রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৯৭ রান করে দলকে জেতালেন কলকাতা নাইট রাইডার্সের ওপেনার কুইন্টন ডি কক। এমনিতে 🥀তিনি জাতীয় দলের হয়ে এখন না খꦆেললেও ফ্র্যাঞ্চাইজি লিগে তাঁর থাকা এবং না থাকা যে প্রভাব ফেলে, সেটাই বোঝালেন প্রোটিয়াদের এই বাঁহাতি ব্যাটার। নারিনের অনুস্থিতি তিনি একা হাতেই ব্যাটে ঢেকে দিলেন। হয়ত দেখে মনে হতে পারে একটু ধীর গতির ইনিংস, কিন্তু এর তাৎপর্য অনেক। কারণ তিনি অপরাজিত থেকেই দলকে জেতালেন।
কেকেআরের এই ওপেনার শতরান করতে পারলেন রাজস্থান রয়্যালসের বিপক্ষে। কিন্তু সেটা হল না জোফ্রা আর্চারের পরপর🐈 দুটি ওয়াইড বলে, নাহলে ডি ককের কাছে সুযোগ থাকত শতরানে পৌঁছানোর। ফলে জোফ্রার জোড়া ওয়াইড ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত, তা নিয়ে প্রশ্ন থাকতে পারে। তবে তাঁর ইনিংস যে পুরো অঙ্ক কষে তৈরি করাছিল, সেটা বোঝা গেল ম্যাচ শেষেই।
জোফ্রা আর্চারের বিরুদ্ধে কুইন্টন ডি কক টি২০তে ৬০ বল খেলে ১২৮ রান করেছেন, ৩বার আউট হয়েছেন। স্ট্রাইক রেট ২১৩, ব্যাটিং গড় ৪৩। মেরেছেন ১১টি চার এবং ১০টি ছয়। রান তাড়া করে জ🥀েতার নিরিখেও কুইন্টন ডি ককের ৯৭ রান, কেকেআরের জয়ের ক্ষেত্রে সর্বোচ্চ। এর আগে ২০১৪ আইপিএল ফাইনালে মণিশ পাণ্ডের করা ৯৪ রানের ইনিংসই নাইটদের রান তাড়া ꦿকরে জেতার নিরিখে এতদিন সর্বোচ্ছ ছিল।
অবসরের পর খেলতে অসুবিধা হচ্ছে না
রহমানউল্লাহ গুরবাজকে না খেলিয়ে তাঁকে খেলাচ্ছে দল। তাই কেকেআরকে জিতিয়ে ম্যাচ শেষে কুইন্টন ডি কক বললেন, ‘সুযোগ পেয়ে সেটা কাজে লাগাতে পেরে ভালো লাগছে। সত্যি কথা বলতে কি, অবসরের পর তেমন কোনও ♋চ্যালেঞ্জের সামনে আমায় পরতে হয়নি। তিন মাস সময় পেয়েছিলাম, সেটা ভালোই ছিল। এই মরশুমে কেকেআরের হয়ে ১০দিন মতো অনুশীলন করেছি। এটা সবেমাত্র আমার দ্বিতীয় ম্যাচ কেকেআরে। সৌভাগ্যবশত আমরা পরে ব্যাটিং করায় উইকেটটা বোঝার সুযোগ পেয়ཧেছি, তাই ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলেছি ’।
নেট রান রেট আজ দরকার ছিল না
ডি কক এরপর নিজের ব্যাটিংয়ের ইনিংস নিয়ে বলেন, ‘ আইপিএল সাধারণত বড়় বড় ছয়, বড় রানের জন্য এখন খুব জনপ্ꦉরিয়, তবে আজকে পরিস্থিতি সেটা ছিল না। আমার কাছে দলকে জেতানোই আসল কাজ ছিল। নতুন ফ্র্যাঞ্চাইজি নতুন মানুষদের সঙ্গে কাজ করতে আলাপ করতে ভালোই লাগছে। অনেক সময় বিভিন্ন দল একটু পরে নতুন ক্রিকেটারদের সঙ্গে মানিয়ে নেয়, কিন্তু এখানে দুহাত খুলে সবাই আমায় স্বাগত জানিয়েছে। এখানে বল টার্ন হচ্ছিল, একটু থেমে থেমে যাচ্ছিল, তাই নেট রান রেটের জন্য খেলিনি। আরও ভালো উইকেট পেলেন নিশ্চয় নেট রান রেটের কথা মাথায় রাখব’।