রবিবার ২০২৫ আইপিএলের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। সিএসকে-কে ১৫৬ রানের টার্গেট দিয়েছিল মুম্বই। চিপকের মাঠে চেন্নাইয়ের টিমের জন্য এটা খুব বড় রানের লক্ষ্য ছিল না। তবে ২৪ বছর বয়সী কেরলের বোলার বিগ্নেশ পুথুর𝓀 কিন্তু চেন্নাইকে একটা সময়ে বেশ চাপে ফেলে দিয়েছিলেন। তবে শেষমেশ মাত্র পাঁচ বল বাকি থাকতে ৪ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল চেন্নাই সুপার কিংস।
♍এমআই হারলেও, তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের জন্য বিগ্নেশকে ‘সেরা বোলার’-এর পুরস্কার দেওয়া হয়। এই পুরস্কার পাওয়ার পর বিগ্নেশ মুম্বই ইন্ডিয়ান্সের মালিক নীতা আম্বানির পা ছুঁয়ে তাঁকে প্রণাম করেন। আর তাঁকে এমআই-এ খেলার সুযোগ করে দেওয়ার জন্য ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ জানান। সোমবার সোশ্যাল মিডিয়ায় ‘সেরা বোলার’ পুরস্কারের ভিডিয়ো শেয়ার করেছেন মুম্বই ইন্ডিয়ান্স।
আরও পড়ুন: 🅠জাদেজা আর ধোনিকে স্লেজিং করলেন দীপক চাহার, CSK-এর কিংবদন্তিও ছাড়লেন না, পেটালেন ব্যাট দিয়ে- ভিডিয়ো
বিগ্নেশের সঙ্গে সাক্ষাৎ করে বিশেষ পুরস্কার দিলেন নীতা আম্বানি
🀅রবিবার মুম্বই ইন্ডিয়ান্স হারলেও, নীতা আম্বানি পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়নদের ড্রেসিংরুমে আসেন এবং তিনি বিগ্নেশকে নিয়ে উচ্ছ্বসিত ছিলেন। সিএসকে-র বিরুদ্ধে ২৪ বছরের তারকা স্পিনার চিত্তাকর্ষক পারফরম্যান্স করার জন্য, তাঁকে পুরস্কৃত করা হয়। নীতা আম্বানি বলেন, ‘আমাকে প্রথমে পুরস্কার দিতে হবে একজন তরুণ স্পিনারকে, যিনি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে প্রথম বার খেলেছেন, বিগ্নেশ। ভালো করেছেন। খুব ভালো করেছেন।’
বিগ্নেশ কী বললেন?
🌃মুম্বইয়ের শেয়ার করা ভিডিয়োতে বিগ্নেশ বলেছেন, ‘এমআই ফ্র্যাঞ্চাইজি আমাকে ম্যাচ খেলার সুযোগ দিয়েছে। আমি ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ জানাতে চাই। আমি আমার জীবনে কখনও ভাবিনি যে, এই সমস্ত খেলোয়াড়দের সঙ্গে খেলব। আমি খুব খুশি। আপনাকে অনেক ধন্যবাদ, বিশেষ করে আমাদের ক্যাপ্টেন সূর্য ভাই (সূর্যকুমার যাদব) খুব সমর্থন করেছিলেন। আমি মনে করি, সেই কারণেই আমি এতটা চাপ অনুভব করিনি।’ এক ম্যাচের নিষেধাজ্ঞার কারণে চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচে খেলতে পারেননি এমআই-এর নিয়মিত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তাঁর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেন স্কাই।
প্রথম ম্যাচেই নজর কাড়েন বিগ্নেশ
𒊎সিএসকে-র ইনিংসের অষ্টম ওভারে বল করতে এসেছিলেন বিগ্নেশ। সেই ওভারেই তিনি আউট করেন চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়কে। অফ-স্টাম্পের বাইরে গায়কোয়াড়কে একটি ফুল লেন্থ বল করেন বিগ্নেশ, আর সিএসকে অধিনায়ক বড় শট খেলতে গিয়ে সোজা উইল জ্যাকসের হাতে ধরা পড়েন। পরের ওভারে ফেরান শিবম দুবেকে। বিগ্নেশের ফ্লাইট বলে লং-অনে শট মারার চেষ্টা করেছিলেন দুবে। কিন্তু তিলক বর্মার হাতে তিনি ক্যাচ দেন। একই রকম ভাবে দীপক হুডাকেও সাজঘরে ফেরান তরুণ স্পিনার। ডিপ স্কোয়ার লেগে ক্যাচ দেন হুডা। এদিন রোহিত শর্মার জায়গায় ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নেমে, চার ওভার বল করে ৩২ রান দিয়ে ৩ উইকেট তিনি তুলে নেন। মুম্বই হারলেও, ভালো বল করে আলাদা ভাবে নজর কাড়লেন বিগ্নেশ।
৩০ লাখে বিগ্নেশকে কেনে মুম্বই
🌟কেরল প্রিমিয়ার লিগের দল আলেপ্পি রিপল্স দলের হয়ে খেলতেন বিগ্নেশ। আলেপ্পির হয়ে খেলার সময় দু'টি ম্যাচে তিনটি উইকেট নেন। সেই সময় তাঁর ‘চায়নাম্যান’ বোলিং নজর কেড়ে নেয়। ওই প্রতিযোগিতায় হাজির ছিলেন মুম্বইয়ের ‘স্কাউট’রা। তাঁরা বিগ্নেশকে ট্রায়ালের জন্য ডেকে নেন। এর পর মেজেঘষে তাঁকে তৈরি করেন। আইপিএলে মেগা নিলামে বেসপ্রাইস ৩০ লাখ টাকায় বিগ্নেশকে কিনে নেয় মুম্বই ইন্ডিয়ান্স।