চ☂লতি সপ্তাহে আমেরিকায় পা রেখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর খানিক পরই তাঁর সঙ্গে মুখোমুখি হতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, এই পরিস্থিতিতে চলতি সপ্তাহেই আরও ২ বিমান, আমেরিকা থেকে প্রত্যর্পণ হওয়া ভারতীয়দের নিয়ে ভারতে আসছে বলে খবর। প্রসঙ্গত, এর আগে, গত সপ্ꦺতাহেই হাতে পায়ে শিকল বেঁধে ১০৪ জন ভারতীয়কে ভারতের মাটিতে পৌঁছে দেয় মার্কিন সেনার বিমান। এই ভারতীয়দের বিরুদ্ধে আমেরিকায় অবৈধ অভিবাসনের অভিযোগ রয়েছে।
জানা গিয়েছে, চলতি সপ্তাহের শনিবার ভারতের মাটিতে ফের নামবে প্রত্যর্পণ হওয়া ভারতীয়দের নিয়ে মার্কিন বিমান। সূত্রের খবর,ꦗ অমৃতসরে এই বিমানের অবতরণের কথা। একটি নয়। দুটি বিমানে ভারতীয়দের আনা হবে।🌞 এর আগে, ১০৪ ভারতীয়কে এই দীর্ঘ সফরে হাতে পায়ে শিকল বেঁধে আনার ছবি প্রকাশ করে আমেরিকা। যে ঘটনার তীব্র প্রতিবাদ দেখা যায় বিরোধীদলগুলির তরফে। বিরোধীদের চাপের মুখে সংসদে মুখ খোলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। সংসদে তিনি জানান, আমেরিকা থেকে প্রত্যর্পণ নতুন কিছু নয়। ২০০৯ থেকে হচ্ছে। জয়শংকর বলেন,'যদি কোনও নাগরিক বিদেশে অবৈধভাবে বসবাস করছে বলে প্রমাণিত হয়, তাহলে তাদের ফিরিয়ে নেওয়া সকল দেশের বাধ্যবাধকতা।'
এদিকে, পঞ্জাবের অর্থমন্ত্রী হরপাল চিমা বলছেন, অমৃতসরে এই বিমান অবতরণের উদ্দেশ্য হল, বারবার এই রাজ্যের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা। তিনি, কেন্দ্রের এনডিএ সরকারের দিকে তোপ দেগে বলেন,' কেন হরিয়ানা বা গুজরাটে হচ্ছে না? বিজেপি চেষ্টা করছে পঞ্জাবের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে। এই বিমানের উচিত আমদাবাদে নামা।' উল্লেখ্য, আর কিছুক্ষণের🌜 মধ্যেই মোদী-ট্রাম্প হাইভোল্টেজ বৈঠক শুরু হতে চলেছে। সেখানে প্রত্যর্পণ ইস্যু আলোচনায় উঠে আসবে বলে মনে করা হচ্ছে। সেই জায়গা থেকে এই প্রত্যর্পণ সংক্রান্ত খবর প্রকাশ্যে আসে। এদিকে, সদ্য গত সপ্তাহে যেভাবে আমেরিকা থেকে অবৈধ অভিবাসী ভারতীয়দের শিকল বেঁধে ৪০ ঘণ্টার বিমান সফরে আমেরিকা থেকে ভারতে পাঠানো হয়, তারপর প্রত্যর্রণ ইসꦍ্যুতে মোদী-ট্রাম্প বৈঠকে কী উঠে আসে, তার দিকে তাকিয়ে কূটনৈতিক মহল।