মহমেডান স্পোর্টিং ক্লাব আনুষ্ঠানিকভাবে প্রধান কোচ আন্দ্রে চেরনিশভের বিদায়ের ঘোষণা করেছে। যা ক্লাবের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি চিহ্নিত করল। এক সরকারি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, বাকি মরশুমের জন্য অন্তর্বর্তীকালীন প্রধান কো🅰চ হিসেবে মেহরাজউদ্দিন ওয়াডুকে নিয়োগ করা হয়েছে।
রুশ 𝓡কৌশলী চেরনিশভের কোচিংয়ের অধীনে মহমেডান স্পোর্টিং ক্লব একটা সময়ে নতুন প্রাণ ফিরে পেয়েছিল। তার নেতৃত্বেই ব্ল্যাক-অ্যান্ড-হোয়াইট ব্রিগেড একাধিক ট্রফি জয় করেছিল, যার মধ্যে রয়েছে টানা দুটি কলকাতা ফুটবল লিগ (CFL) শিরোপা। ২০২১ সালে দলকে দুরন্ত পারফরম্যান্সে ডুরান্ড কাপের ফাইনালে তুলেছিলেন তিনি এবং ২০২১-২২ আই লিগে রানার্স-আপ করিয়েছিলেন দলকে। অবশেষে ২০২৩-২৪ মরশুমে ঐতিহাসিক আইলিগ জয় করে মহমেডান স্পোর্টিংকে বহু প্রতীক্ষিত ইন্ডিয়ান সুপার লিগ (ISL)-এ উত্তীর্ণ করিয়েছিলেন আন্দ্রে চেরনিশভ।
আরও পড়ুন … ISL 2024-2ཧ5: টানা ৫ ম্যাচে হার! এরপরেও দলকে নিয়ে আশার আলো দেখছেন মহমেডান কোচ মেহরাজউদ্দিন ওয়াডু
তার সাফল্য শুধু ট্রফি জয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না। চেরনিশভ মহমেডানের খেলার ধরনেও পরিবর্তন এনেছিলেন। আক্রমণাত্মক ও সৃজনশীল ফুটবল দর্শকদের মুগ্ধ করেছিল, যার ফলে তিনি দ্রুতই সমর্থক🌃দের প্রিয় হয়ে ওঠেন। তার ট্যাকটিকাল দূরদর্শিতা ও পরিকল্পনার জন্য মহমেডান স্পোর্টিং-এর আইএসএল অভিষেক ঘিরে অনেক প্রত্যাশা তৈরি করেছিল।
তবে, আইএসএলে প্রবেশের পর থেকেই মহমেডান স্পোর্টিং চরম ফর্মহীনতায় ভুগতে থাকে। এখন পর্যন্ত তারা লিগে মাত্র দুটি ম্যাচ জিততে সফল হয়েছে। মাঠের ব্যর্থতার পাশাপাশি মাঠের বাইরের বিভিন্ন বিতর্ক পরিস্থিতিকে আরও জট🌠িল ক𓂃রে তোলে। বেতন সংক্রান্ত সমস্যা এবং বিনিয়োগকারী সংস্থা বাঙ্কার হিল ও শ্রাচী স্পোর্টস-এর সঙ্গে শেয়ার হস্তান্তর সংক্রান্ত বিরোধ ক্লাবের অভ্যন্তরে অস্থিরতা বাড়িয়ে তোলে।
আরও পড়ুন … ভিডিয়ো: আসবি নাকি! 🍬হঠাৎ মাঠে শিখর ধাওয়ান💦কে দেখে কেন বললেন রোহিত শর্মা!
এই সংকটের মধ্যেই চেরনিশভ কলকাতা ডার্বির ঠিক আগে ছুটিতে রাশিয়া উড়ে যান এবং সাময়িকভাবে কোচিংয়ের দায়িত্ব ওয়াডুর হাতে তুলে দেন। তখন তিনি আশ্বস্ত করেছিলেন যে, এক সপ্তাহের মধ্যেই🧸 ফিরে আসবেন। তবে, ক্লাবের সঙ🌼্গে আলোচনা শেষে শেষ পর্যন্ত তিনি পারস্পরিক সমঝোতার মাধ্যমে মহমেডান স্পোর্টিং-এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেন আন্দ্রে চেরনিশভ।
আরও পড়ুন … কঠিন চ্যালেঞ্জের সামনে IFA! বাংলার স🐼র্বোচ্চ ফুটবল ꦏসংস্থার বিরুদ্ধে উঠল শর্ত লঙ্ঘনের অভিযোগ
এক যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে মহমেডান স্পোর্টিং ক্লাব ও বিনিয়োগকারী সংস্থা বাঙ্কার হিল ও শ্রাচী স্পোর্টস চেরনিশভের অস𒁃ামান্য অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘বিদায় বলা কখনই সহজ নয়, বিশেষ করে এমন একজনকে, যিনি ক্লাবের জন্য এত কিছু দিয়েছেন। কোচ চেরনিশভ শুধু সাফল্য এনে দেননি, তিনি দলের আত্মপরিচয় গড়ে তুলেছেন, উচ্চাকাঙ্ক্ষা বাড়িয়েছেন এবং মহমেডান পরিবারের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তিনি চিরকাল মহমেডান এসসি-র অংশ হয়ে থাকবেন এবং তার অবদান ক্লাবকে আগামী দিনে অনুপ্রাণিত করবে।’ এখন মেহরাজউদ্দিন ওয়াডুর নেতৃত্বে মহমেডান স্পোর্টিং তাদের বাকি আইএসএল ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।