদের পাত্তা না দিয়েই ফাটিয়ে বক্তৃতা দিলেন। প্রবাসীরা, বিদেশীরা উচ্ছ্বসিত।' পরপর পোস্টে অক্সফোর্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুষ্ঠান ঘিরে কুণাল ঘোষের তোপ যায় বিরোধীদের দিকে। শুরুর দিকের পোস্টে তিনি লেখেন,' সিপিএমের যে দুচারপিস অক্সফোর্ডে বাঁদরামি করল, এরা দেশ, বাংলার সম্মান ভাবে না।' তারপরই কুণাল ঘোষ লেখেন,' তাদের আমলে কী হয়েছিল, ভুলে গিয়েছে। সব ঘটনা মনে করাতে হবে সারা বাংলায়। আজ সকলের বাধায় লেজ তুলে পালিয়েছে।' কুণালের প্রশ্ন, 'বক্তৃতায় বাধা কেন? প্রশ্ন করো প্রশ্নোত্তর পর্বে।' ক্ষোভে ফুঁসে কুণাল ঘোষ তাঁর এক্স পোস্টে লেখেন,'বাঁদরামিটা এদের সংস্কৃতি।' কুণালের বার্তা, 'এদের পরিকল্পিত অসভ্যতার খবর আগেই পেয়ে কদিন আগে পোস্ট করেছিলাম। এদের চিহ্নিত করে অনেকে কলকাতা কানেকশন পোস্ট করছেন। ভালো করছেন।রবীন্দ্রসঙ্গীত এরা বোঝে না। ডিজে শুনতে চাইছে।'
🌄প্রসঙ্গত, কিছুদিন আগেই লন্ডনের মাটিতে পা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সফরসঙ্গী তৃণমূলের কুণাল ঘোষ। এদিকে, বহু প্রতীক্ষিত অক্সফোর্ডে মমতার ভাষণ ঘিরে চড়ছিল কৌতূহল, উৎসাহের পারদও। তারপর ২৭ মার্চ মমতা বন্দ্যোপাধ্যায় অক্সফোর্ডের কেলগ কলেজে বক্তব্য রাখার সময়ই সেখানে দর্শকাসন থেকে পর পর প্রশ্ন উঠতে থাকে। অনেকের হাতে পোস্টার দেখা যায়। চড়তে থাকে পারদ। এদিকে, দিদিকে দেখা যায় ধৈর্যের সঙ্গে ওই পরিস্থিতির মাঝে প্রশ্নের উত্তর দিতে। বিক্ষোভকারীদের ‘ভাই’ বলে সম্বোধন করতেও দেখা যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।