বলিউডের ২ বড় সুপারস্টার হলেন সলমন খান এবং সঞ্জয় দত্ত। ১৯৯১ সালে ‘সাজন’ এবং ২০০০ সা☂লে' চল মেরে ভাই সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন সঞ্জয় এবং সলম𓂃ন। এবার প্রায় ২৫ বছর পর ফের বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন এই দুই তারকা।
বলিউড হাঙ্গামা একটি প্রতিবেদন অনুযায়ী জান𝔍া গেছে, সঞ্জয় এবং সলমন অভিনীত সিনেমাটি হতে চলেছে একটি অ্যাকশন প্য🅠াকড মুভি। সিনেমাটি প্রযোজনা করবে SKF। সিনেমাটি পরিচালনা করতে চলেছেন কৃশ অহির, এটি তাঁর পরিচালিত প্রথম সিনেমা হতে চলেছে।
আরও পড়ুন: মানুষ বা ভূত না🧔, এবার শত্রু সাপ! করণের সঙ্গে ফের কোন ছবিতে জুটি বাঁধলে▨ন কার্তিক?
আরও পড়ুন: হীরের আলোয় আলোকিত সইফের চোখ, ‘জুয়েল থিফ’ಌ-এর পোস্টার দেখে 🦄উচ্ছ্বসিত ভক্তরা
জানা গেছে, সিনেমার নাম রাখা হয়েছে ‘গঙ্গা রাম’। এই বছরের জুন জুলাই মাস থেকেই শুরু হয়ে যাবে সিনেমার শ্যুটিং। একটি বিগ বাজেটের সিনেমা হতে চলেছে এটি। তবে এই সিনেমায় একে অপরের সঙ্গে নাকি একে অপরের বিপরীতে অভিনয় করবেন তা এখনও স্পষ্ট হয়নি। তবে জানা গেছে ছবিটি পরের বছর মুক্তি পা🌸বে।
প্রসꦺঙ্গত, তবে শুধু সঞ্জয় দত্তের সঙ্গে জুটি বেঁধে নস্টালজিয়া তৈরি করছেন ভাইজান তা নয়। আর কিছুদিনের মধ্যে সুরাজ বরজাতিয়ার সঙ্গেও জুটি বাঁধে দেখা যাবে ভাইজানকে। ‘হাম সাথ সাথ হ্যায়’, ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘ম্যানে পেয়ার কিয়া’ সিনেমার পর এবার ফের সুরজের সঙ্গে কাজ করতে চলেছেন সলমন।
আরও পড়ুন: 'মানুষকে হাসা𒁃নো আজকাল…', ‘হেরা ফেরি ꧅৩’ নিয়ে কোন চিন্তায় চিন্তিত প্রিয়দর্শন?
আরও পড়ুন: বোরখা বদলেছে ঘোমটায়! লাপাতা লেডিস কী তবে আরবি ছবি🔜র ‘টুকলি’? জানুন সত্যিটা
উল্লেখ্য, গত ৩০ মার্চ বড় পর্দায় মুক্তি পেয়েছে। ভাইজান অভিনীত ‘সিকন্দর’। ইদে মুক্তি পেলেও প্রথম দিন থেকেই বক্স অফি🍰সে তেমন দুর্দান্ত ব্যবসা করতে পারেনি এই সিনেমাটি। গত দু'বছর ধরেই ভাইজানের সিনেমা তেমন উল্লেখযোগ্য ব্যবসা করতে পা♔রেনি। সঞ্জয়ের সঙ্গে জুটি বেঁধে সেই খরা কাটাতে পারেন কিনা ভাইজান, সেটা বোঝা যাবে আগামী দিনে।