💜 ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের প্রেম ছিল বলিপাড়ায়। তারপর হঠাৎই একদিন চুপিচুপি এই বিদেশি সুন্দরীকেই বিয়ে করেন নেন ভিকি কৌশল। তাঁদের সংসারের বয়স বছর তিনেক। তবে মাত্র ৩ বছরের দাম্পত্যেই নাকি ক্যাটরিনা পুরোদস্তুর সংসার হয়ে উঠেছেন, অন্তত ভিকি তো তেমনটাই বলেন।
𝓀মাঝে মধ্যেই একে অপরের সঙ্গে ভালোবাসায় পূর্ণ ছবি ও ভিডিয়ো পোস্ট করেন তাঁরা ভিকি-ক্যাটরিনা। সম্প্রতি ক্যাটরিনার ইনস্টাগ্রামের পাতায় উঠে এল একটা মজার ভিডিয়ো। যেখানে শুদ্ধ হিন্দিতে বউ ক্যাটরিনার বর্ণনা দিতে শোনা যায় ভিকিকে।
💫ক্য়াটের পোস্ট করা ভিডিয়োতে ভিকিকে একটা কালো পোশাক পরে কাটের চেয়ারে বসে থাকতে দেখা যাচ্ছে। ক্যাটরিনা ঠিক কেমন তার বর্ণনায় ভিকি হেসে বলছেন ‘বিচিত্রা কিন্টু সত্য প্রাণ হ্যায় আপ’। অর্থাৎ ভিকির বর্ণনা অনুসারে ক্যাট একজন অদ্ভুত কিন্তু সৎ প্রাণী। ভিডিয়োর ক্যাপশানে অভিনেত্রী লিখেছেন, ‘মাই ডিয়ার হাবিজ ডেসক্রিপশন অফ মি’ অর্থাৎ 'দেখুন আমার স্বামী, আমার সম্পর্কে কী বলেন…'।
🍰যদিও ভিডিয়োটি দেখলেই বোঝা যায় এটি সম্পূর্ণই মজা করেই বানানো। ক্য়াটরিনার পোস্ট করা এই মজাদার ভিডিয়োর নিচে কমেন্ট করেছেন অনেকেই। একজন লিখেছেন, ‘এদের দেখে আমি অনুভব করি, প্রতিটি মানুষেরই নিজেদের থেকে আলাদা ব্যক্তিত্বের মানুষকেই বিয়ে করা উচিত।’ কারোর মন্তব্য ভিকি সবসময়ই এভাবেই ক্যাটরিনার প্রশংসা করেন। প্রতিটি মেয়েরই ভিকির মতো স্বামী প্রয়োজন।' কারোর কথায়, ‘ওদের দেখলেই বোঝা যায়, সুখী দাম্পত্য ওদের।’ কেউ লিখেছেন, ‘এমনই একটা স্বামী চাই…’।
⛎প্রসঙ্গত, বিয়ের পর ক্যাটরিনার সঙ্গে সুখের দম্পত্য উপভোগের পাশাপাশি চুটিয়ে কাজও করছেন ভিকি। এই মুহূর্তে তিনি তাঁর আগামী ছবি ‘ছাবা’ প্রচারে ব্যস্ত। যেটি কিনা ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইনস ডে-তে মুক্তি পাবে। অন্যদিকে ভিকির সঙ্গে বিয়ের পর তুলনামূলক কাজ কমিয়ে দিয়েছেন ক্যাট। মূলত সংসারেই মন দিয়েছেন তিনি।