বড়দের মতো দাপট দেখাচ্ছে মোহনবাগানের জুনিয়র দল। AIFF-এর জুনিয়র লিগের ম্যাচে বড় জয় পেল তারা। বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস অ্যাকাডেমির বিরুদ্ধে ১০-১ গোলে জিতল সবুজ মেরুন শিবির। একাই ৫ গোল করলেন রাজদীপ পাল। শুরু থেকেই ম্যাচে দুরন্ত ছন্দে ছিল মোহনবাগান। এই প্রতিযোগিতায় অসাধারণ দাপট দেখাচ্ছে মোহনবাগান। এর আগে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে বড় জয় পায় তারা। লাল-হলুদ বাহিনীকে ৪-২ গোলে পরাজিত করে মোহনবাগান। তারপর মহামেডানের বিরুদ্ধেও বড় ব্যবধানে জয় পেয়েছিল তারা। ৫ গোলে জয় পেয়েছিল রোহিত বর্মণরা। এছাড়াও বেঙ্গল ফুটবল অ্যাকাডেমিকেও ৪ গোল হারিয়েছিল মোহনব💧াগান। এবার সবুজ মেরুন ঝড়ের সামনে উড়ে গেল বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস অ্যাকাডেমি। জুনিয়র লিগে এখনও অপরাজিত মোহনবাগান🧔।
বাঁশবেরিয়ার কিশোর সংঘ মাঠে মুখোমুখি মোহনবাগান এবং বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস অ্যাকাডেমি।সবুজ-মেরুন শিবিরের হয়ে একাই ৫টি গোল করে রাজদীপ পালে। জোড়া গোল করে রোহিত। একটি করে গোল করে ঐশিক রায়চৌধুরী, সুরজ হালদার ও দীপ্র সরকারের। ১৬ মিনিটে মোহনবাগানের হয়ে প্রথম গোলটি করে দীপ্র। তারপর ২৪ ও ৪১ মিনিটে গোল করে সবুজ মেরুন শিবিরকে আর এগিয়ে দেয় রাজদীপ। ৩৪ মিনিটে ൲দলের হয়ে চতুর্থ গোলটি দাগেন রোহিত। ৫৯ মিনিটে হ্যাটট্রিক সম্পন্ন করে রাজদীপ। ৬৮ মিনিটে নিজের চতুর্থ গোল করে সে। শেষ ১০ মিনিটে ঝড় তোলে মোহনবাগান। চারটি গোল করে বিরাট জয় নিশ্চিত করে তারা। বিধাননগর মিউনিসিপালের হয়ে একমাত্র গোলটি করে অয়ন করণ।
AIFF জুনিয়র লিগের চার ম্যাচের চারটিতেই জিতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে মোহনবাগান। তারা এখনও পর্যন্ত গোল করেছে ২৩টি। গোল খেয়েছে মাত্র ৪টি। লিগে এখনও পর্যন্ত ১২টি গোল করেছে রাজদীপ। ইস্টবেঙ্গলের পর মহামেডানের বিরুদ্ধেও হ্যাটট্রিক করেছিল সে। এবার আরও এক কাঠি উপরে। ৫ গোল করে নজির গড়ল সে। শুধু অনূর্ধ্ব-১৫ নয়, অনুর্ধ্ব-১৭ বা রিলায়েন্স ফাউন্ডেশন ডেভলপমেন্ট লিগেও দুরন্ত ফর্মে রয়েছে মোহনবাগান। তাদের ধারের কাছে নেই কেউ। ঠিক য🙈েন বড়দের মতো। আইএসলে দুরন্ত ছন্দে রয়েছেন শুভাশিসরা। লিগ শিল্ড একেবারে পাকা করে ফেলেছে একেবারে। সবকিছু ঠিক থাকলে হয়তো ওড়িশা এফসির বিরুদ্ধে জয়ের পরেই টানা দ্বিতীয়বার আইএসল চ্যাম্পিয়ন হতে পারে মোহনবাগান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।