মহেন্দ্র সিং ধোনির কাছে বয়স যে শুধুই সংখ্যা, সেটা আরও একবার প্রমাণ হয়ে গেল রবিবার। ২০২৫ আইপিএলের তৃতীয় ম্যাচে চিপকে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স মুখোমুখি হয়েছিল। আর নিজেদের প্রথম ম্যাচেই ধোনি চোখে নিমেষে স্টাম্পিং করে সকলকে চমকে দিলেন আরও একবার। এতটাই দ্রুত তিনি স্টাম্পিং করেছেন যে, মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক সূর্যকুমার যাদবও কিছুই বুঝে উঠতে পারেননি।
সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, ধোনি মাত্র ০.১২ সেকেন্ডেই এই স্টাম্পিং করে সূর্যকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দেন। আর এই কারণেইꩲ সূর্যকুমার যাদব বুঝতে পারেননি, তিনি যে স্টাম্প আউট হয়ে গিয়েছেন। ৪৩ বছরের ধোনির এরকম গতি দেখে স্কাইও অবাক হয়ে যান।
আরও পড়ুন: শতরান হাঁকিয়ে নজির ইশানের, করলেন আগ্রাসী সেলিব্রেশন, জব༒াব দিলেন কাকে- আগরকার নাকি নীতা আম𒐪্বানিকে?
ক্রিজ ছেড়ে যাওয়াটা ব্যয়বহুল ছিল
মহেন্দ্র সিং ধোনিকে কেন বিশ্বের সেরা উইকেটকিপার হিℱসেবে বিবেচনা করা হয়, সেটা তিনি প্রতি মুহূর্তে𝔍 বুঝিয়ে চলেছেন। ধোনির গতির কাছে তরুণরাও যেন ফ্যাকাসে হয়ে যান। ধোনি উইকেটের পিছনে থাকা মানে, বিপক্ষের ব্যাটারদের বাড়তি সতর্ক হতে হবে। ক্রিজ ছেড়ে বের হওয়ার মতো ভুল তো করাই উচিত নয়। কিন্তু সূর্যকুমার যাদব ক্রিজ ছেড়ে বের হওয়ার ভুলই করেছিলেন, যার মূল্য তাঁকে আউট হয়ে চোকাতে হয়েছে।
আরও পড়ুন: বলে-ব্যাটে ল্যাজেগোবরে পাকিস্তান, কিউয়িদের ক🐲াছে ১১৫ রানে লজ্জার হার, ৩-১ সিরিজ জয় নিউজিল্যান্ডের
আসলে, ১১তম ওভারে মুম্বইয়ের ইনিংসে গতি আনতে চেয়েছিলেন স্কাই। যে কারণে নুর আহমেদের ওভার♚ের তৃতীয় বলে ক্রিজ থেকে বের হয়ে বড় শট খেলার চেষ্টা করেছিলেন সূর্যকুমার যাদব। তবে স্কাই তাঁর ব্যাট সুইংও ঠিক ভাবে সম্পন্ন করেননি, ততক্ষণে ধোনি চোখের পলকে স্টাম্প উড়িয়ে দেন।
মুম্বইয়ের কোমর ভেঙে দেন নুর আহমেদ
এদিন টস জিতে মুম্বই ইন্ডিয়ান্সকে প্রথম ব্যাট করতে পাঠিয়েছিলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রুতুরাজ 🌟গায়কোয়াড়। শুরুটাই নড়বড়ে করে মুম্বই। নিজেদের ইনিংসের চতুর্থ বলেই শূন্য করে সাজঘরে ফিরে যান রোহিত শর্মা। এর পর বাকিদের হালও ছিল তথৈবচ। চেন্নাইয়ের মন্থর পিচে মূলত সিএসকে স্পিনারদের ফাঁদে পড়েন মুম্বই ব্যাটাররা। নির্দিষ্ট ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৫৫ রান করে এমআই। বিশেষ করে এদিন মুম্বইয়ের কোমর ভেঙে দিয়েছেন নুর আহমেদ। ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে চারটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন তিনি। সূর্যকুমার যাদব ছাড়াও তিলক বর্মা, রবিন মিঞ্জ এবং নমন ধীরকে সাজঘরে ফেরান নুর। তিনি ছাড়𒁏াও খলিল আহমেদ নেন ৩ উইকেট। রবিচন্দ্রন অশ্বিন ও নাথান এলিসও পেয়েছেন একটি করে উইকেট।