🌸 বিরাট কোহলি দায়িত্ব ছাড়ার পরে আরসিবিকে আইপিএলে নেতৃত্ব দেন ফ্যাফ ডু'প্লেসি। তবে প্রোটিয়া তারকাকে ২০২৫ আইপিএলের জন্য ধরে রাখেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ডু'প্লেসিকে মেগা নিলাম থেকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস।
🌌স্বাভাবিকভাবেই আইপিএল ২০২৫-এর আগে নতুন ক্যাপ্টেন খুঁজে নিতে হতো আরসিবিকে। সেই মতো বৃহস্পতিবার নতুন ক্যাপ্টেনের নাম জানিয়ে দেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। নতুন মরশুমের জন্য তারা ক্যাপ্টেন নিযুক্ত করে রজত পতিদারকে।
🍷আইপিএলের ইতিহাসে আরসিবির ৮ নম্বর ক্যাপ্টেন নিযুক্ত হলেন রজত। তাঁর আগে আরসিবিকে আইপিএলে নেতৃত্ব দিয়েছেন রাহুল দ্রাবিড়, কেভিন পিটারসেন, অনিল কুম্বলে, ড্যানিয়েল ভেত্তোরি, বিরাট কোহলি, শেন ওয়াটসন ও ফ্যাফ ডু'প্লেসি।
👍আরও পড়ুন:- RCB-র ৮ নম্বর ক্যাপ্টেন হলেন পতিদার, বেঙ্গালুরুকে আর কারা নেতৃত্ব দিয়েছেন?
꧒রজত পতিদার আইপিএলে এই প্রথমবার নেতৃত্ব দেবেন। তবে ঘরোয়া ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার পর্যাপ্ত অভিজ্ঞতা রয়েছে তাঁর। রাজ্যদল মধ্যপ্রদেশকে সাফল্যের সঙ্গে নেতৃত্ব দেন তিনি। আরসিবি কোচ অ্যান্ডি ফ্লাওয়ার স্পষ্ট জানান যে, তাঁরা সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মধ্যপ্রদেশের ক্যাপ্টেন হিসেবে রজত পাতিদারের পারফর্ম্যান্সের দিকে নজর রেখেছিলেন। রজত ঘরোয়া ক্রিকেটে ক্যাপ্টেন্সি করেই বুঝিয়ে দিয়েছেন যে, বড় মঞ্চে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত তিনি।
♔রজত অবশ্য জানিয়ে দিলেন যে, তাঁকে আরসিবির ক্যাপ্টেন করা হতে পারে, গত মরশুমের শেষেই সেই ইঙ্গিত পেয়েছিলেন। আরসিবি ম্যানেজমেন্টের তরফে রজতের কাছে জানতে চাওয়া হয়েছিল যে, তিনি ক্যাপ্টেন্সি করতে ইচ্ছুক কিনা। তবে রজত তখন জানিয়েছিলেন যে, আগে রাজ্যদলের হয়ে ক্যাপ্টেন্সি করতে চান, তার পরেই আরসিবির দায়িত্ব নেবেন।
রজত পতিদারের আইপিএল কেরিয়ার
𒈔রজত পতিদার এখনও পর্যন্ত আইপিএলের ২৭টি ম্যাচে মাঠে নেমেছেন। তিনি ৩৪.৭৪ গড়ে ৭৯৯ রান সংগ্রহ করেছেন। ১৫৮.৮৫ স্ট্রাইক-রেটে রান সংগ্রহ করেছেন রজত। তিনি ইন্ডিয়ান প্রিমিয়র লিগে সেঞ্চুরি করেছেন ১টি ও হাফ-সেঞ্চুরি করেছেন ৭টি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ১১২ রানের। উল্লেখ্য, রজত পতিদার ভারতের হয়ে ৩টি টেস্ট ও ১টি ওয়ান ডে ম্য়াচে মাঠে নেমেছেন।
😼আরও পড়ুন:- IND vs ENG: আবির্ভাবেই চমক রানার, ৩ ম্যাচের ODI সিরিজে সব থেকে বেশি উইকেট কাদের?
আইপিএল ২০২৫-এর জন্য আরসিবির স্কোয়াড
🐼বিরাট কোহলি, রজত পতিদার (ক্যাপ্টেন), ফিল সল্ট, জিতেশ শর্মা, দেবদূত পাডিক্কাল, স্বস্তিক চিকারা, লিয়াম লিভিংস্টোন, ক্রুণাল পান্ডিয়া, স্বপ্নিল সিং, টিম ডেভিড, রোমারিও শেফার্ড, মনোজ ভান্দাগে, জেকব বেথেল, জোশ হেজেলউড, রসিখ দার, সুয়াশ শর্মা, ভুবনেশ্বর কুমার, নুয়ান তুষারা, লুঙ্গি এনগিদি, অভিননন্দন সিং, মোহিত রাঠী ও যশ দয়াল।