টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের কথা বেমালুম ভুলে গিয়েছেন রোহিত শর্মা, ঋষভ পন্ত, কেএল রাহুলরা। রোহিতের ভুলো মনের কথা অবশ্য সকলেরই জানা। তা বলে একেবারে বিশ্বজয়ের ঘটনাই ভুলে যাবেন! তাও তাঁর🐼ই নেতৃত্বে গত বছর টি২০ বিশ্বকাপ জিতেছিল ভারত! কেএল বা পন্তেরই বা হলটা কী? বিষয়টা কী? এমনটা কী করে সম্ভব?
আসলে বিষয়টি পুরোটাই মজার। এটি একটি বিজ্ঞাপনের অংশ। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ড্রিম ইলেভেন (Dream 11) ‘চ্যাম্পিয়ন্স কা গেম’ নামে একটি নতুন বিজ্ঞাপনী প্রচার শুরু করেছে। আর সেখানেই এই বিষয়টি মজা করে তুলে ধরা হয়েছে। রোহিতরা সবটাই মনে রেখেছেন। তাঁরা আসলে নতুন টুর্নামেন্ট শুরুর আগে, পুরনো সাফল্যের কথা মনে রাখতে চান না। সবটা ভুলে নতুন টুর্নামেন্টে নতুন করে ল♔ড়াই শুরু করতে চান।
সেই বিজ্ঞাপনে শুরুতে দেখা গিয়েছে, একটি সাক্ষাৎকার দিচ্ছেন রোহিত, পন্ত এবং রাহুল। সেখানে সঞ্চালক রোহিতদের জিজ্ঞেস করছেন, ‘আবার চ্যাম্পিয়ন হওয়ার সময় এসে গেল তবে?’ তখন রোহিতরা অবাক দৃষ্টিতে সঞ্চালকের দিকে তাকিয়ে! পন্ত বলেন, ‘আবার? এর আগে কবে চ্যাম্পিয়ন হলাম?’ সঞ্চালক চমকে গিয়ে বলেন🌞, ‘এই তো কিছুদিন আগেই বিশ্বকাপ জিতলাম।’ রাহুল, রোহিতদের বলতে শোনা যায়, ‘কবে?’ রোহিতকে আবার বলতে শোনা যায়, ‘আমরা বিশ্বকাপ জিতেছিলাম ১৯৮৩ সালে।’
এর পরেই এন্ট্রি হয় বিরাট কোহলির। তিনি তখন বিষয়টি পরিষ্কার করে দেন।💦 বলেন, ‘সবটা ভুলতে হয়। আবার চ্যাম্পিয়ন হওয়ার জন্যই আমাদের ভুলতে হবে, আমরা চ্যাম্পিয়ন ছিলাম।’ রোহিত তখন বলেন, ‘প্রতিটা ম্যাচই প্রথম ম্যাচ ধরে নিয়ে খেলতে হ♏বে।’ এর মধ্যে দিয়ে রোহিতদের আসল বার্তাটি হল, চ্যাম্পিয়নরা তাঁদের খ্যাতির উপর নির্ভর করেন না। পরিবর্তে, তাঁরা যে কোনও জয়ের পরে নতুন করে শুরু করেন। একটি নতুন প্রচেষ্টা তাদের পরবর্তী সাফল্য এনে দেয়। অতীতের জয়ের স্মৃতি সাফল্য এনে দিতে পারে না।
এদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে বুধবার শেষ হয়েছে একদিনের সিরিজ। ৩-🐻০ ব্যবধানে জিতেছে রোহিত শর্মার দল। এ বার টিম ইন্ডিয়ার পরবর্তী লক্ষ্য চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০১১ সাল থেকে ১২টি একদিনের সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করল ভারতীয় দল। চ্🐼যাম্পিয়ন্স ট্রফির আগে এই সিরিজ ছিল মূলত প্রস্তুতির। সিরিজের তিন ম্যাচেই দাপুটে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। বড় প্রতিযোগিতার আগে নিশ্চিত ভাবে আত্মবিশ্বাস বাড়বে রোহিত শর্মাদের। উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হচ্ছে ১৯ ফেব্রুয়ারি থেকে।