Viral News: ༒অফিসযাত্রী মানেই ঘড়ির কাঁটায় কাঁটায় ছুটতে হয় তাঁদের। রোজ নির্দিষ্ট সময় বাড়ি থেকে বেরোলে তবেই অফিসে লেট হওয়ার ভয় থাকে না। আর অফিস যেতে যাদের গণপরিবহণে চড়তে হয়, তাদের তো কথাই নেই। ট্রেন বা বাস না মিস হয়ে গেলেই বিপদে পড়তে হয়। তেমনই পরিস্থিতি এই তরুণীর। মালয়েশিয়ার এয়ার এশিয়ার কর্মরত তরুণী রোজ অফিস করতে ৪০০ কিলোমিটার দূরে পাড়ি দেন। কলকাতা থেকে দিনাজপুর বা রাঁচির যতটা দূরত্ব ঠিক ততটা রোজ পাড়ি দিতে হয়। এবং ফিরতেও হয় দিনের শেষে। আর এই যাতায়াতের জন্য তিনি ব্যবহার করেন একটি বিমান। সম্প্রতি সেই কথাই প্রকাশ্যে এক ভিডিয়োতে জানিয়েছেন ভারতীয় বংশোদ্ভুত রাচেল কৌর।
আরও পড়ুন - 🅠যেমন ইচ্ছে চুুমু খেলেই হয় না! এটিকেটও মেনে কিস করলে অটুট হবে না ইমপ্রেশন
কী করেন রাচেল?
🍎রাচেল পেশায় এয়ার এশিয়ার একজন কর্মী। তাঁকে রোজ সকালে ৫ টা ৫৫ মিনিটের ফ্লাইটে পেনাং থেকে সেপাং যেতে হয়। সকাল ৭ টা ৪৫ মিনিটের মধ্যে তিনি অফিস ঢুকে যান। আবার কাজ শেষে ফেরার ফ্লাইট ধরেন বিকেলে। সাড়ে সাতটার মধ্যে বাড়ি ঢুকে যান। ৪০০ কিমি পেরোতে ৩০-৪০ মিনিট সময় লাগে তাঁর। বিমানকর্মী বলে খরচ কিছুটা কম হয় তাঁর।
কেন বিমানে যাতায়াত করেন?
🌺তরুণী জানিয়েছেন তাঁর অফিস কুয়ালালামপুরে। কিন্তু বাড়ি থেকে দূরে তাঁর পক্ষে থাকা সম্ভব নয়। কারণ তিনি দুই সন্তানের মা। তাঁর এক সন্তানের বয়স ১২ বছর। অন্যজন ১১ বছর। তাই বাড়ি থেকেই যাতায়াত করেন রাচেল। কিন্তু ৪০০ কিলোমিটার তো আর মুখের কথা নয়। সাধারণত, এত দূরে অফিস পৌঁছাতে ট্রেনেও বেশ অনেকটা সময় লেগে যায়। তাই অগত্যা বিমানের সাহায্য নেন রাচেল।
আরও পড়ুন - 🅷প্রিয়জনের কোথায় চুমু খেলে গভীর হয় সম্পর্ক? চুম্বনের কায়দাই ঠিক করে দেয় অনেককিছু
বিমান যাতায়াতে কত খরচ?
ꦺসাধারণত এত দূরে অফিস থাকলে অনেকেই অফিসের কাছাকাছি কোথাও এক স্থানে বাড়ি ভাড়া করে থাকেন। কিন্তু রাচেল তা করেন না। এর কারণ হিসেবে তিনি একদিকে যেমন জানিয়েছেন তার সন্তানের প্রসঙ্গ, অন্যদিকে জানিয়েছেন বাড়িভাড়ার বিষয়টি। রাচেল কৌরের কথায়, কুয়ালালামপুরে বাড়ি ভাড়া করে থাকতে হলে তাঁকে ২৪ হাজার টাকা খরচ করতে হবে। সেখানে তিনি বিমানকর্মী হওয়ায় কিছু ছাড় পান বিমানভাড়ায়। দুই বেলা যাতায়াত করে মাসে ৩০ দিনে তার মোট খরচ পড়ে ১৯ হাজার টাকা। এই কারণেই তিনি এই উপায়টি বেছে নিয়েছেন। রাচেল জানাচ্ছেন, মাঝে মধ্যে ফ্লাইটের টিকিট পেতে কিছুটা অসুবিধা হয়। কিন্তু আজ পর্যন্ত কোনওদিন ফ্লাইট মিস হয়নি তাঁর।