গতবার আইপিএলে গোটা প্রতিযোগিতায় দুর্দꦦান্ত♕ ক্রিকেট খেলে কলকাতা নাইট রাইডার্স চ্য়াম্পিয়ন হয়েছিল। দেখে একবারও মনে হয়নি তাঁদের দল কারোর থেকে পিছিয়ে রয়েছে। ২-১টা ম্যাচে ২০০র ওপর রান চেজ করেছিল প্রতিপক্ষরা, কিন্তু আসল সময়ই স্টার্ক-রানারা জ্বলে উঠেছিলেন। দলকে এনে দেন তৃতীয় আইপিএল ট্রফি, ১০ বছরের ব্যবধানে।
আরও পড়ুন-অ্যাসেজে ১৬-০ হার! দলকে পরামর্শ দিতে এগিয়ে এ🌳লেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক, কোচ হবেন?
১ বছর আগেই আইপিএলের সময় গুয়াহাটিতে যখন কলকাতা নাইট রাইডার্সের খেলা হয়েছিল তখন বেশ কয়েকজন ক্রিকেটারই এসেছিলেন কামাখ্যা মন্দিরে পুজো দিতে। ঈশ্বরের কাছে প্রার্থনা করে🍬 গেছিলেন। ঈশ্বরও তাঁদের আবদার মেনেছেন। কেকেআর আইপিএল চ্যাম্প🐭িয়ন হয়েছে গতবার, তাই ১ বছর পর ফের কামাখ্যায় ফিরলেন নাইট ক্রিকেটাররা।
কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীর, কোচ চন্দ্রকান্ত পণ্ডিত থেকে শুরু করে ক্রিকেটার বরুণ চক্রবর্তীরা গতবার কামাখ্যায় এসে পুজো দিয়ে গেছ🎉িলেন। এবার কেকেআর ফিরল ফের মন্দিরে। এলেন আইপিএলের ট্রফি সঙ্গে করে নিয়েই। ম𓆏া-কে ট্রফি দেখিয়ে গেলেন নাইট রাইডার্স স্টাফরা। আসলে তাঁদের আবদার যে ঈশ্বর শুনেছেন, তাই তাঁকে ধন্যবাদ জানাতে এলেন তাঁরা।
সম্প্রতি কলকাতা 𒅌নাইট রাইডার্সের পক্ষ থেকে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে সোশাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্ট এসেছেন মন্দিরে পুজো দিতে। সঙ্গে তাঁরা ক্যাপশনে লেখেন, ২০২৪র মে মাসে ঈশ্বরের কাছে তাঁরা প্রার্থনা সেড়ে গেছিলেন, আর ফেব্রুয়ারি♚ ২০২৫এ তাঁরা সেখানেই ফিরেছেন মনোবাঞ্চা পুরণ হওয়ায়।
আরও পড়ꦛুন-গম্ভীর-রোহিতদের কোন স্ট্র্যাটেজিতে খ🔯ুঁত খুঁজে পেলেন অশ্বিন? অখুশি নির্বাচকদের সিদ্ধান্তে
𒊎প্রসঙ্গত এবছর ইডেনে উদ্বোধনী ম্যাচ হওয়ার কথা কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে। এবারও শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি নিশ্চয় চাইবে শুরু থেকেই জয়ের মধ্যে থাকতে এবং ট্রফি ডিফেন্ড করতে। তবে গৌতম গম্ভীর না🌜 থাকায় ডোয়েন ব্র্যাভো সেই দায়িত্বে এসে ক্রিকেটারদের সঙ্গে কতটা মিশে জেতে পারেন, সেদিকে নজর থাকবে।