মেলবোর্নে অনুষ্ঠান করতে গিয়ে প্রায় তিন ঘন্টা পরে সেখানে উপস্থিত হন নেহা কক্কর। শ্রোতাদের অপেক্ষা করিয়ে রাখার ফলে নেহা স্টেজে উঠতেই তাঁর দিকে ধেয়ে আসে ‘গো ব্🎃যাক’ স্লোগান। দর্শকদের রোষের মুখে পড়ে হকচকি𝔉য়ে যান গায়িকা। কাঁদতে শুরু করেন তিনি।
নেহা ♛কান্নাকাটি শুরু করতেই দর্শকরা আরও বেশি ক্ষিপ্ত হয়ে ওঠেন। ‘নাটক করবেন না, এটা রিয়্যালিটি শো নয়’, এমন মন্তব্য ধেয়ে আসে গায়িকার দিকে। এতকিছুর পরেও শ্রোতাদের উদ্দেশ্যে নেহা বলেন, ‘আপনারা এতক্ষণ অপেক্ষা করেছিলেন তার জন্য আমি সত্যি খুব দুঃখিত। আপনারা আপনাদের অমূল্য সময় বের করে এখানে আমার জন্য অপেক্ষা করেছেন, তার জন্য সত্যিই আমি কৃতজ্ঞ।’
আরও পড়ুন: ১৮ বছর পর ফের এক�🧔�সঙ্গে সঞ্জয়-সলমন, জল্পনা উসকে কী বললেন ভাইজান?
আরও পড়ুন: জাভেদ-কঙ্গনা মামলায় মুখ খুললেন শাবানা, ব꧂ললেন, 'ক্ষমা চা🌊ওয়ার বিষয়টি...'
ট্রোলারদের কড়া জবাব নেহার
বৃহস্পতিবা🐓র ইনস্টাগ্রামে নেহা সকলকে অনুরোধ করেন, কাউকে খুব তাড়াতাড়ি বিচার না করার জন্য। আসল ঘটনা কি, জেনে তবেই মানুষকে নিয়ে কথা বলা উচিত বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন,'ꦐ দয়া করে সত্যের জন্য অপেক্ষা করুন।'
কী ঘটেছিল সেদিন?
প্রথম পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই নেহা দ্বিতীয় পোস্ট করে মেলবোর্নে ঘটে যাওয়া আসল ঘটনা সকলের সামনে তুলে ধরেন। নেহা লেখেন, ‘সবাই খালি দেখল যে আমি তিন ঘন্টা দেরি করেছি, কিন্তু এর পেছনে আসল কারণ কি তা জিজ্ঞাসা কেউ করল না। আমি এত কিছু বলতাম না কিন্তু আমার নামে যখন এত কথা উঠছে, তখন আসল ঘটনা সবার ༺সামনে নিয়ে আসা উচিত।’
নেহা লেখেন, ‘আপনারা কি জানেন, আমি মেলবোর্নে সম্পূর্ণ বিনামূল্যে অনুষ্ঠান করে এসেছি? অনুষ্ঠানের কর্মকর্তারা আমার এবং আমার সহকারীদের টাকা না দিয়েই চলে গিয়েছিলে✃ন। শুধু তাই নয়, আমাদের জল, খাবার, এমনকি হোটেলের ব্যবস্থাও করেননি তাঁরা। আমার হাজব্যান্ড এবং আমার সহকারীরা ব্যান্ডের বাকি সদস্যদের অর্থ প্রদান করেছে।’
গায়িকা আরও লেখেন, 'আপনারা কি জানেন সাউন্ড ভেন্ডারকে টাকা না দেওয়ায় সে আমাদের কাজ করতে মানা করে দেয়। আমাদের সাউন্ড চেক করতে তাই অনেকক্ষণ সময় লেগে গিয়েছিল। আমরা এটাও জানতাম না যে কনসার্ট আদৌ হচ্ছে কিনা, আমাদের🎀 ফোন তোলা বন্ধ করে দিয়েছিলেন অনুষ্ঠানের কর্মকর্তারা। আমরা কিছুই বুঝতে পারছিলাম না তখন।'
গায়িকা লেখেন, ‘এত সমস্যা থাকা সত্ত্বেও আমি কোনওরকম বিশ্রাম না নিয়েই স্টেজে উঠেছি এবং পারফর্ম করেছ♊ি। আমার মাথায় শুধু একটা কথাই ঘুরছিল, আমার দর্শকরা আমার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে রয়েছেন।’
আরও পড়ুন: ‘দ্যা ডিপ্লোম্যাট’ ছবির প্রশংসায় পঞ্চমুখ বღিজেপি, কী বলছে শাসক 🌼দল?
আরও পড়ুন: বিষ্ণোইয়ের হুমকির পর কী আতঙ্কে দিন ক🌄াটাচ্ছেন ♏সলমন? বললেন, ‘আয়ু যতদিন লেখা আছে…’
‘আমি তাঁ🐠দের প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই যারা আমার সঙ্গে ভালো ব্যবহার করেছিলেন, আমার জন্য অপেক্ষা করেছিলেন, আমার গানের সঙ্গে সঙ্গে নাচ করেছিলেন। আমার সমস্যা যারা বুঝেছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই,’ বলেন নেহ🐟া।