শনিবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচে জিতলে কি এই মরশুমের লিগশিল্ড জিতে নিতে পারবে মোহনবাগান সুপার জায়ান্ট? বুধবার পশ্চিমী ডার্বিতে এফ🅠সি গোয়ার জয়ের পর আর সেই সম্ভাবনা থাকল না। শিল্ড জিততে তাদের বাকি চার ম্যাচে ছয় পয়েন্ট পেতেই হবে। বুধবারের ম্যাচে গোয়া হারলে অবশ্য ছবিটা অন্য হত। সেক্ষেত্রে ব্লাস্টার্সকে হারাতে পারলেই, শিল্ড হাতে তুলে নিত সবুজ-মেরুন ব্রিগেড। কিন্তু গোয়া তাদের ২০ নম্বর ম্যাচে মুম্বই সিটি এফসি-কে হারানোয় আরও অপেক্ষা করতে হবে গত বারের শিল্ড চ্যাম্পিয়নদের।
আরও পড়ুন: বুমরাহের চোটের খবর কী? নিজেই ছবি প্রকাশ্য🤡ে আনলেন তারকা পেসার
চলতি আইএসএলের পয়েন্ট টেবলে ২০ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে মোহনবাগান। ২০ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দু'নম্বরে এফসি গোয়া। শেষ চার ম্যাচ জিতলে গোয়ার দল ৫১ পয়েন্ট পর্যন্ত পৌঁছতে পারবে। সেখানে পরের দু'টি ম্যাচ জিতলেই সবুজ মেরুনের পয়েন্ট দাঁড়াবে ৫২। অবশ্য ৫১ পয়েন্টে পৌঁছলেই লিগ শিল্ড জিতে🦋 যাবে জোসে মোলিনা ব্রিগেড। কারণ হেড টু হেডে এগিয়ে কলকাতার প্রধান।
আরও পড়ুন: গড়, পরিস🐓ংখ্যান নিয়ে মাথা ঘা꧋মাই না… অক্ষরকে উপরে খেলানোর সাফ জবাব গৌতির
তবে এত অঙ্ক কষে এগোতে চান না জোসে মোলিনা। মরশুমের প্রথম থেকেই বলে আসছেন ম্যাচ প্রতি ভাবতে চান। লিগ শিল্ড জয়ের দোরগোড়ায় এসেও মুখে একই বুলি। কোচি যাওযꦫ়ার আগে জানিয়ে দিলেন, তাঁর ভাবনায় শুধুই কেরল ম্যাচ। মোলিনা বলেন, ‘আমার ভাবনায় শুধুই কেরল ম্যাচ। কোচিতে আমাদে🌺র জিততে হবে। ম্যাজিক সংখ্যা কত জানি না। তবে কোচিতে জিতলে আমরা সেই জায়গায় পৌঁছতে পারব। অ্যাওয়ে ম্যাচ থেকে তিন পয়েন্ট ছাড়া কিছু ভাবছিই না।’
আরও পড়ুন: কেন বাদ যশস্বী? কꦜী🍷ভাবে সুযোগ পেলেন বরুণ? আজব যুক্তি গম্ভীরের
দলে চোট-আঘাতের সমস্যা রয়েছে। তার উপর মাঝে দশ দিনের বিরতি। কোচিতে কেরলকে হারানো সহজ নয়। আবহাওয়া এবং পরিবেশ আলাদা। সমর্থকে ঠাসা থাকে স্টেডিয়াম। ছন্দপত♓নের কি আশঙ্কা আছে? স্বভাবতই সাবধানী মোলিনা। বলেও দিলেন, ‘প্রত্যেক ম্যাচ আলাদা। পরিস্থিতি এবং পরিবেশও ভিন্ন। তবে দল তৈরি। আমাদের সেরাটা দিতে হবে। জিতে ফিরতেই হবে। সব ম্যাচ গুরুত্বপূর্ণ। আমরা শিল্ড জিততে চাই। ওরা প্লে অফে যেতে চায়। তাই ম্যাচটা যথেষ্ট কঠিন হবে।’
শেষ ল্যাপে মনোযোগ ধরে রাখা যে কঠিন, মেনে নিলেন বাগান কোচ। তবে কড়া বার্তা দিলেন ফুটবলারদের উদ্দেশে। মোলিনা বলেন, ‘আমাদের মনোসংযোগ ধরে রাখতে হবে। এই মুহূর্তে আরও মনোযোগী হওয়া দরকার। ওখানে গিয়ে তিন পয়েন্ট পেতে হবে। তবেই আমরা লিগ♊ শিল্ডের দিকে একধাপ এগোব। এটা রিল্যাক্স করার সময় না। আগের থেকেও বেশি লড়াই করতে হবে।’