সম্প্রতি ইতিউতি কান পাতলে শোনা যাচ্ছিল, বিজেপি তথা এনডিএ-র সঙ্গে নাকি 'সম্পর্কের টানাপোড়েন' চলছে নীতীশ কুমার ও তাঁর দল জেডি(ইউ)-এ♌র! কিন্তু, এবারের 'বিহারবান্ধব' কেন্দ্রীয় বাজেট ঘোষণা ও দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির অভূতপূর্ব সাফল্যের পরই ফের একবার তাৎপর্যপূর্ণভাবে গেরুয়া শিবিরের পাশে ও সঙ্গে থাকার জোরাল বার্তা দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার!
বৃহস্পতিবার প্রগতি যাত্রায় সামিল হন নীতীশ। গয়ায় এই কর্মসূচি চলাকালীনই তিনি বলেন, 'অটল বিহারী বাজপেয়ীজি আমাকে বিহারের মুখ্যমন্ত্রী তৈরি করেছিলেন। আমরা একেব๊ারে শুরু থেকেই বিজেপির সঙ্গে কাজ করছি। এর মধ্যে দু'বার ভুলবশত আমরা ইউপিএ-তে গিয়েছিলাম। এবার থেকে আমরা সবসময় বিজেপির সঙ্গেই থাকব এবং একসঙ্গে বিহারের উন্নতি সাধন করব। সারা দেশের উন্নতি ঘটাব।'
নীতীশ কুমার আরও দাবি করেন, বিহারের মানুষ যখন থেকে তাঁকে কাজ করার সুযোগ দিয়েছে, তখন থেকেই বিহারের শিক্ষাব্যবস্থা, চিকিৎসা পরিষেব𝔉া ক্ষেত্র, রাস্তা ও সড়ক যোগাযোগ, বিদ্যুৎ সরবরাহ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে অভূতপূর্ব পরিবর্তন এসেছে। প্রত্যেক ক্ষেত্রেই ব্যাপক উন্নয়ন হয়েছে। বিহার থেকে ভয়ের বাতাবরণ চিরতরে কেটে গিয়েছে।
গয়ার প্রশাসনিক ভবনে রাজ্যের উন্নয়ন ও জনকল্যাণমুখী সরকারি প্রকল্পগুলি নিয়ে একটি পর্যালোচনা বৈঠক করেন নীতীশ। সেখানে তিনি দাবি করেন, সরকারি স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে অত্যন্ত ভালো কাজ🍌 হয়েছে।
নীতীশের দাবি, ২০০৫ সালের আগে মাসে মাত্র ৩৯ জনꦺ রোগীই নাকি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করাতে আসতেন। কিন্তু, এখন সেই💃 সংখ্যা বেড়ে হয়েছে ১১ হাজার। আগে রাজ্যে মাত্র ছ'টি হাসপাতাল ছিল। এখন তা বেড়ে হয়েছে ১২।
মুখ্যমন্ত্রীর আরও দাবি, ২০০৫ সাল থেকে ২০২০ সালের মধ্যে বিহারে চাকরি পেয়েছেন ৮ লক্ষ বেকার যুবক-যুবতী। এবং ২🦄০২০ সালের পর থেকে এখনও পর্যন্ত বিহারে শুধুমাত্র সরকারি চাকরিই দেওয়া হয়েছে ৯ লক্ষের বেশি প্রার্থীকে। আর সার্বিকভাবে কর্মসংস্থান হয়েছে ২৪ লক্ষ মানুষের।
এদিন ইমামগঞ্জ ব্লকের লাওবর ড্যামের কাছে জীবিকা দিদিদের নিয়েও প্রশংসা শোনা যায় নীতীশ কুমারের গলায়। তিনি তাঁদের কঠোর পরিশ্রমকে কুর্নিশ জানান। এবং যেভাবে𓂃 তাঁরা অত্🐭যন্ত দৃঢ়তা ও প্রত্যয়ের সঙ্গে সাফল্য অর্জন করছেন, তারও প্রশংসা করেন।
নীতীশের 𓆏মতে, বিহারের নারীশক্তি যে ক্রমশ শিক্ষার আলোয় আলোকিত হয়ে উঠছে এবং আর্থিকভাবেও স্বাধীন হয়ে উঠছে, এই ঘটনাই তার প্রমাণ।
এদিন মুখ্যমন্ত্রী অসংখ্য সরকারি প্রকলဣ্পের শিলান্যাস ও ভিত্তিপ্রস্তর স্থাপন করে💯ন। সব মিলিয়ে এই তালিকায় ছিল মোট ১,৭১৪টি উন্নয়ন প্রকল্প। যার অর্থমূল্য ১,৪৩৭.৯৬ কোটি টাকা। গয়ার ছনদৌতি ব্লকের প্রভাবতী হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠান থেকে এই প্রকল্পগুলির শিলান্যাস ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নীতীশ।