সকলকে কিছুটা চমকে দিয়েই রজত পতিদারকে অধিনায়ক ঘোষণা করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। নতুন দায়িত্ব পেয়েই বিরাট কোহলিকে🍷 নিয়ে উচ্ছ্বাসে ভাসলেন আরসিবির নবনিযুক্ত অধিনায়ক। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে রজত পতিদার দাবি করেন, তিনি বিরাট কোহলির কাছ থেকে নেতৃত্বের দক্ষতা শিখতে চান।
আরও পড়ুন: 🤪বুমরাহের চোটের খবর কী? নিজেই ছবি প্রকাশ্যে আনলেন তারকা পেসার
ꦦ২০২৫ মেগা নিলামের আগে ফ্যাফ ডু'প্লেসিকে ছেড়ে দেওয়া হয়। আর আরসিবি অধিনায়ক হিসাবে ডু'প্লেসির স্থলাভিষিক্ত হন পতিদার। আর এর পরেই তিনি জানিয়ে দেন, কোহলির পদাঙ্ক অনুসরণ করেই এগোতে চান। পতিদার দাবি করেন, ‘আমি খুব বেশি অভিব্যক্তিপূর্ণ নই, কিন্তু আমি ম্যাচের পরিস্থিতি সম্পর্কে সচেতন। তাই আমার মনে হয়, প্লেয়ারদের মোটিভেট করা এবং পাশে থাকা আমার কর্তব্য। এমন একটা পরিবেশ দিতে চাই, যাতে ওরা আত্মবিশ্বাসী হওয়ার পাশাপাশি ফুরফুরে মেজাজে থাকে।’
আরও পড়ুন: ♔গড়, পরিসংখ্যান নিয়ে মাথা ঘামাই না… অক্ষরকে উপরে খেলানোর সাফ জবাব গৌতির
🌺তবে বিরাট কোহলির মতো ক্রিকেটারকে নেতৃত্ব দেওয়াটা তরুণ রজত পতিদারের কাছে কতটা চাপের হবে? আরসিবির নতুন অধিনায়ক অবশ্য মনে করেন, অভিজ্ঞ ড্রেসিংরুম তাঁর নেতৃত্বে সাহায্য করবে। পতিদারের দাবি, ‘আমাদের দলে একাধিক নেতা আছে। ওদের অভিজ্ঞতা এবং উপলব্ধি আমার অধিনায়কত্বে সাহায্য করবে। নেতা এবং একজন ক্রিকেটার হিসাবে এগিয়ে যেতেও সাহায্য করবে। ক্রিকেটের অন্যতম সেরার থেকে শেখার সুযোগ পাব। ওর (কোহলির) চিন্তাধারা এবং অভিজ্ঞতা আমাকে নেতৃত্ব দিতে সাহায্য করবে। ওর সঙ্গে একাধিক ব্যাটিং পার্টনারশিপ আছে আমার। আমি ওকে খুব ভালো ভাবে চিনি। ব্যাট হাতে আরও পার্টনারশিপের অপেক্ষায় রয়েছি।’
আরও পড়ুন: ജকেন বাদ যশস্বী? কীভাবে সুযোগ পেলেন বরুণ? আজব যুক্তি গম্ভীরের
🧜রজত পতিদার জানান, নতুন মরশুমের শুরু থেকেই নেতৃত্ব দেওয়া নিয়ে তাঁর সঙ্গে কথা বলে আরসিবি ম্যানেজমেন্ট। কিন্তু প্রথমে রাজ্য দল মধ্যপ্রদেশের অধিনায়কত্ব করতে চেয়েছিলেন তিনি। গত বছর সৈয়দ মুস্তাক আলি এবং বিজয় হাজারেতে নেতৃত্ব দেন তিনি। কিছুটা সরগর হওয়ার পর আরসিবির অধিনায়ক হওয়ার দায়িত্ব নিতে রাজি হন। পতিদার বলেন, ‘গত বছর আমি এবং মো (বোবাট, RCB-এর ক্রিকেট ডিরেক্টর) এই (অধিনায়কত্ব) সম্পর্কে কথা বলেছিলাম। মো আমাকে জিজ্ঞাসা করেছিলেন, আপনি কি অধিনায়কত্ব করতে আগ্রহী? আমি ওঁকে বলেছিলাম যে, আরসিবি-র অধিনায়কত্ব করার আগে, আমি রাজ্য দলের অধিনায়কত্ব করতে চাই।’
♒তিনি যোগ করেন, ‘সুতরাং, আমি সেখান থেকে একটি ইঙ্গিত পেয়েছিলাম যে, অধিনায়কত্ব পেতে পারি। তাই যখন আমি জানতে পারলাম যে, বিরাট বা আমি অধিনায়কত্ব করতে পারি, তখন আমি খুব খুশি হয়েছিলাম।’