ꦆ আইপিএলের 'এল ক্লাসিকো'-র অসংখ্য ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। কোনও কোনও ভিডিয়ো তুমুল ভাইরাল হয়ে গিয়েছে। তারইমধ্যে একটি ভিডিয়ো ভাইরাল হয়ে গেল, যাতে দাবি করা হল যে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বোলিং করার সময় চেন্নাই সুপার কিংস নাকি বল বিকৃতি করছে। আর সেই ঘটনায় চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় এবং পেসার খলিল আহমেদ যুক্ত ছিলেন বলে দাবি করা হচ্ছে। বিষয়টি নিয়ে আপাতত চেন্নাই বা ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তরফে কোনও মন্তব্য না করা হলেও বল বিকৃতির অভিযোগ উড়িয়ে দিয়েছেন নেটিজেনদের একাংশ। চেন্নাইয়ের ফ্যানদের বক্তব্য, সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে। যে ভিডিয়ো ছড়িয়ে পড়েছে, তাতে স্পষ্ট দেখা যাচ্ছে যে খলিলের হাতে নতুন বল আছে। আর নতুন বলে যে সুইং পাওয়া যাবে, সেটা ছেড়ে কেউ বিকৃতি করানোর চেষ্টা করবেন কেন?
সেই ভিডিয়োয় কী কী দেখা যাচ্ছে?
ꩵআর সেই অভিযোগ এবং পালটা যুক্তি দিয়ে যে লড়াই চলছে, সেটার সূত্রপাত হয়েছে একটি ভিডিয়ো নিয়ে। বোলিং শুরুর আগে স্ট্রেচ করছেন চেন্নাইয়ের পেসার খলিল। আর হাতে বল নিয়ে তাঁর দিকে এগিয়ে যাচ্ছেন রুতুরাজ। সেটা থেকে খলিলও এগিয়ে যেতে থাকেন। তারপর ডানহাত দিয়ে খলিলের পেট চাপড়ে দেন রুতুরাজ।
🔥তারইমধ্যে যেদিকের ক্যামেরা থেকে রুতুরাজ এবং খলিলের ভিডিয়ো তোলা হচ্ছিল, তার পিছন দিকে ঘুরেছিলেন তাঁরা। যদিও কোনদিকের ক্যামেরায় তাঁদের ভিডিয়ো তোলা হচ্ছে, সেটা সম্ভবত জানতেন না। আর ক্যামেরার উলটো দিকে যখন তাঁরা ঘুরেছিলেন, সেইসময় দেখা যায় যে পকেটে নিজের বাঁ-হাত দিচ্ছেন খলিল। আর রুতুরাজ কিছু বলছেন। তারপর নিজের ডানহাত দিয়ে রুতুরাজের থেকে বলটা নিচ্ছেন খলিল।়
আরও পড়ুন: ♒IPL 2025 CSK vs MI: ধোনিকে ছক্কা মারতে দিলেন না কেন? ম্যাচ জয়ী ইনিংস খেলেও ‘ভিলেন’ রাচিন রবীন্দ্র!
ꦯচেন্নাইয়ের পেসার যখন বলটা নিচ্ছিলেন, তখন তাঁদের মুখটা ক্যামেরার (যে ক্যামেরা সেইসময় তাঁদের তাক করে ছিল) দিকেই ছিল। ভিডিয়োয় দেখা যায়, বলটা হাতে নেওয়ার পরে নিজের বাঁ-হাত দিয়ে রুতুরাজকে যেন কিছু একটা দেন খলিল। সেটা নিয়ে নিজের পকেটে হাত ঢোকান চেন্নাইয়ের অধিনায়ক। দেখতে থাকেন নিজের পকেটে।
আরও ২ বছরের জন্য CSK-কে ব্যান করা হোক, দাবি নেটিজেনদের
🍬আর সেই ভিডিয়ো দেখেই নেটিজেনদের একাংশ অভিযোগ তুলেছেন যে বল বিকৃতি করা হচ্ছিল। এক নেটিজেন বলেন, ‘দু'বছরের জন্য আইপিএল থেকে নিষিদ্ধ ছিল চেন্নাই সুপার কিংস। আর এবার বল বিকৃতি করছে।’ কেউ-কেউ তো দাবি তোলেন যে আরও দু'বছরের জন্য চেন্নাইকে আইপিএল থেকে ব্যান করে দেওয়া উচিত।
RCB ফ্যানদের অজুহাত, দাবি CSK ফ্যানদের
൲যদিও অনেকেই সেই অভিযোগকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন। তেমনই একজন বলেন, ‘খলিল হাত থেকে আংটিটা খুললেন। রুতু ওঁর হাতে বল দিলেন। রুতুর হাতে নিজের আংটি দিলেন খলিল। আর রুতু নিজের পকেটে সেটা রাখলেন। এটায় বল বিকৃতি কোথায় হল?’ আবার এক নেটিজেন বলেন, ‘নতুন বলে বিকৃতিটা কেন করবে? যাতে কম সুইং হয়? পাঁচদিনের মধ্যে ম্যাচ আছে। তাই এখন থেকে অজুহাত খুঁজছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) ফ্যানরা।’