করাচিতে বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রেকর্ড রান তাড়া করে জেতার পরে আইসিসির আচরণবিধি লঙ্ঘনের জন্য জরিমানার কবলে পড়তে হল পাকিস্তানের তিন ক্রিকেটারকে। এই তিন ক্রিকেটারের মধ্যে রয়েছেন শাহিন শাহ আফ্রিদিও। এছাড়া সাউদ শাকিল এবং কামরান গুলামকে💫 শাস্তির কবলে পড়তে হয়েছে। আইসিসির কোড অব কন্ডাক্টের লেভেল-১ লঙ্ঘন করেছেন আফ্রিদি, শাকিল এবং কামরান গুলাম। জরিমানার পাশাপাশি তাঁদেরকে একটি করে ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে।
♒করাচিতে বুধবার ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হয় পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা। ম্যাচের ২৮তম ওভারে প্রোটিয়া ব্যাটার ম্যাথু ব্রিটজকের রান নেওয়ার পথে ইচ্ছাকৃত ভাবে বাধা হয়ে দাঁড়ান শাহিন শাহ আফ্রিদি। এর পরে দু'জনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের পাশাপাশি কিছুটা শারীরিক সংঘর্ষও হয়। যে কারণে তারকা পাক পেসারকে আচরণবিধির ২.১২ ধারা লঙ্ঘনের জন্য ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। আন্তর্জাতিক ম্যাচে কোনও খেলোয়াড়, সাপোর্ট স্টাফ, আম্পায়ার, ম্যাচ রেফারি, অথবা অন্য কোনও ব্যক্তির (দর্শকসহ) সঙ্গে অনুপযুক্ত শারীরিক সংঘর্ষ হলে এই ধারা লঙ্ঘন করা হয়।
আরও পড়ুন: 𒆙‘T20 WC কবে জিতলাম?’ মনেই করতে পারছেন না রোহিত, পন্ত, রাহুলরা- ভিডিয়ো
🌳অন্য ঘটনায় আবার সাউদ শাকিল এবং বদলি ফিল্ডার হিসেবে মাঠে নামা কামরান গুলামকে ম্যাচ ফি'র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। ২৯তম ওভারে প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা রানআউট হওয়ার পর দু'জনেই তাঁর খুব কাছে গিয়ে আগ্রাসী উদযাপনে মেতেছিলেন। ফলে শাকিল-কামরান উভয়ই আচরণবিধির ২.৫ ধারায় নিয়ম ভঙ্গ করেছেন বলে উল্লেখ করেছে আইসিসি। যেখানে বলা হয়েছে, আন্তর্জাতিক ম্যাচে কোনও ব্যাটার আউট হওয়ার পর তাঁকে উদ্দেশ্য করে অপমানজনক ভাষা, কাজ বা অঙ্গভঙ্গি ব্যবহার করা বা আক্রমণাত্মক প্রতিক্রিয়া দেখালে এই ধারা ভঙ্গ হয়।
আরও পড়ুন: 🔥এটি বড় দায়িত্ব… রজত অধিনায়ক হওয়ার পর মুখ খুললেন কোহলি
🥃কেবল জরিমানাই নয়, তিন পাক ক্রিকেটারকেই একটি করে ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি। গত ২৪ মাসে তাঁদের কারও কোনও অপরাধের রেকর্ড নেই। এ ছাড়া শাহিন-কামরান-শাকিল আইসিসির দেওয়া শাস্তি মেনে নেওয়ায় শুনানির কোনও প্রয়োজন পড়েনি।
ꦫবুধবার প্রোটিয়াদের বিরুদ্ধে পাকিস্তান সফল ভাবে তাদের সর্বোচ্চ আন্তর্জাতিক রান তাড়া করে জয় ছিনিয়ে নিয়ে রেকর্ড করেছে। রান তাড়া করতে নেমে পাকিস্তান ৪ উইকেট হারিয়ে সফল ভাবে ৩৫৫ করে ম্যাচ পকেটে পুড়ে ফেলে। শুক্রবার ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে পাক ব্রিগেড। এবং এই সিরিজ জিতে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিটা ভালো ভাবে সেরে ফেলতে চাইছেন বাবর আজমরা।