আসন্ন আইপিএল ২০২৫-এর আগে বড় সিদ্ধান্ত নিল রাজস্থান রয়্যালস। ভারতের প্রাক্তন ক্রিকেটারকে বড় দায়িত্ব দিল রাজস্থান। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ভারতের প্রাক্তন ক্রিকেটার সাইরাজ꧃ বাহুতুলেকে দলের স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ করল রাজস্থান রয়্যালস। ১৩ ফেব্রুয়ারি ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে এই বড় সিদ্ধান্তের ঘোষণা করা হয়েছে। গত সপ্তাহ থেকেই এই নিয়োগের আলোচনা চলছিল এবং আইপিএল ২০২৫ শুরু হওয়ার পাঁ🎃চ সপ্তাহ আগেই সেটি নিশ্চিত করা হল।
৫২ বছর বয়সি সাইরাজ বাহুতুলে রাজস্থান রয়্যালসে ফিরছেন, যেখানে তিনি ২০১৮ থেকে ২০২১ পর্যন্ত দলের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি এমন একটি কোচিং সেটআপে যোগ দিচ্ছেন, যা রℱাহুল দ্রাবিড়ের নেতৃত্বে পরিচালিত হচ্ছে।
সাইরাজ বাহুতুলে প্রথম শ্রেণির ক্রিকেটে ৬৩০টিরও বেশি উইকেট এবং ৬,০০০ রানের মালিক। তিনি ভারতীয় দলের হয়ে দুটি টেস্ট এবং আটটি ওয়ানডে খেল🎉েছেন এবং পরে সফলভাবে কোচিং কেরিয়ারে প্রবেশ করেছেন। তিনি মুম্বই, ♏বেঙ্গল, কেরল এবং ভারতীয় জাতীয় পুরুষ দলের মতো দলগুলোর কোচ হিসেবে কাজ করেছেন।
আরও পড়ুন …. Champions Trophy 2025: স্ত্রী বা সঙ্গীনিদের কি দুবাই নিয়ে যাওয়া যাবে? BCCI-র কাছে ক্রিকেটা✤রের প্রশ্ন- রিপোর্ট
সাইরাজ বাহুতুলের নিয়োগ প্রসঙ্গে রাহুল দ্রাবিড় বলেছেন, ‘সাইরাজ বাহুতুলের স্পিন বোলিং সম্পর্কে গভীর জ্ঞান এবং তার দীর্ঘ কোচিং অভিজ্ঞতা আমাদের দলের জন্য অমূল্য সংযোজন। তরুণ বোলারদের পরামর্শদানের তার দক্ষতা রাজস্থান রয়্যালসের দর্শনের সঙ্গে পুরোপুরি মেলে। আমি তার সঙ্গে আগেও কাজ করেছি, তাই আমি নিশ্চিত যে তাঁর অন্তর্দৃষ্টি ও দিকনির্দেশনা আমাদের খেলোয়াড়দের জন্য অত্যন্ত উপকারী হবে এবং 𝓰আমরা আসন্ন মরশুমে সাফল্যের দিকে এগিয়ে যেতে পারব।’
আরও পড়ুন …. WPL 2025 শুরুর আগে♒ই RCB শিবিরে বড় ধাকꦉ্কা! চোট কারণে ছিটকে গেলেন দলের তারকা স্পিনার
আরও পড়ুন …. সত্যি🗹 কি অনুশীলনে ফাঁকি দিয়েছে ইংল্যান্ড? জোস বাটলার বললেন হ্যাঁ, কিছু দিন প্র্যাকটিস….
অনღ্যদিকে, সাইরাজ বাহুতুলে বলেন, ‘আবার রাজস্থান রয়্যালসের সঙ্গে যুক্ত হওয়া আমার জন্য একটি বিশাল সম্মানের বিষয়। প্রতিভা বিকাশ ও আকর্ষণীয় ক্রিকেট খেলার প্রতি ফ্র্যাঞ্চাইজির প্রতিশ্রুতি আমার নিজস্ব কোচিং দর্শনের সঙ্গে মিলে যায়। আমি রাহুল এবং দলের বাকি কোচিং স্টাফদের সঙ্গে কাজ করতে এবং আমাদের বোলিং আক্রমণকে আরও শক্তিশালী করতে মুখিয়ে আছি। একসঙ্গে আমরা আসন্ন মরশুমে বড় সাফল্য অর্জনের লক্ষ্য রাখছি।’