ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর মনে করেন যে, শুধুমাত্র তথ্য এবং পরিসংখ্যানের মাধ্যমে ব্যা𒊎টিং অর্ডার নির্ধারণ করা মোটেও যুক্তিসঙ্গত নয়। তাঁর মতে, ব্যাটিং অর্ডার নির্ধারণ করতে হলে, একটি নির্দিষ্ট অবস্থানে একজন খেলোয়াড় কতটা প্রভাব ফেলতে পারছেন, সেটির উপরেই নির্ভর করে ব্যাটিং অর্ডার ঠিক করা উচিত।
সাম্প্রতিক সময়ে ভারতের ব্যাটিং লাইনআপের টপ অর্ডারে ডানহাতি ব্যাটসম্যানদের আধিপত্য ভাঙতে, বাঁহাতিদের ফ্লোটার ব্যাটারদের উপরে পাঠানোর প্রবণতা দেখা যাচ্ছে। প্রধান কোচ গৌতম গম্ভীরের অধীনে ভারত গত জুলাইয়ে শ্রীলঙ্কায় ওয়ানডে-তে তাদের যাত্রা শুরু করে দুই নম্বরে একজন ফ্লোটার ব্যাটসম্যানকে নামিয়ে। তিনটি ওয়ানডেতে ওয়াশিংটন সুন্দর, শিবম দুবে এবং ঋষভ পন্ত প্রত্যেকেই সেই অবস্থানে খেলার সুযোগ পান, যেখানে নিয়মিত চার নম্বরে খেলা শ্রেয়স আইয়ারকে ব্যাটিং লাইন আপের নীচের দিকে নামানো হয়। গতানুগতিক ধারা ভাঙার তাগিদে দুবের শূন্য রানে আউট হওয়ার পর অক্ষর প্যাটেল দ্বিতীয় ম্যাচে পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন।
আরও পড়ুন: কেন বাদ যশস্বী?💖 কীভাবে সুযোগ পেলেন বরুণ? আজব যুক্তি গম্ജভীরের
ছয় মাসেরও বেশি সময় পরে, ইংল্যান্ডের বিপ♔ক্ষে প্রথম দু'টি ওয়ানডে-তে অক্ষর ধরে রাখেন তার পাঁচ নম্বর অবস্থান, যে কারণে বিশেষজ্ঞ ব্যাটার হয়েও🔜 লোকেশ রাহুলকে নামতে হয় অক্ষরের পরে। সিরিজ জয়ের পর এই কৌশল সম্পর্কে জানতে চাইলে গম্ভীর বলেন, ‘ক্রিকেট এভাবেই খেলা উচিত।’ ইংল্যান্ডের বিরুদ্ধে ৩-০ সিরিজ জয়ের পর গম্ভীর দাবি করেছেন, ‘আমরা গড় পরিসংখ্যান এবং সেই সমস্ত বিষয় নিয়ে মাথা ঘামাই না। আমরা দেখি, কে কোনও পজিশনে কেমন খেলছে। অক্ষর দুর্দান্ত ভাবে ভালো করেছে। দুই ম্যাচে ও সুযোগ পেয়েছে এবং ভালো খেলেছে।’ প্রসঙ্গত, প্রথম দুই ওয়ানডেতে অক্ষর ৫২ এবং অপরাজিত ৪১ রান করেন।
আরও পড়ুন: রোহিত, গ꧅ম্ভীরের সিদ্ধান্তকে মান্যতা, ভারতের প্রস্তুতি ম্যাচে না বিসিসিআই-এর
তিনি আরও বলেছেন, ‘আমি জানি অনেকে এই নিয়ে অনেক কথাই বলে। কিন্তু আমাদের এভাবেই খেলা উচিত এবং ক্রিকেট এভাবেই খেলা উচিত। এটা ব্যাটিং অর্ডারের বিষয় নয়। এখানে কে কতটা প্রভাব ফেলতে পারে 🦂তার উপর সব🦩টা নির্বর করবে। এবং... যদি আপনার মাঝখানে একজন মানসম্পন্ন বাঁহাতি ব্যাটসম্যানকে রাখার বিকল্প থাকে, তাহলে আপনি কেন তা করবেন না? কেন আপনি টপ ফাইভে শুধুই ডানহাতি হিসাবে রাখতে চাইবেন?’
আরও পড়ুন: বাভুমাদের সঙ্গে অভব্যতা, আইসি🐻সি-র শাস্তির কবলে তিন পাক ক্রিক🧸েটার
১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির জন্য ভারত ওডিআই সিরিজে ইংল্যান্ডকে ৩-০ হোয়াইটওয়াশ করেছে। চ্যাম্পিয়ন🍸্স ট্রফি খেলতে ভারতীয় দলের ১৫ ফেব্রুয়ারি দুবাই পৌঁছানোর কথা। তারা তাদের চ্যাম্পিয়ন্স ট্রফির সমস্ত ম্যাচই দুবাইতে খেলবে। টিম ইন্ডিয়া ২০ ফেব্রুয়ারি থেকে এই টুর্নামেন্টে তাদের অভিযান শুরু করবে। বাংলাদেশের বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচ। তার পরে পাকিস্তান (২৩ মার্চ) এবং নিউজিল্যান🐭্ডের বিরুদ্ধে (২ মার্চ) ম্যাচ রয়েছে ভারতের।