যশস্বী জয়সওয়ালের পরিবর্তে দলে কেন বরুণ চক্রবর্তী। টিম ইন্ডিয়ার প্রধান কোচ গৌতম গম্ভীরের কলকাতা নাইট রাইডার্স প্রীতি নিয়ে ইতিমধ্যে সমালোচনার ঝড় বয়ে চলেছে। গম্ভীর অবশ্য ইংল্যান্ডের বিরুদ্ধে ৩-০ সিরিজ জয়ের পর সাংবাদিক সম্মেলনে এসে ব্যাখ্যা করেছেন, কেন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের ১৫ জনের স্কোয়াডে তরুণ ব্যাটার যশস্বী﷽ জয়সওযꦓ়ালের জায়গায় রহস্যময় স্পিনার বরুণ চক্রবর্তীকে নেওয়া হয়েছে।
মঙ্গলবার রাতে বিসিসিআই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের দলে দু'টি উল্লেখযোগ্য পরিবর্তন করে। প্রথমটি, দলের প্রিমিয়ার পেসার জসপ্রীত বুমরাহ পিঠের নীচের চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন। বুমরাহের বিকল্প হিসাবে সুযোগ পেয়েছেন হর্ষিত রানা। অথচ হাতে মহম্মদ সিরাজের মতো বিকল্প ছিল। দ্বিতীয় পরিবর্তনে জয়সওয়ালের জায়গায় বরুণ চক্রবর্তী। রবীন্দ্র জাদেজা, অক্🍎ষর প্যাটেল, কুলদীপ যাদব এবং ওয়াশিংটন সুন্দরের প🌠াশাপাশি তিনি ভারতের তারকা-খচিত স্কোয়াডের পঞ্চম স্পিনার। প্রাথমিক দলে থাকা যশস্বী জয়সওয়ালকে পাঠিয়ে দেওয়া হয়েছে নন ট্র্যাভেলিং সাবের তালিকায়। স্বাভাবিক ভাবেই শেষ মুহূর্তের দু'টি বদল নিয়ে উঠছে প্রশ্ন।
আরও পড়ুন: রোহিত, গম্ভীরের সিদ্ধান্তকে মান্যতা, ভারতের প্রস্তুতি ম্যাচে না বিস♍িসিআই-এর
গৌতম গম্ভীর দাবি কꦏরেছেন যে, মাঝের ওভারে বরুণ চক্রবর্তীর উইকেট নেওয়ার ক্ষমতাই তাঁকে দলে অন্তর্ভুক্ত করার কারণ ছিল। তিনি বলেছেন, ‘দেখুন, আমরা মাঝের ওভারে উইকেট নিতে পারে, এমন বিকল্প চেয়েছিলাম। আমরা জানি, বরুণ কী করতে পারে এবং এও জানি যে, ও অনেক🍒 দলের জন্যই বড় হুমকি হয়ে উঠতে পারে, যারা ওকে খেলেনি। ও একটি এক্স-ফ্যাক্টরও হতে পারে।’
আরও পড়ুন: এটি বড় দায়িত্💖🎃ব… রজত অধিনায়ক হওয়ার পর মুখ খুললেন কোহলি
তবে বরুণ যে একাদশে থাকবেন, এমন নিশ্চয়তাও দেননি গম্ভীর। তাঁর দাবি, ‘আমি এমনটাও বলছি না যে, বরুণ শুরু করতে চলেছে। তবে একটি শক্তিশালী বোলিং লাইন আপ থাকা সব স♋ময়েই ভালো। কারণ আমরা জানি যে, ও যদি মাঝখানে কিছু উইকেট নিতে পারে, তবে তা আমাদের জন্য বড় সুবিধের হবে। অন্যথায় আমরা জানি যে, যশস্বীর সামনে একটি দুর্দান্ত ভবিষ্যত রয়েছে। কিন্তু আমাদের তো ১৫ জনকেই বাছতে হবে।’
আরও পড়ুন: ‘T20 WC কবে জিতলাম?’ মনেই করতে পারছেন𝓀 না রোহিত, পন্ত, রাহুলরা- ভিডিয়ো
নাগপুরে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের উদ্বোধনী ম্যাচে যশস্বী জয়সওয়াল তাঁর প্রথম ওডিআই ক্যাপ পেয়েছিলেন। প্রথম ইনিংসে একটি চমকপ্রদ ক্যাচ নেওয়ার পর, তরুণ ব্যাটার অবশ্য রান করতে ব্যর্থ হন। ২২ বলে মাত্র ১৫ করে তিনি আউট হয়ে যায়। দ্বিতীয় ওডিআই-তে বিরাট কোহলিকে একাদশে রাখতে যশস্বী জয়সওয়ালকে বাদ দেওয়া হয় এবং বরুণ চক্রবর্তীꦐর ওডিআই অভিষেক হয়। ১০ ওভারের স্পেলে ৫৪ রান দিয়ে ১ উইকেট নেন বরুণ।