ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তালিকাতেই নাম লেখাল ভারতও। কারণ অধিনায়ক রোহিত শর্মা এবং প্রধান কোচ গৌতম গম্ভীর ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অনুশীলন ম্যাচ না খেলার কথা বলেছিলেন। বিসিসিআই-ও অধিনায়ক এবং কোচের কথার সঙ্গেই সহমত হয়েছে। তারাও ভারতের অনুশীলন ম্যাচ না খেলার সিদ্ধান্তেই শিলমোহর দিয়েছে। কারণ টিম ইন্ডিয়া ইতিমধ্যেই ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলছে, যেটি বুধবারই (১২ ফ𝕴েব্রুয়ারি) শেষ হয়েছে। এদিকে ভারতীয় দলের ১৫ ফেব্রুয়ারি দুবাই পৌঁছানোর কথা। তারা তাদের চ্যাম্পিয়ন্স ট্রফির সমস্ত ম্যাচই দুবღাইতে খেলবে।
আরও পড়ুন: এটি বড় দায়িত্ব… রজত অধিনায়ক হওয়ার🥃 পর🅷 মুখ খুললেন কোহলি
এর আগে ভারত বহু বারই গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সিরিজের আগে প্রস্তুতি ম্যাচকে অগ্রাধিকার দেয়নি। এটা নতুন কোনও বিষয় নয়। তবে সাম্প্রতিক স্মৃতিতে এটিই প্রথম বার যে, টিম ইন্ডিয়া কোনও প্রস্তুতি ম্যাচ না খেলেই আইসিসি টুর্নামেন্টে অংশ নিতে চলেছে। টিম ইন্ডিয়া তাদে🦋র ব্যস্ত সময়সূচী সত্ত্বেও, টি-টোয়েন্টি বিশ্বকাপের গত আসরেও বাংলাদেশের বিপক্ষে একটি অনুশীলন🍌 ম্যাচ খেলেছিল এবং সেই ম্যাচটি তারা জিতেওছিল।
রোহিত শর্মার নেতৃত্বাধীন দল অবশ্য ১২ ফেব্রুয়ারি শেষ হওয়া ওডিআই সিরিজে ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে পরাজিত করার পর অন্যতম ফেভারিট দল হিসাবেই এই টুর্নামেন্টে অংশ নেবে। পাশাপাশি ভারত ভেন্যুরও সুবিধা পাবে। তারাই একমাত্র দল, যারা তাদের সমস্ত ম্যাচ 𝓀খেলবে একই ভেন্যুতে💖- দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে।
আরও পড়ুন: ‘T20 WC কবে জিতলাম?’ মনেই করতে পারছেন না রোহিত, প🃏ন্ত, রাহুলরা- ভিডিয়ো
টিম ইন্ডিয়া ২০ ফেব্রুয়ারি থেকে এই টুর্নামেন্𝕴টে অভিযান শুরু করবে। বাংলাদেশের বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচ। তার পরে পাকিস্তান (২৩ মার্চ) এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে (২ মার্চ) ম্যাচ রয়েছে ভারতের।
এদিকে পাকিস্তান টিমও প্🌺রস্তুতি ম্যাচ খেলছে না। তবে তারা নিজেরা না খেললেও, পাকিস্তানের তিনটি ‘এ’ দল (পাকিস্তান শাহিনস) তৈরি করা হয়েছে। তারা আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে। এ ছাড়া, নিউজিল্যান্ড বনাম আফগানিস্🍒তান ম্যাচই অংশগ্রহণকারী দু'টি দেশের একমাত্র প্রস্তুতি ম্যাচ হতে চলেছে। সব প্রস্তুতি ম্যাচ হবে লাহোর, করাচি এবং দুবাইয়ে।
আরও পড়ুন: বাভুমাদের সঙ্গে অভব্যত🔯া, আইসিসি-র শাস꧑্তির কবলে তিন পাক ক্রিকেটার
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচের সূচি:
১৪ ফ🐲⭕েব্রুয়ারি – পাকিস্তান শাহিনস বনাম আফগানিস্তান, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর।
১৬ ফেব্রুয়ারি - নিউজিল্যান্ড বনাম আ♛ফগানিস্তান, ন্যাশনাল স্টেডিয়াম, করাচি।
১৭ ফেব্রুয়ারি –⭕ পা🎀কিস্তান শাহিনস বনাম দক্ষিণ আফ্রিকা, ন্যাশনাল স্টেডিয়াম, করাচি।
১৭ ফেব্রুয়💎ারি – পাকিস্তান শাহিনস বনাম বাংলাদেশ, আইসিসি ক্রিকেট একাডেমি, দুবাই।