কলকাতা লিগ নিয়ে যেন কিছুতেই জট কাটতে চাইছে না। বৃহস্পতিবার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হওয়ার কথা ছিল ইস্টবেঙ্গল এফসি এবং ডায়মন্ড হারবার এফসির। এদিনের খেলার পরেই স্পষ্ট হয়ে যেতে পারত কলকাতা লিগ চ্যাম্পিয়ন কারা। কিন্তু মাঠে লাল হলুদ শিবির উপস্থিত থাকলেও, খেলতে আসেনি ডায়মন্ড হারবার। তারা অবশ্য আগেই বিষয়টা জানিয়ে দিয়েছিল। ফলে একটা সময়ের পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। এখন প্রশ্ন, তবে কী কলকাতা লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে ইস্টবেঙ্গলকে?
কিন্তু সব কিছু শেষ হয়ে শেষ হচ্ছে না এখনই। প্রশ্ন রয়েছে একাধিক। আইএফএ -র ভূমিকার প্রতিবাদ জানিয়ে এবার কড়া পদক্ষেপ গ্রহণ করতে চলেছে ডায়মন্ড হারবার এফসি ম্যানেজমেন্ট। ক্লাবের আইনজীবী সঞ্জয় বসু জানিয়েছেন, সঠিক সময় যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। এর থেকেই বোঝা যাচ্ছে ইস্টবেঙ্গলকে এখনই লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করতে পারবে না আইএফএ। এখন দেখার এই নিয়ে দড়ি টানাটানি কতদিন চলে। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে দল নামাতে পারবে না বলে আগেই আইএফএ-কে চিঠি দিয়ে জানিয়েছিল ডায়মন্ড হারবার এফসি🎶। তবে দল নিয়ে হাজির ছিল ইস্টবেঙ্গল। মাঠে নামেন পিভি বিষ্ণু, সায়নরা। প্র্যাক্টিস করেন বেশ কিছুক্ষণ।
ম্যাচ খেলার জন্য লাইনআপ করা হয়। আইএফএ-র পক্ষ থেকে যে টিম লিস্ট দেওয়া হয় সেখানে ডায়মন্ড হারবারের অংশটা ফাঁকা রাখা হয়। মিনিট ৩০ অপেক্ষা করা হয়। পরে ম্যাচ কমিশনার ম্যাচ বাতিল ঘোষণা করা হয়। রেফারি এবং ম্যাচ কমিশনার রিপোর্ট জমা দিয়েছে আইএফএ༒-তে। এবার বিষয়টি নিয়ে আলোচনায় বসা হবে। সেখানেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আইএফএ সচিব অনির্বান দত্ত বলেছেন, ‘খুব তাড়াতাড়ি এই বিষয়ে জানিয়ে দেওয়া হবে।’ কিন্তু সিদ্ধান্তটি জানানো এত সহজ হবে বলে মনে করছেন না বিশেষজ্ঞরা। তবে পয়েন্টের নিরিখে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়ে গেছে। কিন্তু তা ঘোষণা করা বেশ কঠিন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।