মোহনবাগানের খুদে ফুটবলাররা মহমেডানকে একতরফা ম্যাচে ১১-🎃০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করল। এআইএফএফ অনূর্ধ্ব-১৩ পর্যায়ের সাব-জুনিয়র লিগে দাপটের সঙ্গে খেলল সবুজ-মেরুন শিবির। এই জয়ের ফলে লিগে দুই ম্যাচ শেষে পূর্ণ ৬ পয়েন্ট সংগ্রহ করল তারা এবং গোল পা🌳র্থক্য দাঁড়াল ১২।
বাঁশবেড়িয়ার কিশোর সংঘের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে মোহনবাগান। ম্যাচের ৩য় মিনিটে প্রথম গোল করেন নীরব রায়। এর ৬ মিনিট পর ফের গোল করেন তিনিই। প্রথম ৩০ মিনিটের মধ্যেই ৬-০ গোলেꦫ এগিয়ে যায় মোহনবাগান। এই পর্যায়ে রাজ মুদির ২টি গোল, কার্তিক হেমব্রম ও সিদু সোরেনও গোল করেন।
আরও পড়ুন …. কামিন্স, স্টার্ক, হেজেলউডের অবর্তমানে Champions Tಌrophy 2025 জিতবে অস্ট্রেলিয়া! ওয়ার্নারের বড় ভবিষ্যদ্বাণী
ম্যাচের ৩৫ থেকে ৪৪ মিনিটের মধ্যে আরও তিনটি গোল করে সবুজ-মেরুন শিবির। এবার গোল করেন সাগ্নিক কুণ্ডু, সৈয়দ বাশির আনোয়ার ও অনুব্রত দাস বাউল। দ্ব🥃িতীয়ার্ধেও গোলবন্যা অব্যাহত রাখে মোহন🍃বাগান। দলের হয়ে অর্চিষ্মান দাস ও জিয়ন হাঁসদা আরও দুটি গোল করেন।
একের পর এক আক্রমণে মহমেডানের রক্ষণদুর্গ একেবারে ভেঙে পড়ে। প্রতিপক্ষের রক্ষণভাগ এক মুহূর্তের জন্যও প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। এই জয়ের ফলে দুই ম্যাচে মোহনবাগানের সংগ্রহ ৬ পয়েন্ট এবং দলটি এখন লিগের শীর্ষস্থান ধরে রেখেছে। এ দিন মহমেডানকে গোলের বন্যায় ভাসিয়ে দিল মোহনবাগানের খুদেরা। ম্যাচের ফলাফল ১১-০। এআইএফএফ অনূর্ধ্ব-১৩ পর্যায়ের সাব-জুনিয়র লিগে এতটাই দাপটের সঙ্গে খেলল সবুজ-মেরুন। গোল করে মোট ৯ জন। আগের ম্যাচে ইস্ট෴বেঙ্গলকে হারানোর পর এবার মিনি ডার্বিতেও জিতল তারা।
আরও পড়ুন …. IND vs ENG 3rd ODI: রোহিত-বাটলারদের হাতে কালো নয় সবুজ ব্যান্ড! সামনে এ💯ল আসল কারণ
আরও পড়ুন … হঠাৎ হটস্ট👍ারে বন্ধ IND vs ENG 3rd ODI ম্যাচ! দর্শকরা𒆙 মনে করালেন ভারতের World Cup 2023 Final হারের স্মৃতি
প্রথম ম্যাচেও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিল মোহনবাগান। সেখানে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সাগ্নিক কুণ্ডুর একমাত্র গোলে জয় পেয়েছিল তারা। অন্য🗹দিকে, লিগের আরেকটি ম্যাচে বিধাননগর মিউনিসিপাল স্পোর𝔍্টস অ্যাকাডেমি ও বেঙ্গল ফুটবল অ্যাকাডেমির মধ্যে খেলা ১-১ গোলে ড্র হয়।
এই দুর♛্দান্ত ফর্ম বজায় রেখে মোহনবাগানের খুদে ফুটবলাররা সামনের ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখতে পারবে কি না, সেটাই এখন দ🍒েখার বিষয়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।