♋ এই প্রথম সলমন খান লরেন্স বিষ্ণোইয়ের হুমকি প্রসঙ্গে কথা বললেন সকলের সামনে। আগামী ইদ উপলক্ষ্যে মুক্তি পেতে চলেছে সলমন খান এবং রশ্মিকা মন্দান্না অভিনীত ‘সিকান্দর’। ৩০ মার্চ সারা দেশ জুড়ে মুক্তি পাবে সিনেমাটি। সম্প্রতি ছবির প্রচারে এসে মিডিয়ার সামনে প্রাণনাশের হুমকি নিয়ে খোলাখুলি কথা বলেন ভাইজান।
সলমনের বক্তব্য
🎐 ভাইজানকে যখন মিডিয়া জিজ্ঞাসা করে যে, লরেন্স বিষ্ণোইয়ের হুমকিতে তিনি কি ভয় পাচ্ছেন? তখন সলমন বলেন, ‘ঈশ্বর, আল্লাহ সব সমান।আমি শুধু তাকেই মানি। মানুষের আয়ু যতদিন লেখা আছে, ততদিনই আমাদের বাঁচতে হবে। তবে কখনও কখনও এত মানুষকে সঙ্গে নিয়ে চলতে হয় যে নিজেরই বিরক্ত লেগে যায়। এটাই যা সমস্যার।’
আরও পড়ুন: 💟সেন্সর বোর্ড থেকে কিছু দৃশ্য করা হল অস্পষ্ট, কিছু আওয়াজ মিউট, কী এমন ছিল সলমন খানের ‘সিকন্দর’-এ?
আরও পড়ুন: 🤡ছবি মুক্তির আগেই বিক্রি! কে কিনল অজয়ের ‘রেইড ২’-এর স্বত্ব?
😼প্রসঙ্গত, কিছুদিন ধরেই সলমন খানকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং- এর তরফ থেকে। তবে ব্যাপারটি আরও গুরুতর হয়ে ওঠে যখন সলমন খানকে হুমকি দেওয়া গ্যাং তাঁর ঘনিষ্ঠ বন্ধু বাবা সিদ্দিকিকে হত্যা করে। তবে, সালমান থেমে থাকেননি বা ভয় পাননি। তিনি তাঁর কাজ চালিয়ে গেছেন। তিনি তাঁর ছবির শ্যুটিং শেষ করেছেন এবং প্রচারও করছেন।
‘সিকান্দর’ কত কোটি টাকার ব্যবসা করবে?
♒‘সিকান্দর’-এর ট্রেলার লঞ্চ ইভেন্টে সলমন জানিয়েছিলেন, তিনি আশাবাদী যে ছবিটি ২০০ কোটি টাকার গণ্ডি ছাড়িয়ে যাবে। সলমন বলেছিলেন, ;ছবি ভালো হোক বা খারাপ হোক,ইদ, দীপাবলি, এসব সময় ছবি মুক্তি পেলে ১০০ কোটি টাকা তো পার করেই দেয়। তবে এখন ১০০ না, ২০০ কোটিও পেরিয়ে যায়।'
ꦗউল্লেখ্য, ২৫ মার্চ মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে আগ্রিম টিকিট বুকিং। জানা গেছে, কয়েক ঘণ্টার মধ্যে সিকন্দরের প্রায় ৪০ হাজারেরও বেশি টিকট বিক্রি হয়েছে। হিন্দির ২ডি ভার্সনের জন্য মোট ১.১৩ কোটি টাকার টিকিট হয়েছে। পাশাপাশি, ব্লক সিটসের টিকিট মিলিয়ে মুক্তির আগে এখনও পর্যন্ত সিনেমাটি প্রায় ৫.০১ কোটি টাকা আয় করেছে।
আরও পড়ুন: 🔥ফের সুজয়ের সঙ্গে জুটি বাঁধছেন বিদ্যার, তাহলে কী আসছে ‘কাহানি থ্রি’?
আরও পড়ুন:🍎 ‘দ্যা ডিপ্লোম্যাট’ ছবির প্রশংসায় পঞ্চমুখ বিজেপি, কী বলছে শাসক দল?
🦄তবে এই সিনেমার সঙ্গে পাল্লা দিচ্ছে আরও একটি সিনেমা, সেটি হল দক্ষিণী ছবি মোহনলাল অভিনীত ‘এল ২ এমপুরান’। দুটি সিনেমায় বিগ বাজেটের হলেও ‘সিকন্দর’ সিনেমার থেকেও ‘এল ২ এমপুরান’ সিনেমার প্রতি মানুষের আকর্ষণ আরও বেশি বলে মনে করা হচ্ছে। সিনেমার অগ্রিম টিকিটের পরিসংখ্যান দেখে মনে হচ্ছে, বক্স অফিসে কিছুটা হলেও 'সিকন্দর'কে পিছিয়ে দেবে ‘এল ২ এমপুরান’। যদিও বাস্তব হিসেব বোধা যাবে ৩০ মার্চের পরে।