২০২০ সালে কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে একটি মানহানির মামলা করেছিলেন জাভেদ আখতার। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে অর্থাৎ মাত্র ১ মাস আগে এই মামলার নিষ্পত্তি ঘটিয়ে হাসিমুখে ক্যামেরার সামনে এসে দাঁড়ান দুই তারকা। ত🍷বে সবকিছু মিটমাট হয়ে যাওয়ার একমাস পর হঠাৎ এই বিষয়ে মুখ খুললেন শাবানা আজমি। বললেন, ‘এটি কোনও পারস্পরিক মীমাংসা মোটেই ছিল না।’
কী বললেন শাবানা?
শাবানা বলেন, ‘জাভেদ প্রথম থেকেই কোনও আর্থিক ক্ষতিপূরণ চাননি। তিনি সবসময় চেয়েছিলেন একটি লিখিত ক্ষমা, যা কঙ্গনা দেওয়ার পর মামলার নিষ্পত্তি ঘটে। এটি শুধু জাভেদের নয়, তাঁর উকিল জয় ভরদ্বাজের জয়। তবে আমি ভীষণ অবাক হয়ে যাচ্ছি, কেন কোনও সংবাদমাধ্যম লিখিতভাবে 🦹ক্ষমা চাওয়ার বিষয়টি উল্লেখ করল না, বারবꦍার এটিকে পারস্পরিক মীমাংসা কেন বলা হল?’
আরও পড়ুন: ছবি মুক্তির আগেই বিক্রি! কে কিনল অজয়ের ‘⭕রেইড ২’-এর স🍌্বত্ব?
আরও পড়ুন: ‘দ্যা ডিপ্লোম্যাট’ ছবির প্রশংসায় পঞ্চমুখ বিজেপি, কী বলছ🍌ে শাসক দল?
কী নিয়ে তৈরি হয়েছিল বিবাদ?
২০২০ সালের জুলাই মাসে কঙ্গনার বিরুদ্ধে ⛦একটি অভিযোগ দায়ের করেছিলেন গীতিকার জꦿাভেদ আখতার। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় গীতিকারের নাম টেনে এনে তাঁকে অপমান করেছেন কঙ্গনা, এই অভিযোগের ভিত্তিতে মানহানির মামলা করেছিলেন জাভেদ।
তবে শুধু জাভেদ একা নন, জাভেদের বিরুদ্ধে অপরাধমূলক হুমকি এবং শালীনতার অবমাননার অভিযোগে একটি ক্রস অভিযোগ দায়ের করেছিলেন অভিনেত্রী। তাঁরඣ দাবি অনুযায়ী, ২০১৬ ♎সালে জাভেদ আখতার তাঁকে নিজের বাসভবনে ডেকে পাঠান এবং হৃতিক রোশনের বিরুদ্ধে করা সমস্ত অভিযোগ তুলে নেওয়ার জন্য জোর করেন।
আরও পড়ুন: বিষ্ণোইয়ের হুমকির পর কী আতঙ্কে দিন কাটাচ্ছেন সলমন? বললেন, 🔯ꦬ‘আয়ু যতদিন লেখা আছে…’
আরও পড়ুন: সেন্সর বোর্ড থেকে কিছু দৃশ্য করা হল অস্পষ্ট, কিছু আওয়াজ মিউট, কী এমন🐭 ছিল সলমন খানের ‘সিকন্দর’-এ?
তবে ৫ বছর পর গত মাসে আদালতে দাঁড়িয়ে কঙ্গনা বলেন, ‘২০২০ সালের ১৯ জুলাই তারিখে একটি সাক👍্ষাৎকারে আমি যে মন্তব্য রেখেছিলাম তা ভুল বোঝাবুঝির ফল। আমি নিঃস্বার্থভাবে আমার বক্তব্য প্রত্যাহার করছি। ভবিষ্যতে যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না হয় তার খেয়াল রাখব আমি। উনি ভীষণ ভালো একজন মানুষ।’
কোর্ট থেকে বেরিয়ে জাভেদ আখতারের পাশে দাঁড়িয়ে একটি ছবিও তোলেন কঙ্গনা। সংবাদমাধ্যমকে🅘 বলেন, ‘আইনি বিষয়টি নিয়ে আর কোনও সমস✃্যা নেই। সব কিছুর সমাধান হয়ে গেছে। আগামী দিনে জাভেদ জি আমার সঙ্গে কাজ করতেও রাজি হয়েছেন। আমার পরবর্তী ছবির জন্য গান লিখতে রাজি হয়েছেন উনি।’