আগের ম্যাচেই পাকিস্তানের বিরুদ্ধে শতরান করেছিলেন বিরাট কোহলি। রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩০০তম ওডিআই ম্যাচ খেলতে নেমেছিলেন। সকলেই মনে করেছিলেন, এদিন ৩০০তম ওডিআই ম্যাচকে স্মরণীয় করে রাখতে বড় স্কোর করবেন বিরাট। মাত্র ২ রান করে শুভমন গিল আউট হলে, তিনে নামনে কোহলি। তবে তিনি এদিন ১৪ বলে ১১ করে সাজঘ✃রে ফি﷽রে যান।
আরও পড়ুন: চেজের সময় সর্বো൲চ্চ শতরান, সপ্ত��ম ভারতীয় হিসেবে ৩০০ ODI বিরাটের, রইল আরও রেকর্ড
গ্লেন ফিলিপসের ক্যাচে হতবাক কোহলি
তবে কোহলি যে এভাবে আউট হয়ে যাবেন, সম্ভবত নিজেও ভাবতে পারেননি। কিন্তু সুপারম্যান গ্লেন ফিলিপসের একটি দুরন্ত ক্যাচই বদলে দেয় যাবতীয়♏ অঙ্ক। ভারতীয় ইনিংসের সপ্তম ওভারে ম্যাট হেনরির চতুর্থ বলটি অফ স্টাম্পের বাইরে ছিল। কোহলি সপাটে ব্যাট চালান। ব্যাকওয়ার্ড পয়েন্টে ফিল্ডিং করছিলেন ফিলিপস। তাঁর ডান দিকে বল ছিল। বল লক্ষ্য করে হাত বাড়িয়ে লাফ মারেন ফিলিপস। চিলের ছোঁ মেরে সংগ্রহ করে নেন বল। বল তালুবন্দি করার সময়ে গ্লেন ফিলিপসের পা মাটি ছেড়ে শূন্যে ছিল। শরীর হাওয়ায় ভাসিয়েই কোহলির ক্যাচটি ধরেন তিনি। তিনি যে জায়গায় দাঁড়িয়ে ছিলেন, বলটি ধরলেন তার থেকে একটু পিছনে। ক্যাচটা একেবারেই সহজ ছিল না। ফিলিপসক🀅ে বাদ দিয়ে অন্য কেউ থাকলে হয়তো বল বাউন্ডারিতে চলে যেত।
আরও পড়ুন: চেনা ছন্দে নেটে অনুশীলন শুরু, কবে ২২𝓡 গজে ফিরতে চলেছেন বুমরাহ? মিলল ইঙ্গিত
ড্রেসিংরুমে জাদেজা-বিরাটের ক্যাচ নিয়ে চর্চা
ক্যাচটি নিঃসন্দেহে ছিল অবিশ্বা🧔স্য। বিরাট কোহলি ভাবতেই পারছিলেন না, বাউন্ডারিতে বল যাওয়ার পরিবর্তে, বলটি ক্যাচ হয়ে গিয়েছে। হতবাক হয়ে যান ভারতের তারকা ব্যাটার। হাঁ হয়ে খুলে যায় মুখটা। যেন বিশ্বাস করতে পারছিলেন না যে তাঁর সামনে কী হল। এমন কী ড্রেসিংরুমে ফেরার অনেক পর পর্যন্ত তিনি সম্ভবত ঘোরেই ছিলেন। সেই ক্যাচ নিয়ে তাঁকে রবীন্দ্র জাদেজার সঙ্গে বেশ গম্ভীর মুখে আলোচনা করতে দেখা গিয়েছে।
জাদেজাও ভারতীয় দলের সুপারম্যান ফিল্ডার। ভালো ভালো ক্যাচ নিয়েছেন তিনিও। কোহলিকে তিনি বোঝাচ্ছিলেন, কীভাবে গ্লেন ফিলিপস তাঁর ক্যাচটি নিয়েছেন। এমন কী বসে বসেই সেই ক্যাচ নেওয়ার ভঙ্গিমা করতে দেখা গ🍨িয়েছে জাড্ডুকে। আর কোহলি এবং জাদেজার সেই আলোচনার ভিডিয়ো ধরা পড়ে ক্যামেরায়। এবং সঙ্গে সঙ্গে সেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হ﷽য়েছে।
ক্যাচ নিয়ে শিরোনামে ফিলিপস
গত বছর নভেম্বরে একটি ক্যাচ নিয়ে শিরোনামে উঠে এসেছিলেন ফিলিপসꦆ। ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচে অলি পোপের ক্যাচ ধরেছিলেন তিনি। গালিতে ডান দিকে ঝাঁপিয়ে তাঁর নেওয়া সেই ক্যাচের পর তুলনা শুরু হয়ে গিয়েছিল জন্টি রোডসের সঙ্গে। ২০২২ সালে আবারর টি-টোয়েন্টি বিশ্বকাপেও ক্যাচ ধরে চর্চায় উঠে এসেছিল ফিলিপসের নাম। অস্ট্রেলিয়ার ইনিংসের তখন নবম ওভার চলছে। ব্যাট করছিলেন মার্কাস স্টোইনিস। মিচেল স্যান্টনারের দ্বিতীয় বলে অফ সাইডের দিকে বল আকাশে তুলে দিয়েছিলেন অজি অলরাউন্ডার। ডিপ কভার থেকে অনেকটা দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়ে দু'হাতে বল তালুবন্দি করেছিলেন কিউয়ি তারকা। ক্যাচ ধরার দক্ষতার জন্য সতীর্থেরা তাঁকে ‘বাজপাখি’ বলেও ডাকেন।