কমেডি এবং হরর সিনেমার পর এবার প্🍌রেমের জাদুতে দর্শকদের মন জয় করার জন্য প্রস্তুত কার্তিক আরিয়ান। শীঘ্রই ‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’ ছবিতে দেখা যাবে কার্তিককে। এখনও পর্যন্ত এই সিনেমায় কার্তিকের লুক প্রকাশ করা হয়নি। তবে কার্তিকের লুক সামনে না এলেও জানা গেছে ছবি মুক্তির তারিখ।
আপাতত কার্তিক দক্ষিনী অভিনেত্রী শ্রী লীলার 𒅌সঙ্গে ব্🔯যস্ত ‘আশিকি ৩’ সিনেমার শ্যুটিং নিয়ে। ডুয়ার্সের ওদলাবাড়ি লীস নদীতে চলছে সিনেমার শ্যুটিং। এই সিনেমায় কার্তিকের লুক দেখে রীতিমতো চমকে যান সকলে। একমুখ দাঁড়ি, হাতে চোট, সবমিলিয়ে কার্তিককে চেনা দায়।
আরও পড়ুন: প্রচারের আলোয় সলমনের ন♚তুন ঘড়ি! দাম শুনলে আঁতকে উঠবেন🐼 আপনি
আরও পড়ুন: 'ওর লাইফ তো সেট...', আলিয়াকে ঈর্ষা করতেন তাঁরই🥂 এক🔯 কাছের মানুষ, জানেন তিনি কে?
তবে ‘আশিকি ৩’ সিনেমায় কার্তিকের নতুন লুক সামনে এলেও ‘তু মেরি ম্যায়🌳 তেরা ম্যায় তেরা তু মেরি’ সিনেমায় কার্তিককে কেমন দেখতে লাগবে, সেটা জানা যায়নি। তবে এই ছবি নিয়ে প্রথম ঘোষণা করা হয়েছিল গত বছর ডিসেম্বর মাসেই। এবার প্রকাশ্যে এল সিনেমা মুক্তির তারিখ।
সম্প্রতি তরণ আদর্শ তাঁর টুইটার অ্যাকাউন্টে ছবির মুক্তির তারিখ নিয়ে আপডেট দিয়েছেন। এই টুইটে ‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’ ছবির মুক্তির তারিখ প্রকাশ করা হয়েছে। জানা গেছে, কার্তিকের এই রোম﷽ান্টিক ড্রামা ছবিটি ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, অর্থাৎ আগামী বছর ভ্যালেন্টাইন্স ডে- এর ঠিক আগের দিন মুক্তি পাবে। তবে প্রযোজকরা এখনও পর্যন্ত ছবির প্রথম লুক এবং অফিসিয়াল পোস্টার প্রকাশ করেননি।
আরও পড়ুন: ‘চিরদিনই তুমি যে আমার’ -এ দিতিপ্রিয়ার জীবনে ঝড় তুলতে আসছেন এই জন♒প্রিয় নায়ক,চেনেন ত☂াঁকে?
আরও পড়ুন: 'আমি বিনা পয়সায়🌠…', মেলবোর্নে সেদিন কেন ৩ ঘণ্টা পর স্টেজে ওঠেন🐼, এবার মুখ খুললেন নেহা
এই ছবিতে দুই অভিনেত্রীর থাকার সম্ভাবনা
কার্তিক আরিয়ানের ছবিতে ‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’ ‘পুষ্পা ২’ খ্যাত অভিনেত্রী শ্রীলীলার মুখ্য ভূমিকায় থাকার কথা শোনা যাচ্ছে। অন্যদিকে, ছবিতে অনন্যা পাণ্ডের থাকার খবরও শোনা যাচ্ছে। এদিকে কার্তিক সম্প্রতি শ্রীলীলার সাౠথে একটি রোমান্টিক ছবি পোস্ট করেছেন, যা্র ক্যাপশনে তিনি লিখেছেন, ‘তুই আমার জীবন।’ এই ছবি প্রকাশের পরেই অনুরাগীরা অনুমান করছেন, কার্তিকের আগামী ছবিতে তাঁর বিপরীতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন শ্রীলীলাই ।