Mujeeb Ur Rahman Replaces Injured Allah Ghazanfar: মুম্বই ইন্ডিয়ান্স আইপিএল ২০২৫-এর জন্য আফগানিস্তানের স্পিনার মুজিব উর রহমানকে দলে অন্তর্ভুক্ত করেছে। তিনি আল্লাহ গজনফরের পরিবর্ত হিসাবে MI দলে যোগ দিলেন। এই আফগান তারকাকে ২ কোটি টাকায় চুক্তিবদ্ধ করেছে মুম্বই ইন্ডিয়ান্স। গজনফরকে L4 ভার্টিব্রার ফ্র্যাকচারের কারণে টুর্না🌱মেন্ট থেকে বাদ দেওয়া হয়েছে। অন্তত চার মাস মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। এর ফলে আল্লাহ গজনফর ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলতে পারবেন না।
১৮ বছর বয়সি এই স্পিনারকে মুম্বই ইন্ডিয়ান্স ৪.৮০ কোটি টাকায় দলে নিয়েছিল। তবে আফগানিস্তানের জিম্বাবোয়ে সফরে চোট পান আল্লাহ গজনফর। এর ফলে ফের আইপিএলে ফিরতে চলেছেন ম𒊎ুজিব উর রহমান।
নতুন করে চুক্তিবদ্ধ হওয়া মুজিব গত মরশুমে ইনজুরির কারণে আইপিএল🐲 খেলতে পারেননি। মজার বিষয় হল, গত মরশুমে কলকাতা নাইট রাইডার্স (KKR) স্কোয়াডে মুজিবের বদল🎃ি হিসেবে আল্লাহ গজনফরকেই অন্তর্ভুক্ত করা হয়েছিল।
মুজিব এখন পর্যন্ত আইপিএলে ১৯টি ম্যাচ খেলেছেন এবং সর্বশেষ ২০২১ সালে সানরাইজার্স হায়দরাবাদের (SRH) হয়ে খেলেছিলেন। এর আগে তিনি পঞ্জাব কিংসের (PBKS) হয়ে তিনটি 🤪মরশুম খেলেছিলেন। মাত্র ১৭ বছর বয়সে আইপিএল অভিষেক হওয়া মুজিব আফগানিস্তানের অন্যতম তরুণ প্রতিভা ছিলেন। বল হাতে তিনি দ্রুতই প্রভাব ফেলেন এবং তরুণ বয়সেই আইপিএলে সুযোগ পান।
গজনফরের বদলি হিসেবে মুজিবকে দলে নিল মুম্বই ইন্ডিয়ান্স
আফগানিস্তানের রহস্য স্পিনার মুজিব উর রহমানকে আইপিএল ২০২৫-এর জন্য দলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। তিনি তার স্বদেশি স্পিনার আল্লাহ গজনফরের বদলি হিসেবে রোহিত শর্মাদের স্কোয়াডে যুক্ত হয়েছেন। গজনফর 𓄧২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে আলোচনায় আসেন। তিনি মাত্র ১১টি ওয়ানডেতে ২১টি উইকেট নিয়েছিলেন ১৩.৫৭ গড়ে এবং বিশ্বব্যাপী বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেও অংশ নিয়েছিলেন।
আরও পড়ুন … ভিডিয়ো: আমায় সব জায়গা থেকে ব্লক করে দেওয়া হয়েছে: ছেলের কথা ভেবে আবেগপꦑ্রবণ শꦆিখর ধাওয়ান
গজনফরের প্রথম আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে নিলাম𝓰 যুদ্ধে জিতেছিল মুম্বই। আইপিএল নিলামে ৪.৮০ কোটি টাকায় গজনফরকে কিনেছিল মুম্বই ইন্ডিয়ান্স। এই নিলামে তারা গজনফরের প্রথম আইপিএল 🍬দল কলকাতা নাইট রাইডার্সকে (KKR) পরাজিত করে তাঁকে দলে নিয়েছিল। গত বছর নাইট রাইডার্সে মুজিবের বদলি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিলেন গজনফর। তবে সেই সময় তিনি আইপিএল অভিষেকের সুযোগ পাননি।
মুম্বই ইন্ডিয়ান্স এক বিবৃতিতে জানিয়েছে, ‘মুজিব ছিলেন আফগানিস্তানের অন্যতম তরুণ প্রতিভা। ১৭ বছর বয়সে আইপিএলে অভিষেক হওয়ার পর তিনি বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। তিনি ৩০০টিরও বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এবং প্রায় ৩৩০টি উইকেট নিয়েছেন ৬.৫ ইকোনমি রেটে। মুম্বই ইন্ডিয়ান্স গজনফরের দ্রুত সুস্থতাꦕ কামনা করে এবং মুজিবকে মুম্বই ইন্ডিয়ান্সে স্বাগত জানায়।’
আরও পড়ুন … WPL 2025: কাজে এল না ন্যাট সিভ🎐ার ব্রান্টের ৮০ রানের ইনিংস, রুদ্ধশ্বা꧃স ম্যাচে MI-কে ২ উইকেটে হারাল দিল্লি
গজনফরের ইনজুরির কারণে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিও মিস করবেন
গজনফর ২০২৪ সালে আফগানিস্তানের জিম্বাবোয়ে সফরের সময় পিঠের ইনজুরিতে পড়েন। এর ফলে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেও ছিটকে গিয়েছেন। আফগানিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জান🌠িয়েছে, ‘আফগানিস্তানের তরুণ স্পিনার আল্লাহ গজনফর L4 ভার্টিব্রায় ফ্র্যাকচার পেয়েছেন, বিশেষ করে বাম পার্স ইন্টারআর্টিকুলারিস অংশে। ইনজুরির কারণে তিনি অন্তত চার মাস মাঠের বাইরে থাকবেন এবং চিকিৎসার মধ্যে থাকবেন।’
মুজিবের আইপিএল পারফরম্যান্স
গজনফরের তুলনায় অনেক বেশি অভিজ্ঞ ২৩ বছর বয়꧙সি মুজিব। তিনি ২০২০-২১ সালে একইরকম তরুণ বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে উঠে আসেন।আইপিএলে তিনি সানরাইজার্স হায়দরাবাদ (SRH) ও পঞ্জাব কিংসের (PBKS) হয়ে খেলেছেন। এখন পর্যন্ত ১৯ ম্যাচে ১৯ উইকেট নিয়েছেন ৩১.১৫ গড়ে।