নভেম্বরে বর্ডার গাভাসকর সিরিজের শুরুতেই ভারতকে অধিনায়ক হিসেবে জিতিয়েছিলেন জসপ্রীত বুমরাহ, কিন্তু পর♔ের টেস্ট থেকে রোহিত শর্মা দলে ফিরতেই বুমরাহ অধিনায়কত্বের সুযোগ হারান। এরপরের তিন টেস্টের ২টিতেই হেরে এবং একটি টেস্ট বৃষ্টির সৌজন্যে ড্র করার পর ভারতকে সিরিজে পিছিয়ে দিয়ে রোহিত শর্ম🅰া জানান, তিনি সিডনিতে শেষ টেস্টে খেলবেন না।
এরপর সিরিজে সমতা ফেরানোর টেস্টে সিডনিতে বুমরাহকে ফের অধিনায়কত্ব করতে দেওয়া হলে𝐆ও তিনি পাঁচ টেস্টের সিরিজে এত বোলিং করে ফেলেছিলেন, যে নিজেই তিনি প্রায় ৪ মাসের জন্য মাঠের বাইরে চলে যান, ভারতও সেই সি🐓রিজ ৩-১ ফলে হেরে যায় অস্ট্রেলিয়ার কাছে এবং বর্ডার গাভাসকর সিরিজ হাতছাড়া করে।
অস্ট্রেলিয়ায় তুমুল ব্যর্থ হন রোহিত
অস্ট্রেলিয়ার মাটিতে রোহিত শর্মা গিয়ে করেন মাত্র ৩১ রান। তিন টেস্টে তাঁ ব্যাটিং গড় ছিল মাত্র ৬.২০। যা থেকেই সহজে অনুমেয় ঠিক কি কারণে তিনি সিডনিতে খেলেননি, যদিও তিনি জানিয়েছিলেন যে টেস্ট থেকে অবসর নিচ্ছেন না। নিজের ব্যাটিং অর্ডারে পরিবর্তন করেও রোহি💯ত রানে ফিরতে পারেননি। এরপরই বড়সড় প্রশ্ন উঠে গেছিল তাঁর কেরিয়ার নিয়ে। অনেকেই মনে করছিলেন রোহিতকে ইংল্যান্ড সফরে আর নিয়ে যাওয়া হবে না, বুমরাহকেই অধিনায়ꦦক ঘোষণা করা হতে পারে।
রোহিতের হয়ে সওয়াল বিশ্বকাপজয়ীর
এরই মধ্যে ভারত সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফ🦄িতে অপরাজিতভাবে চ্যাম্পিয়ন হয়। রোহিত শর্মা ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হন । আর জসপ্রীত বুমরাহ এখনও মাঠে ফিরতে পারেননি। এত অঙ্কই একসঙ্গে মিলে যাওয়ায় ফের𓆉 ইংল্যান্ড সিরিজে রোহিতের খেলার সম্ভাবনা জোরালো হয়েছে। এরই মধ্যে তাঁকে ইংল্যান্ডে নিয়ে যাওয়ার পরামর্শ দিলেন প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক।
রোহিতের পাশে ক্লার্ক
অস্ট্রেলিয়ার প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক মাইকেল ক্লার্ক সম্প্রতি রেভ স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি যদি নির্বাচক হতাম, তাহলে আমি রোহিত শর্মাকে ইংল্যান্ড সিরিজে নিয়ে যেতাম। ভারতের ভালোর জন্যই রোহিত শর্মার ইংল্যান্ডে যাওয়া উচিত। আর সেখানে ওই অধিনায়কত্ব করা উচিত, আমার আশা ও ইংল্যান্ড সিরিজে রানের মধ্যে ফির༒বে ’।